আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি,চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই|
কিভাবে বুকমার্ক backup রাখবেন ?
- ১) প্রথমে আপনার ব্রাউসার টি ওপেন করুন। এরপর বুকমার্ক এ ক্লিক করুন।
- ২) এখন শো অল বুকমার্ক এ ক্লিক করুন। নিউ একটা উইন্ডো ওপেন হবে
- ৩) এখন থেকে ইনপুট এন্ড ব্যাকআপ এ ক্লিক করুন। এবার ব্যাকআপ এ ক্লিক করুন
- ৪) এখন একটি ডায়লগ বাক্স আসবে ফাইল সেভ করার জন্য। আপনি চাইলে নাম চেঞ্জ করে সেভ করতে পারেন যদি
- নাম চেঞ্জ না করেন তাহলে ডিফল্ট নাম বুকমার্ক "ডেট ".json ফাইল এ সেভ হবে.
- ৫) সেভ করা ফাইল টিকে আপনার কম্পিউটার এর কোনো ড্রাইভ এ সংরক্ষণ করে রেখে দিন
তবে এটি বেশি কাজে আসবে নিউ উইন্ডোস সেটআপ দেওয়ার পর অথবা নিউ ব্রাউসার ইনস্টল করার পর
কিভাবে রিস্টোর করবেন ?
- ১) এর জন্য প্রথমে আপনার ব্রাউসার টি ওপেন করুন। এরপর বুকমার্ক এ ক্লিক করুন।
- ২) এখন শো অল বুকমার্ক এ ক্লিক করুন। নিউ একটা উইন্ডো ওপেন হবে
- ৩) এখন থেকে ইনপুট এন্ড ব্যাকআপ এ ক্লিক করুন। এবার রিস্টোর এ ক্লিক করুন
- ৪) এখন একটি ডায়লগ বাক্স আসবে ফাইল ওপেন করার জন্য। এখন আপনি যেখানে আপনার ব্যাকআপ ফাইলটি সেভ
- করে রেখে ছিলেন সেটি কে পেন করুন ফাইলটি অবশই. json ফাইল হতে হবে
- ৫) এবার ওকে ক্লিক করুন দেখবেন আপনার আগের বুকমার্ক গুলো restore হয়ে গেছে।
ভুল ক্রটি হলে সবাই ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে
0 comments:
Post a Comment