আসা করছি ভালই আছেন আজকে আমি দেখাবো কি ভাবে আপনার ডেস্কটপ অথাবা ল্যাপটপ কে স্মার্টফোনের মেমরি হিসাবে ব্যবহার করবেন এবং ডেস্কটপ অথাবা ল্যাপটপ থেকে কি ভাবে আপনার স্মার্টফোনকে রিমোট এক্সসেস নিবেন।
আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে আপনার ডেস্কটপ অথাবা ল্যাপটপের হার্ডডিস্ক ব্যবহার করতে পারেন স্পিড নরমাল মেমরির মতই পাবেন।
এর জন্য আপনার স্মার্টফোনকে ডেস্কটপ অথাবা ল্যাপটপের সাথে কানেক্ট করতে হবে।
আপনি দুই ভাবে কানেক্ট করতে পারেন
১।স্মার্টফোনের WiFi হটস্পট এর মাধ্যমে।
২। ডেস্কটপ অথাবা ল্যাপটপের WiFi হটস্পট তৈরি করে।
আপনি যদি ডেস্কটপের মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই রাউটার আথবা WiFi এডেপ্টার এর সাথে সংযুক্ত থাকতে হবে।
ল্যাপটপের এধরনের সমস্যা নেই কারন ল্যাপটপের সাথে WiFi আগে থেকেই সংযুক্ত করাই থাকে।
আমি স্মার্টফোনের WiFi হটস্পট এর মাধ্যমে করে দেখাবো।
এর জন্য দুইটি আপ্লিকেশন এর প্রয়োজন হবে আপ্লিকেশন গুলো আপনি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন
১। Download : ES File Explorer
২।Download : Portable WiFi Hotspot
আনেক কথা লিখে ফেললাম তো চলুন কাজ গুলো দেখি, নিচের ভিডিওতে দেখানো হল।
যদি বুঝতে কোন সমস্যা হয় অথবা যেকোনো কোন ধরণের সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে টিউমেন্ট অথবা ইউটিউবে টিউমেন্ট করে জানাবেন আমি সমাধান দেয়ার চেষ্টা করব।
0 comments:
Post a Comment