Thursday 24 August 2017

নিয়ে নিন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফ্রীতে লাইফটাইম এর জন্য | Download IDM Lifetime Crack/Patch for FREE

আমাদের সবারই কম বেশি Download করার প্রয়োজন হয়, আর Download করে, কিন্তু IDM এর নাম শোনেনি এমন লোক পাওয়া যাবে কিনা সন্দেহ আছে।
সমস্যা কিন্তু অন্য জায়গায়, এটি শুধু ১ মাস ফ্রি তে ব্যবহার করা যাই(Trial Version), 
এর Lifetime Version এর মূল্য 24.95 USD টাকা তে হিসেবে করলে প্রায় ২০০০ টাকা। ভালোই হয় যদি Free তে Lifetime Version পাওয়া যাই ! 
কি বলেন?
তাহলে এই Link থেকে Download করে নিন 
IDM Update Version সহ Crack ফাইল টি IDM 628+Crack/Patch

Download করার পর,


১. idman628build17 টি Install করুন। (আপনার যদি আগে থাকে idman628build17 Install করা থাকে তাহলে আপনি 2nd step থাকে দেখুন)

২. আপনার PC তে IDM Open করা থাকলে Close করে দিন।

৩. IDM Patch File টিতে Double Click করে চালু করুন এবং Continue দিনন।


৪. ছবির মতো একটি Interface আসবে, First Name এবং Last Name দিয়ে Patch এ Click করুন।


৫. Ok বা অন্য কোনো কিছু চাইলে দিয়ে দিন, IDM Open হয়ে যাবে, IDM Open হলে Patch File টি Close করে দিন।এখন থেকে আপনি IDM Lifetime ব্যবহার করতে পারবেন Free তে। 

Friday 18 August 2017

৪টি টুল যার সাহায্যে আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াই উইন্ডোজ আপডেট করতে পারবেন।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য আপডেট রিলিজ হলেই তা যত দ্রুত সম্ভব আপডেট করা উচিত।
কারন উইন্ডোজ আপডেটের সাহায্যে উইন্ডোজের বিভিন্ন ধরনের বাগ এবং সিকিউরিটি ইস্যু ফিক্স করা হয় 
এবং নতুন নতুন ফিচারস অ্যাড করা হয় যেগুলো আপনার পিসির জন্য যথেষ্ট প্রয়োজনীয়।
নিয়মিত উইন্ডোজ আপডেট করলে এবং উইন্ডোজকে সবসময় আপডেটেড রাখলে ভাইরাস 
এবং ম্যালওয়্যারের হাত থেকেও কিছুটা রক্ষা পাওয়া যায়। 
আর উইন্ডোজ ১০ এর রিলিজের পর থেকে মাইক্রোসফট উইন্ডোজ আপডেট করাটা বাধ্যতামুলক করে দিয়েছে 
তাই আপনাকে উইন্ডোজ আপডেট করতেই হবে।
কিন্তু আপডেট দেয়াটা অনেকসময় অনেক ঝামেলার কাজ হতে পারে। 
আমাদের মধ্যে অনেকেই লিমিটেড ইন্টারনেট ইউজার। তারা চাইলেই যেকোনো সময় উইন্ডোজ আপডেট করতে পারেন না। 
এছাড়া উইন্ডোজ আপডেট করা এবং ইন্সটল করা অনেকটা সময়েরও ব্যাপার। 
তাই আজকের টিউনে এমন কয়েকটি প্রোগ্রাম এর কথা বলব যেগুলোর সাহায্যে আপনি অফলাইনে 
এবং খুব সহজেই উইন্ডোজ আপডেট করে নিতে পারবেন।

Autopatcher

এই প্রোগ্রামটি অনেক বছর ধরেই আছে এবং ব্যবহার করা হচ্ছে। এটা প্রধানত ব্যবহার করা হয় সিকিউরিটি প্যাচ আপডেট করার জন্য।
উইন্ডোজ ইন্সটল করার পরে উইন্ডোজের সবধরনের রিকমেন্ডেড সিকিউরিটি আপডেট বা বাগ ফিক্সেস বা অন্যান্য বিভিন্ন ধরনের মেজর 
এবং ক্রিটিক্যাল আপডেটও আপনি এই প্রোগ্রামের সাহায্যে ডাউনলোড করতে পারবেন এবং ইন্সটল করতে পারবেন।
এবং চাইলে আপনি ডাউনলোডেড ফাইলগুলো সংরক্ষন করে অন্য পিসিতে বা আপনার পিসিতেই পরে উইন্ডোজ ইন্সটল করার পরে অফলাইনে আপডেট করতে পারবেন। 
এই প্রোগ্রামটি আপনাকে সরাসরি মাইক্রোসফট এর সার্ভার থেকে আপডেট ফাইলস ডাউনলোড করে দেবে।
কিন্তু এটি ব্যবহার করতে হলে আপনার কাছে উইন্ডোজের লেটেস্ট সার্ভিস প্যাক ইন্সটল করা থাকতে হবে।
এর সাহায্যে আপনি মাইক্রোসফট অফিস আপডেটস, জাভা, ডট নেট আপডেটস বা ভিজুয়াল বেসিক ইত্যাদি বিভিন্ন ফার্স্ট পার্টি প্রোগ্রাম এবং ফিচারসও আপডেট করতে পারবেন।

WSUS Offline Update

এটিও আগের প্রোগ্রামটির মতই আরেকটি টুল যেটি একাধিক উইন্ডোজ ডিভাইসকে লেটেস্ট ভারশনে আপডেট করতে সাহায্য করতে পারে।
উইন্ডোজ ওএস ছাড়াও এটি মাইক্রোসফট অফিস প্রোগ্রামগুলোকেও আপডেট করতে পারে। কিন্তু এটি কয়েকটি দিক থেকে আগের টুলটি থেকে আলাদা।
এই প্রোগ্রামটির কাজ করার জন্য উইন্ডোজের লেটেস্ট সার্ভিস প্যাক ইন্সটল করা থাকতে হয়না।
এটি যেকোনো সার্ভিস প্যাকেই কাজ করতে পারে।
এই টুলটি উইন্ডোজের জন্য ল্যাঙ্গুয়েজ প্যাক আপডেট এবং নতুন ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড এবং ইন্সটলও করতে পারে।
এই টুলটি দিয়ে আপনি একবার ইন্টারনেটের সাহায্যে আপডেট ফাইলস ডাউনলোড করার পরে যতবার ইচ্ছা অফলাইনে আপডেট করতে পারবেন।

Portable Update

এই টুলটি মূলত তৈরি করা উইন্ডোজের সিকিউরিটি প্যাচগুলোকে অনলাইনে ডাউনলোড করে সেগুলোকে অফলাইনে ইন্সটল করা 
এবং যতবার ইচ্ছা ততবার ব্যবহার করার জন্য। এটার সাহায্যে আপনি উইন্ডোজ আপডেটের জন্য ইউএসবি ইন্সটলেশন ডিস্ক তৈরি করতে পারবেন।
অর্থাৎ উইন্ডোজের যেকোনো ধরনের আপডেট বা প্যাচ আপডেট বা ল্যাঙ্গুয়েজ আপডেট ইত্যাদি যেকোনো ধরনের আপডেট আপনি ইউএসবি ইন্সটল ডিস্ক তৈরি করে 
যেকোনো পিসিতে যতবার ইচ্ছা ততবার ইন্সটল করতে পারবেন। 
এই টুলটির প্রধান আইডিয়াই হচ্ছে আপডেটগুলোকে পোর্টেবল ইউএসবিতে রাখার মাধ্যমে আপডেট প্রসেসকে আরো সহজ এবং দ্রুত করা।

Windows Updates Down loader (WUD)

এই টুলটি এই তালিকার অন্যান্য টুল থেকে কিছুটা আলাদা। কারন এটা এর নামে যা লেখা ঠিক সেটাই করে।
এই টুলটির সাহায্যে আপনার ঠিক যে আপডেটটি দরকার সেটিই ডাউনলোড করে নিতে পারবেন। 
যেমন, আপনি চাইলে শুধুমাত্র আপনার পিসির জন্য এভেইলেবল সব ধরনের সিকিউরিটি আপডেট ডাউনলোড করে নিতে পারবেন।
চাইলে আপনার পিসির জন্য সবধরনের ক্রিটিক্যাল আপডেট ডাউনলোড করে নিতে পারবেন বা চাইলে আপনার পিসির সব ধরনের ফিচারস আপডেটও ডাউনলোড করে নিতে পারবেন।
আপনার পিসির সবধরনের ফিক্স, প্যাচ, সিকিউরিটি আপডেট ইত্যাদি সবকিছু পাবেন এই একটা প্রোগ্রামের মধ্যেই।
আপনার পিসির আপডেট সিস্টেমের অপরে সম্পূর্ণ নিয়ন্ত্রন পেতে চাইলে আপনার জন্য এই টুলটি বেস্ট।
Image result for Windows Updates Downloader

তো এগুলোই ছিল কয়েকটি টুল যার সাহায্যে আপনি আপনার পিসির সব ধরনের উইন্ডোজ আপডেটস অফলাইনে ইন্সটল করতে পারবেন 
এবং একধিক পিসিতে ব্যবহার করতে পারবেন।
আজকের মত টিউনটি এখানেই শেষ করছি। আশা করি টিউনটি আপনাদের ভাল লেগেছে।
টিউন সম্পর্কে কোন ধরনের প্রশ্ন বা মতামত থাকলে অবশই টিউনমেন্ট করে জানাবেন।
ভাল থাকবেন।

যে কোন ট্রায়াল ভার্ষনের সফটয়্যার গুলোর full version করুন Time Stopper

সচরাচর জনপ্রিয় বিভিন্ন সফটওয়্যারগুলো আমাদের পক্ষে অনেক ডলার খরচ করে কিনা সম্ভব হয় না। 

অথচ সেই সব প্রয়োজনীয় সফটওয়্যারগুলো অত্যন্ত জরুরী বলে তার ট্রায়াল ভার্সন ব্যবহার করতে হয় বাধ্য হয়ে।

ট্রায়াল ভার্সন সফটওয়্যারগুলোর ফ্রি বা ট্রায়াল ভার্সন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কম্পিউটারে ব্যবহার করা যায়। 
এরপর তা ডেট এক্সপায়ারড হলেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। 
এখন থেকে আপনি সেই সমস্ত ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলো একদম বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে পারবেন।
কথা না বাড়িয়ে কাজের কথায় চলে আসি।

Download করুন


১. কাজটি করার জন্য সবার প্রথম সফটওয়্যারটি উপরের Download Now বাটন থেকে ডাউনলোড করতে হবে এবং Install করতে হবে;
২. এর পর সফটওয়্যারটি ওপেন করেন, নিচের ছবির মত আসবে;



৩. Browse বাটন ক্লিক করে ট্রায়াল ভার্সন সফটওয়্যারটি সিলেক্ট করুন;


৪. Choose the new date থেকে আগামী কালকের তারিখ সিলেক্ট করুন;


৫. Enter a name for create desktop icon বক্সে সফটওয়্যারটির নাম দিন;


৬. Create desktop short-cut বাটনে ক্লিক করুন;

৭. ব্যাস, আপানার কাজ শেষ,ডেস্কটপ এ একটি shortcut তৈরি হবে। 
এখন থেকে সফটওয়্যারটি ওপেন করতে এই shortcut টি ব্যবহার করুন আর বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে থাকেন trial software গুলো।
ভাল থকবেন সবাই

Wednesday 16 August 2017

এই প্রজন্মের ১০টি সেরা অ্যাপস উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য। জেনে নিন এখনই

আস-সালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন। ভাল থাকুন, সুস্থ থাকুন আর আমাদের কথা মনে রাখুন। 
এটাই আমাদের প্রত্যাশা। প্রতিটি টিউনের মত আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টিউন নিয়ে। 
আমরা কম্পিউটার ব্যবহার করতে গিয়ে অনেক সময় অনেক প্রতিবন্ধকতার স্বীকার হই। 
যেমন ধরেন আপনি একই সাথে ফেসবুক চালাচ্ছেন অন্যদিকে কোনো গুরুত্বপূর্ন আর্টিক্যাল পরতেছেন একি স্ক্রিনে। 
কিন্তু কিছুক্ষন পর পর ২টাই স্ক্রোল করতে হয়।
বার বার মাউসে ক্লিক করে পড়তে বিরক্তি ফিল হয়। 
এরকম অনেক সমস্যা আমরা ফিল করে থাকি। 
মনে মনে বলি যদি এমন হতো এমন হতো। 
কিন্তু অলরেডি এই সমস্যাগুলোর অনেক সমাধান অনেক সফটয়্যার করে দিচ্ছে কিন্তু আমরা সেগুলো জানি না। 
তাই আপনাদের সাথে এই প্রজন্মের এমন কিছু সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলো আপনার কম্পিউটার ব্যবহারকে আরও সুবিধাজনক করে দিবে। 
তবে আগেই বলেছি আজকে মাত্র ১০টি নিয়ে কথা বলবো।

WizMouse

wiz mouse এর চিত্র ফলাফল

আমি শিউর আপনি নাম দেখে কিছুই বুঝতে পারবেন না যদি এই এপ্স টি আপনি ব্যবহার না করে থাকেন। 
এই এপ্স এর বিশেষত্য হচ্ছে আপনি যেখানেই মাউসের কার্সার রাখবেন সেখানেই স্ক্রোলিং হবে। 
অর্থাৎ ধরুন আপনি একটা ওয়েবসাইটের টিউন আপনার এম এস ওয়ার্ডে নিজের মত করে লিখবেন। 
অর্থাৎ হুবহু কপি করবেন না। তাহলে তো একই স্ক্রিনে পাশাপাশি ২টি উইন্ডো ওপেন করতে হবে।
একটা আপনার এমএস ওয়ার্ড আর আরেকটা ব্রাউজার উইন্ডো। 
কিন্তু আপনি মনে করেন লিখতেছেন। 
এই মূহুর্তে আপনার ব্রাউজার কে স্ক্রোল ডাউন করতে হবে কারণ যেটুকু ঐ পৃষ্ঠায় ছিল ঐটুকু লিখা শেষ। 
এক্ষেত্রে যদি আপনি এই সফটওয়্যার ব্যবহার না করেন তাহলে আপনাকে ব্রাউজার উইন্ডোতে ক্লিক করে পড়ে স্ক্রোল করতে হবে।
আবার লিখতে হলে পুনরায় ওইয়ার্ড উইন্ডোতে ক্লিক করে লিখতে হবে। 
এটা অনেক বিরক্তিকর। 
কিন্তু আপনি যদি উইয মাউস ব্যবহার করেন তাহলে আর ক্লিক করতে হবে না। 
কার্সর যেখানেই নিয়ে যাবেন সেখানেই স্ক্রোল করা যাবে।

Skitch

স্কিচ একটি খুবই গুরুত্বপূর্ণ এবং চারদিকের স্ক্রিনশট এপ্স গুলোর মধ্যে বেস্ট একটা স্ক্রিনশট টুলস। 
এই টুলসটি আগে শুধু ম্যাক ডিভাইসে ছিল। 
কিন্তু এখন এটি উইন্ডোজ ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারবে। 
এটা এমন একটা স্ক্রিনশট টুলস যার মাধ্যমে আপনি স্ক্রিনশট তো নিতে পারবেন ই। 
পাশাপাশি এরো দিতে পারবেন টেক্সট লিখতে পারবেন, শেপ এড করতে পারবেন এনোটেশন এড করতে পারবেন। 
অর্থাৎ আপনি যেকোনোভাবে স্ক্রিনশট কে ইডিট করে আরও আকর্ষণীয় করতে পারবেন।

PotPlayer

অনেকে হয়ত এই প্লেয়ারটির নাম শুনে থাকবেন। কিন্তু সবাই এটি ইনস্টল করে নি। 
আমাদের অধিকাংশেরই চয়েজ হচ্ছে, vlc player অথবা km player এটা আমার ধারণা। 
কিন্তু আপনি যদি pot Player এখনও ব্যবহার না করে থাকেন,তাহলে আমি বলবো আপনি আজই এইটা ইউজ করে দেখুন। 
এটা vlc থেকেও ভাল পারফোমেন্স দিবে। 
এটা খুবই দ্রুত কাজ করে, লাইটওয়েট এবং এর অনেক এডভান্সড সেটিং রয়েছে যা আপনার ভিডিও দেখাকে আর আকর্ষণীয় করবে। 
এর মাধ্যমে আপনি ব্লু রে ভিডীও দেখতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। 
প্রায় সকল ফরমেটের ভিডিওই সাপোর্ট করে এই প্লেয়ারে।

Bins

bins for windows এর চিত্র ফলাফল
এটা হচ্ছে একটি টাস্কবার কে আরও আকর্ষনীয় এবং আপনার মনের মত করে সাজানোর একটি এ্যপ। 
এর মাধ্যমে আপনি আপনার এপ্সগুলোকে গ্রুপ আকারে রাখতে পারবেন। 
ঠিক যেইভাবে রাখা যায় এন্ড্রয়েড ফোনো। 
আর খুবই সহজ ভাবে যেকোনো সর্টকার্ট কে টাস্কবারে এড এবং টাস্কবার থেকে রিমোভ করতে পারবেন। 
এই এপ্যটির দাম মাত্র ৫ডলার। 
অবশ্য গুগলে সার্চ করলে হয়ত ক্র্যাকও পাবেন। 
কিন্তু আমি কখনোই আপনাকে বলবো না যে ক্রাক ইউজ করুন।

Chocolatey

অনেক উইন্ডোজ ইউজারেরই লিনাক্স এর কমান্ডলাইনগুলো শিখার বা ব্যবহারের প্রয়োজন পরে বা মনে সখ জাগে। 
কিন্তু উইন্ডোজের মায়াও ছাড়তে পারে না বিভিন্ন কারণে। 
এখন আপনিও চাইলেই আপনার কম্পিউটারের যাবতীয় কাজ করতে পারবেন লিনাক্সের মত কমান্ড দিয়ে তাও আপনার উইন্ডোজে।
এছাড়াও আপনি চাইলেই অসংখ্য সফটওয়্যার এক সাথে ইনস্টল করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। 
কিন্তু সবকিছু হয়ত বললে বুঝবেন না তাই এই ভিডিও টি দেখে নিতে পারেন। 
তবে অবশ্যোই লিনাক্স আর এর কমান্ড এর মধ্যে পার্থক্য আছে।

Dexpot


এটা হচ্ছে একটি আকর্ষণীয় সফটওয়্যার। 
এর মাধ্যমে আপনি আপনার শর্টকার্টগুলোকে গুছিয়ে রাখতে পারবেন। 
এছাড়াও এর মাধ্যমে আপনার উইন্ডোজ এর ডেক্সটপ স্ক্রিনকে কয়েকটি অংশে ভাগ করে সেখানে বিভিন্ন সর্টকার্ট বা রানিং এপসগুলোকে রেখে দিতে পারবেন। 
এরপর যখন যেইটা দরকার পরবে তখন সেটার উপর ক্লিক করলেই সেটা ওপেন হবে। 
নিচের ভিডিও দেখলেই বুঝতে পারবেন এটা কতটা চমকপ্রদ সফটওয়্যার।

Growl

এটি একটি নোটিফিকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার। 
এটি ম্যাক এর খুবই জনপ্রিয় একটি প্রোগ্রাম। 
যদিও উইন্ডোজে এখনো অতটা জনপ্রিয়তা পায় নি। 
কারণ অনেকেই এই এপ্সটির ব্যাপারে জানে না। 
এই এপ্সটির কাজ হচ্ছে, কোনো এপ্স বা ওয়েবসাইটের নোটিফিকেশন আসলে সেটা কিভাবে দেখাবে তা নির্ধারণ করে দেয়া। 
অর্থাৎ আপনি নোটিফিকেশন এলার্ট কে নিজের মত করে কাস্টমাইজ করতে পারবেন এর মাধ্যমে।

Music Bee

সম্পর্কিত চিত্র

এই মিউজিক প্লেয়ারটা দেখতে ঠিক উইন্ডোজের বিল্ট ইন প্লেয়ারের মত হলেও এর অনেক ফিচার আছে যেগুলো আপনি বিল্ট ইন প্লেয়ারে পাবেন না। 
এর সম্পূর্ণ ফিচার Winamp এর মত হলেও অনেক অনেক হালকা।
তাই পিসির উপর এত চাপ পড়ে না। এছাড়া এটি ১০০% ফ্রী সফটওয়্যার।
যদিও এটা foobar2000 এর মত কাস্টমাইজ করা যায় না, কিন্তু এটা ব্যবহার করা খুবই সহজ। 
এর ভিতরে MediaMonkey এর অনেক ফিচার আছে। 
এছাড়া এর মাধ্যমে এন্ড্রয়েড ফোনের সাথে সিঙ্ক করা যায়। 
এক কথায় একটি অসাধারণ ফ্রী মিউজিক সফটওয়্যার। 
তাই যদি আগে ব্যবহার না করে থাকেন তাহলে ব্যবহার করে দেখুন। 
আশা করি অনেক ভাল লাগবে।

Nircmd


এটাও একটা কমান্ডলাইন ইউটিলিটি সফটওয়্যার। 
এটা কমান্ড লাইন ইউটিলিটি হলেও এটা কিন্তু এডভান্সড ইউজারদের জন্য না। এর কমান্ড লাইনগুলো বুঝা অনেক সহজ বলে এটা অনেক জনপ্রিয়। 
এর মাধ্যমে আপনি গ্রাফিক্যাল ইন্টারফেস অর্থাৎ মাউস ব্যবহার  না করেই যেকোনো কাজ করতে পারবেন কমান্ড এর মাধ্যমে। 
যেমন, আপনার ভিডীও প্লেয়ার অন করতে হবে তাহলে শুধু একটা কমান্ড দিলেই অন হয়ে যাবে।

OneNote


আশা করি এটার সাথে সবাই অনেক পরিচিত। 
কিন্তু আমার মনে হয় অনেক কম লোকই এর ব্যবহার জানে। 
কিন্তু যারা এটা ব্যবহার করেছে তারা সবাই এটাকেই পছন্দ করে। 
কিন্তু যারা কারে নি তারা কিভাবে জানবে এতে কি আছে। 
এর মাধ্যমে আপনি যেকোনো নোট করতে পারবেন।
এর  মাধ্যমে আপনি পৃষ্ঠার মত হাজার হাজার নোট উইন্ডো ওপেন ক্রতে পারবেন। 
এটা সবাই পছন্দ করে থাকে মূলত পারসোনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, ছোট মিটিং বা আউটলাইন টুলস হিসেবে ব্যবহার করার জন্য। 
এর মাধ্যমে টেক্সট কে অসাধারণ স্টাইল করা যায়। শেপ এড করা যায়।
পিকচার ইনসার্ট করা যায়, ড্রয়িং করা যায়, এছাড়া আপনি এগুলো শেয়ারো করতে পারবেন। 
অর্থাৎ সব মিলিয়ে অসাধারণ একটা সফটওয়্যার। 
আমি শুধু আপনাদের সাথে সফটওয়্যার এর পরিচয় করিয়ে দিলাম। 
এদের ব্যবহার বুঝাতে গেলে আলাদা টিউন করে বুঝাতে হবে। 
তাই যদি একান্তই কারও কোনো সফটওয়ার নিয়ে টিউনের প্রয়োজন হয়।
তাহলে টিউমেন্ট করতে পারেন।
যদি আপনার মনে হয় এই টিউনটি ফেসবুকে শেয়ার করলে কারও না কারও উপকার হবে।
তাহলে এই টিউনটি শেয়ার করার অনুরোধ রইলো।
পরিশেষে, ভাল থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালবাসুন আর প্রযুক্তি সাথেই থাকুন।
আল্লাহ হাফিজ।

Saturday 12 August 2017

ফেসবুকের জন্ম তারিখ লিমিট ওভার হয়ে গেলেও ঠিক করে নিন

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই?

আশা করি মহান আল্লাহ'তালা সবাইকে খুব ভালো রেখেছেন।

আজকে আমি আলোচনা করব ফেসবুকের জন্ম তারিখ লিমিট ওভার হলেও কি ভাবে চেঞ্জ করতে হবে।
তো চলুন মূল আলোচনায় চলে যাইঃ

আমরা অনেক সময় অনেক সমস্যা কারণের ফেসবুকের নাম চেঞ্জের সাথে সাথে বয়সটাও চেঞ্জ করি। 
চেঞ্জ করতে করতে এমন এক সময় আসে তখন আর ফেসবুক বয়স চেঞ্জ করতে দেয় না।
ধরুন আপনি আপনার আইডির নাম চেঞ্জ এর জন্য রিকোয়েস্ট সাবমিট করতে চান।
কিন্তু দেখলেন আপনার আইডির বয়য় আর আপনার ঠিক নেই।

আপনি আপনার বয়স চেঞ্জ করতে করতে লিমিট করে ফেলেছেন এখন চেঞ্জ করতে গেলে আর চেঞ্জ অপশন ভিজেবল ছিলো কিন্তু এখন আর সেই রকম নেই।

এখন আপনি কি করবেন? না পারবেন চেঞ্জ করতে না পারবেন কার্ড সাবমিট করতে।
তো চলুন দেখে নেয়া যাক কি ভাবে চেঞ্জ করতে হবে।
  • প্রথমে কম্পিউটার থেকে ফেসবুকে লগইন করুন।

  • এর পর এই ছবিটা দেখুন।

  • নামের উপর ক্লিক করুন।

  • এবার এবাউট এ ক্লিক করুন।

  • এখন ক্লিক করুন "Contact and Basic Info"তে
  • তাহলে এমন আসবে

  • এখন ক্লিক করুন "Date of Birth" এর পাশে এডিটে ক্লিক করুন

  • এর পর এই লিংকে যান

  • তাহলে এমন আসবে



  • এখন কারণ সিলেক্ট করুন। কেন আপনি বয়স চেঞ্জ করতে চান?

  • এর পর সাবমিট করে ফেলুন।
আশা করি বুঝতে পেরেছেন। যদি না বোঝেন তাহলে নিম্ন লিংকে মেসেজ করতে পারেন।

ধন্যবাদ সবাইকে। 
আজকে বিদায়, দেখা হবে আগামীতে। 
ভালো থাকুন সুস্থ্য থাকুন মেতে থাকুন প্রযুক্তির সুরে।
যে কোনো সমস্যা হলে জানাতে পারেন আমাকে।

Thursday 10 August 2017

ঝামেলাবিহিন ভাবে আপনার iPhone,iPad,iPod এ ফাইল ট্রান্সফার করুন [Registered Software]

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই, আসা করি সবাই ভালই আছেন
আজ আপনাদের জন্য একটি Paid software এর ফুল ভারসন নিয়ে আসলাম
যার মাধ্যমে আপনি আপানার Apple Device টিকে খুব সহজেই ফুল মেনেজ করতে পারবেন
সফটওয়্যার টির নামঃ Any Trans

Download করতে এখানে ক্লিক করুন।

চলুন কিছু Screenshot দেখে নেই,



মজার ব্যাপার হচ্ছে Software টির installation নিয়ে ঝামেলা করতে হবেনা এটা Already installed।
 সুধু ডাউনলোড করুন এবং কাজ সুরু করে দিন।

বি দ্রঃ এটা ইউস করতে হলে অবশ্যই আপনার PC তে iTune installed থাকতে হবে।
বুঝতে কোন প্রকার সমস্যা হলে ভিডিও তি ফলো করুন।


মজার ব্যাপার হচ্ছে Software টির installation নিয়ে ঝামেলা করতে হবেনা এটা Already installed। 
সুধু ডাউনলোড করুন এবং কাজ সুরু করে দিন।

বি দ্রঃ এটা ইউস করতে হলে অবশ্যই আপনার PC তে iTune installed থাকতে হবে।
বুঝতে কোন প্রকার সমস্যা হলে ভিডিও তি ফলো করুন।

ধন্যবাদ সবাই কে কষ্ট করে টিউন টি পড়ার জন্য।

Saturday 5 August 2017

Digital License নিয়ে নিন Windows 10 এ অফার শেষ হবার ১ বছর পরেও


যদিও টিউনটা আগেই করতে চেয়েছিলাম কিন্তু সময় হয়ে উঠেনি। 

আজ আমি আপনাদের সাথে আমার Windows 10 এর Digital License পাবার অভিজ্ঞতা এবং উপায় Share করব। 

টিউনটা হয়ত একটু বড় হবে তাই ধৈর্য্য ধরে পুরোটা পড়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। 

Digital License দিয়ে Active হলে ঐ PC তে আর কোনদিনও Product Key দেওয়া বা Crack করা লাগবে না যদি না বড় ধরনের Hardware যেমন Motherboard Change করা হয়, 

সেক্ষেত্রে আপনার Microsoft Account দিয়ে Digital License লিঙ্ক করে নিতে হবে আগেই।
আমিও আর দশজনের মত Windows এর Pirated Copy Use করতাম। 

মানে Windows official But Product Key Installation / Activation system টা চোরাই (Using Windows Loader or WAT remover in Windows 7 and KMS Activator or Reloader in Windows 8/8.1/10)। 

সবাই যখন গণহারে VK7JG-NPHTM-C97JM-9MPGT-3V66T এবং HPCH2-FXNMW-FB4FK-8FD2D-RJMQP 

এই Key দুইটা দিয়ে Digital License পেয়েছিল তখন আমি সেই সুবর্ণ সুযোগ Miss করি।

যাহোক, মাস দেড়েক আগে Facebook Browse করতে করতে হঠাৎ জানালা ১০ এর Ashis Bhowmik ভাইয়ের Skype Activation এ চোখ আটকে যায়। 

তারপর Tahmid Raditভাইয়ের Windows 10 Permanent Activator Ultimate Software টা দেখে সেটা Download করে Skype Activation Method এ Permanently Active করি। 

ভেবেছিলাম Permanent Activation আর Digital License একই জিনিস, মানে Windows Reinstall দিলে Product Key দেয়া লাগবে না কিন্তু ধারনাটি সঠিক নয়। 

Creator's Update install করে দেখি আগের Permanent Activation চলে গেছে। 

তখন বুঝলাম Digital License এর গুরুত্ব। 

তারপর Windows 10 Permanent Activator Ultimate Software টা দিয়ে ২ দিন ধরে প্রায় ১০০+ Key দিয়ে চেষ্টা করেও যখন সফল হলাম না তখন হাল ছেড়ে দিলাম। 

ঐদিনই এই Group এর এক ভাই বলল যে Windows 7 Active করে Anniversary Update দিয়ে Upgrade (C drive format না দিয়ে) করলে নাকি Digital License পাওয়া যায়। 

তার কথামত Windows 7 দিয়ে Windows Loader 2.2 দিয়ে Active করলাম পরে Anniversary Update এর ISO বুট করে Upgrade করলাম কিন্তু কাজ হল না। 

পরে নেট ঘেঁটে জানলাম এই পদ্ধতি আর কাজ করে না। অনেক খুঁজাখুঁজি 

করে http://www.microsoft.com/accessibility/windows10upgrade এই পেজটা খুঁজে পেলাম।

এটা দিয়েও চেষ্টা করলাম কোনো লাভ হল না কারণ এটা শুধু তাদেরই কাজ করবে যাদের Windows 7/8.1 এর Genuine Key আছে। 

এত কষ্ট করেও Digital License পেলাম না তাই মনে জিদ চেপে গেছিল। 

ভাবলাম আবার Windows 10 Permanent Activator Ultimate Software টা নিয়ে বসব আর সবগুলা Key দিয়ে Try করব। 

কিন্তু ভাগ্য এখানেও পক্ষে ছিলনা। 

দেখি Software টা invalid হয়ে গেছে, নতুন version না আসা পর্যন্ত কিছু করার নেই। 

আমিও হেরে যাবার পাত্র ছিলাম না। 

Deep web / Dark web, শত শত Tutorial আর ফোরাম সাইটে ঢুঁ মারলাম আর কত শত Key দিয়ে যে Active করার চেষ্টা করেছি আর ইয়াত্তা নেই (CMD এর Code গুলা মুখস্থ হয়ে গেছে)। 

অবশেষে এই অপরিসীম কষ্টের প্রতিদান পেলাম গত ১লা আগস্ট।



বর্তমানে সাধারণত ৩ ভাবে Digital License পেতে পারেনঃ

১) আপনি যদি Genuine Windows 7/8.1 থেকে Windows 10 Free Upgrade Offer টা গ্রহণ করে Windows 10 এ Upgrade করে থাকেন।

২) আপনি যদি Store থেকে genuine Windows 10 কিনেন (Valid New Windows 10 Retail Key এর ক্ষেত্রেও প্রযোজ্য)।

৩) আপনি যদি Windows Insider হন এবং newest Windows 10 Insider Preview build এ Upgrade করে থাকেন।
আমার ক্ষেত্রে ১ম টি কাজ করেছে। 

নেটে এমন অনেক Windows 7/8.1 এর Genuine Key পাওয়া যায় যা আসল ক্রেতা শুধু Windows 7/8.1 Active করতে কাজে লাগিয়েছে কিন্তু Windows 10 Free Upgrade Offer টা নেইনি। 

সেই Key গুলা দিয়ে যে কেউ বর্তমানে Windows 10 এর Digital License পেতে পারে। 

কিন্তু একটা Key কেবল একজনই Use করার সুযোগ পাবে। 

অর্থাৎ এই Key গুলা দিয়ে অন্য কেউ বর্তমানে Windows 10 Active করলে আসল ক্রেতাও আর Windows 10 এর Digital License পাবে না। 

সে শুধু Windows 7/8.1 Active করতে পারবে।


আমার এই তিক্ত অভিজ্ঞতার সুদীর্ঘ পরিক্রমায় অনেক নতুন কিছু শিখেছি। 

সবচেয়ে শিক্ষামূলক বিষয়টা ছিল "কখনই হাল ছাড়তে নেই, চেষ্টা করতেই থাকুন, আল্লাহ্‌ সহায় থাকলে সফলতা আসবেই।" 

যাহোক অনেক কথা বললাম। 

৩ আগস্টের Latest Windows 7 Key এবং সেই সাথে ১লা আগস্টের Windows 7 Key দিয়ে দিচ্ছি। 

আল্লাহ্‌র নাম নিয়ে চেষ্টা করে দেখুন। কাজ হতেও পারে (আমি গ্যারেন্টি দিচ্ছি না)।
আপনার Windows 10 Pro না হলে VK7JG-NPHTM-C97JM-9MPGT-3V66T এই Key Enter করে Pro তে আসুন। 

Key Enter করতে Settings > Update & security > Activation > Change Product Key তে যান।
এবার CMD admin Mode এ Run করে নিচের code গুলো লিখে এন্টার করুনঃ
sc config wuauserv start= auto
net start wuauserv
sc config LicenseManager start= auto
net start LicenseManager
slmgr /upk
slmgr /ckms
slmgr /cpky
slmgr /ipk X6CNR-BP3BT-BKX22-66KYT-XQBQB
এবার Settings > Update & security > Activation > Change Product Key তে যান 

এবং নিচের Key গুলো দিয়ে দেখুন Active হয় নাকি। হলে পেয়ে যাবেন Digital License।
Windows 7 All Online/Offline [Retail-MAK] Activation Keys:
03 August 2017: -
Windows 7 Ultimate Retail Phone Activation Keys: -
C3T9P-PXP7P-TDD4D-K8FC4-XY77P

YDYXX-3RBRK-K2DJF-FQM87-PP2PQ

R7G9K-32P7F-9Q69W-J4JDV-GWJG7

YQ8YB-X9PK2-3PYG6-CHTDG-MMX76

Windows 7 Pro Retail-VL / Enterprise Online / Phone Activation MAK Key: -

4BD9F-G4HRK-CPFRJ-7RGWJ-HBXPB

YRBR7-MTYJC-3V97B-62TRC-2967C

4FFVF-TCQPB-WHY8C-8GR43-HJMYW

9B883-VKBGP-X8M2Y-BCTFY-VXR9B

BFDJJ-TKMX2-VYD99-VWBMX-89CDQ

BJ89C-MBHGM-6VQVD-2QVMK-3BKWJ

CW83D-WPFWW-F4TXQ-QJ42T-CJXM9

Windows 7 Home Premium Retail Phone Activation Keys OEM COA:

2RT97-2W2PJ-9479T-QDTHH-M22RF

373MK-87WF8-JD6XM-6HQRC-JPMP6

4GFFM-8YYJJ-D96CQ-878K9-H3CDR

BDXQC-J343X-FT3VY-TRRMH-6DBXW

CTPDJ-2GG88-H9PMM-WGYXJ-37FFW

MDC8F-2WGB4-MBV2Q-43Y2W-T9PT6

MHHK6-24TM4-C2QHT-WW6Y2-QYQCD

THY8B-98HJ7-3GMMJ-HYR3F-MWTV6

TM3CM-4P37H-C8TCR-7FMYW-KV98C

TMPMH-8V9QG-J6PHW-HQ9GV-J8W3M

OEM: NONSLP

86FRD-X9VRG-CQMBD-KTX9T-YHK7D

FC6FC-XDDMG-WVBCG-DHFT9-MG6HP

TB3TC-XFP4D-G7J8C-HBK9D-3JG9J

Retail:

2724H-PD4XM-HTPHW-PH7V4-MP7GJ

3B7QR-78VQR-2CFMB-YX6KF-GHKRY

F77DC-G2DFY-Q8B8X-2X89W-GTBVJ

H6GRC-YT74X-KW8T2-PTWQK-KKY8G

K49MQ-TYVRH-742MG-4BJFD-J7PDG

KWD96-33Y42-27C8G-MY3V6-63X6T

MJ6C3-JXFQW-RP7HD-W28TG-Q8YBT

PKDJK-DFDGP-TBK9J-JYH9C-P24P6

Y9V7J-CDJ34-XCMBW-RXC38-8K6W6

Digital License পেলে জানাবেন। 

শুভকামনা রইল।