Friday, 13 January 2017

১ক্লিকে ফেসবুকের সকল পেন্ডিং ট্যাগ রিমুব করুন,আইডিকে লক হবার হাত থেকে রক্ষা করুন

ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কম আছে।

আজকে আপনাদের দেখাবো কি ভাবে এক ক্লিকে আপনার ফেসবুকের সকল পেন্ডিং ট্যাগ রিমুব করবেন।

যারা অনেক আগে থেকেই ফেসবুক ব্যবহার করেন তাদের হাজার হাজার পিকচার ট্যাগ করে যার কারনে আইডি ভেরিফাইতে পরে এবং একতা বিরক্তিকর দিক এইটা।

কার্যপ্রনালীঃ-

ভিডিওটা আগে দেখুনঃ https://youtu.be/GZ13uLQ1d6g



যা যা প্রয়োজনঃ

একটি কম্পিউটার,ইন্টারনেট কানেকশন আর অপেরা ব্রাউজার।

প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগিন করবেন।

এর পর ভাষা USA English করুন।

এবার ভিডিওর ডিস্ক্রিপশনের ডাউনলোড লিংক থেকে এক্সটেনশন টা ডাউনলোড করে নিন (প্রিমিয়াম ভার্সন) এবার ওপেরা মিনিতে গিয়ে ভিডিও অনুযায়ী ইন্সটল করে  নিন।

ভিডিও অনুযায়ী আপনি সকল পেন্ডিং পিকচার,স্ট্যাটাস রিমুব করতে পারবেন।

ট্যাগ যত থাকবে তত সময় লাগবে। কিন্তু বেশি হলে ৫মিনিট এর কম সময় লাগবে।

ভালো থাকুন আল্লাহ হাফেজ।

আজকের মত এই পর্যন্তই আগামীতে আশাকরি অল পিকচার ট্যাগ নিয়ম দেখাবো।

ধন্যবাদ সবাইকে।

0 comments:

Post a Comment