Tuesday 10 January 2017

খুব সহজেই পরিবর্তন করে নিন আপনার ওয়াইফাই এর নাম। (SSID name)

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন। কথা না বাড়িয়ে কাজে চলে যাই আসুন।
 

আজ দেখাবো যে কিভাবে খুব সহজেই আপনার ওয়াইফাই এর নাম চেঞ্জ করতে পারবেন।

প্রথমেই আপনার ব্রাউজার ওপেন করে আপনার আইপি অনুযায়ী 192.168.0.1 অথবা 192.168.1.1 এ প্রবেশ করুন তারপর ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এন্টার করুন।

স্বয়ংক্রিয় ইউজারনেম আর পাসওয়ার্ড হিসেবে দুইটাই admin থাকে তাই আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দুইটাই admin লিখুন অথবা এই লিংক থেকে দেখে আসুন আপনার রাউটারের ইউজারনেম আর পাসওয়ার্ড কি দেওয়া আছে। এবং এন্টার করুন

তারপর রাউটার এর সেটিং পেজ থেকে বাম এর wireless এ ক্লিক করুন তারপর ssid   এর ওইখানে আপনার আগের নামটা মুছে নতুন যে নাম দিতে চান সেটা দিন।

আপনি একটু ভাল করে বুঝলে পাসওার্ড ও চেঞ্জ করতে পারবেন সে জন্য আপনাকে ওইখানেই wireless security তে ক্লিক করতে হবে তারপর পাসওয়ার্ড এডিট করতে হবে।

ভাল করে না বুঝলে আমাদের এই ভিডিও টিউটোরিয়াল টি দেখে নিতে পারেন।

আশা করি খুব উপকারে আসবে।যদিকোন সমস্যা হয় তাহলে তো টিউমেন্ট বক্স আছেই,আমরাও আছি।



সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

0 comments:

Post a Comment