Friday 23 November 2018

কম্পিউটারে সকল প্রকার পর্ন সাইট বন্ধ করুন! Must See







আজকের টিউনের আগে একটা ছোট গল্প বলি,
গতকাল আমার এলাকার এক ছোটভাই, (বেশ অনেক দিনের চেনাজানা, ভালোই সম্পর্ক) আমার বাসাতে আসছিলো, আমি নুডলস রান্না করবো বলে দোকানে যাবো বললাম, ছোটভাই বললো কম্পিউটার অন করে দিয়ে যেতে।
দোকান থেকে আসার পরে বেশ সময় ধরে বেল টিপলেও ছোটভাই এর কোন খবর নাই, অনেক কাহিনীর পরে কম্পিউটারের হিস্ট্রি চেক করে আমার মাথা নষ্ট! হুম, ছোটভাই নেট পেয়ে পর্ন দেখছিলো! -_-
অনেক সময় আমাদের কম্পিঊটারে ছোট ভাই-বোনেরা সহ অনেকে ব্যবহার করে। স্বাভাবতই খারাপ জিনিসে মানুষকে বেশী টানে, চাইলেই নিজেকে কন্ট্রোল করা সহজ নয়। >:(
আজকে আমি আপনাদের একটি এক্সটেনশনের সাথে পরিচয় করিয়ে দিবো, যার মাধ্যমে আপনার কম্পিউটারে কোন প্রকার পর্ন সাইট ওপেন হবেনা। এমনকি কোন প্রকার এডাল্ট কন্টেন্ট ও শো করবেনা।

Parental Control - Adult Blocker

এই এক্সটেনশনটা অস্থির, আমি ব্যবহার করতেছি। এটার ৪৭, ০০০+ ইউজার রয়েছে। ব্যবহার করে বেশ ভালো লাগলো।
কিছু স্ক্রিণসর্ট দেখুন-

এটা এক্সটেনশন যুক্ত করার আগে,
এখন-

দেখুন, কোন সার্চ রেজাল্ট দেখাচ্ছেনা।
এডাল্ট কনটেন্ট ব্লক দেখুন-
সো, আমার মতে সকলের ই এটা ইন্সটল থাকা প্রয়োজন। Cz কখন কি হয় বলা তো আর যায়নাহ!):
অনেক কথা হলো, এবার ইন্সটল করে নিন-

আশাকরি, সকলের হেল্প হবে।

Monday 29 October 2018

শিখে নিন ফেসবুকে যদি কেউ আপনাকে ব্লক করে তাহলে তাকে আনব্লক করে কিভাবে তাকে মেসেজ করবেন



আজ আপনাদের কাছে নিয়ে আসলাম ফেসবুকের যদি আপনাকে কেউ মেসেজ ব্লক দেয়। তাহলে কিভাবে আনব্লক করে তাকে আবার মেসেজ দেবেন।
N——————————————————————————-S
↓↓↓অ্যাপস এর বিবরণ:↓↓↓

ডাউনলোড লিঙ্কঃ(Play Store)

HTML tutorial
N——————————————————————————-S

* অ্যাপসের কাজ নিচে দেখানো হল। *


ফেসবুকে মেসেজে ঢুকে যদি এরকম দেখেন। তাহলে কিভাবে আনব্লক করবেন। সে সম্পর্কে নিচে আলোচনা করা হচ্ছে।
প্রথমে উপরের ডাউনলোড লিংক থেকে অ্যাপসটা ডাউনলোড করে ইন্সটল করুন। তারপরে ওপেন করুন। ওপেন হলে আপনি অন্য একটা ফেসবুকের ইমেইল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। যদি অন্য কোন আইডি না থাকে তাহলে একটি নিউ আইডি তৈরি করুন।
লগ ইন হয়ে গেলে আপনাকে যে বন্ধুটি ব্লক দিয়েছিল তার নামটা লিখে সার্চ করুন। সার্চ করার পর আইডিটি এসে গেলে আইডি তে ক্লিক করুন।
তারপর মেসেজ অপশনে ক্লিক করুন।
কিছু একটা লিখে সেন্ড করুন।
সেন্ড হয়ে গেলে উপরে থ্রি ডট অপশন এ ক্লিক করুন।
Add Friemds অপশনে ক্লিক করুন।
এবার যে আইডিটি আপনাকে ওই বন্ধুটি ব্লক করেছিল সেই আইডি নামটি লিখে সার্চ করুন। দেখবেন আপনার রিয়েল আইডি টি চলে এসেছে এবার টিক চিহ্ন দিয়ে Next বাটনে ক্লিক করুন। বন্ধুরা একটা কথা আপনাদের দুইটি আইডি আগের থেকে ফ্রেন্ডশিপ করে নিবেন। না হলে আপনার আইডির নামে সার্চ করলে আইডি কিন্তু আসবে না।
তারপর কিছু একটা লিখে সেন্ড বাটনে ক্লিক করুন।
trickbd facebook group
সেন্ড হয়ে গেলে উপরে থ্রি ডট বাটনে ক্লিক করুন।
Leave Conversation অপশনে ক্লিক করুন.
ওকে বাটনে ক্লিক করুন।
এবার আপনার অরজিনাল আইডি মেসেজ অপশনে গিয়ে দেখেন। যে বন্ধুটি আপনাকে ব্লক করেছিল সেই আইডি থেকে আপনাকে একটা মেসেজ এসেছে।
ঐ আইডি তে ক্লিক করুন এবং আপনার ইচ্ছামত আবার মেসেজ সেন্ড করতে থাকেন ধন্যবাদ।

ধন্যবাদ সবাইকে।
সবাই ভাল থাকবেন।

Thursday 4 October 2018

কি করে কানেক্ট করবেন ২ টি রউটার তার ছাড়া আসুন আজই বাড়িয়ে ফেলি আমাদের Wifi এর Range




হেলো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহ্‌র রহমত এ আপনারা সবাই ভাল আছেন। আপনারা যারা  Wifi এর Range এর সমস্আযায় ভুগছেন তাদের জন্য  আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন আর একটি টিউন নিয়ে.। আজ আমি আলোচনা করবো কি করে একটি কানেক্ট করবেন ২ টি রউটার তার ছাড়া এবং কি করে Wifi এর Range বাড়ানো যায় তা  নিয়ে।
আমারা সাধারানত তারাই এই প্রবলেম এ পরে থাকি যাদের বাড়ি অনেক বড়। এক রুম থেকে অন্য রুম এ ওয়াইফাই Range  পাওয়া যায়না। সুতরাং আমারা এই সমস্যা কিকরে সল্ভ করবো আসুন দেখে নেওয়া যাক।
এখানে আমি যে যে রাউটার ব্যবহার করে ছি তা হোল.
Main router:
TPLink TL-WR940N
http://a.co/d/eOr9nKA
Second Router(Repeater/Expander):
TPLink
TL-WR720N
Easy Steps to Setup a New Router (TP-Link) Bangla:
https://youtu.be/MiDD2FHDLw8

ভিডিও