Thursday, 5 January 2017

কিভাবে বুকমার্ক Backup রাখতে হয় এবং পরবর্তীতে কিভাবে তা অন্য কম্পিউটারে বা অন্য Browser এ Restore করতে হয় দেখে নিন (কাজে আসবেই)

কেমন আছেন সবাই ?

আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি,চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই|
 

কিভাবে বুকমার্ক backup রাখবেন ?
  • ১) প্রথমে আপনার ব্রাউসার টি ওপেন করুন।  এরপর বুকমার্ক এ ক্লিক করুন।
  •  
  • ২) এখন শো অল বুকমার্ক এ ক্লিক করুন। নিউ একটা উইন্ডো ওপেন হবে
  •  
  • ৩) এখন থেকে ইনপুট এন্ড ব্যাকআপ এ ক্লিক করুন। এবার ব্যাকআপ এ ক্লিক করুন
  •  
  • ৪) এখন একটি ডায়লগ বাক্স আসবে ফাইল সেভ করার জন্য। আপনি চাইলে নাম চেঞ্জ করে সেভ করতে পারেন যদি
  •  
  • নাম চেঞ্জ না করেন তাহলে ডিফল্ট নাম  বুকমার্ক "ডেট ".json ফাইল এ সেভ হবে.
  •  
  • ৫) সেভ করা ফাইল টিকে আপনার কম্পিউটার এর কোনো ড্রাইভ এ সংরক্ষণ করে রেখে দিন
এখন আপনি চাইলে যে কোনো সময় এই ফাইলটিকে আপনার নিউ ফায়ারফক্স ব্রাউসার বা অন্য কম্পিউটার এর ব্রাউসার এ restore করতে পারবেন।

তবে এটি বেশি কাজে আসবে নিউ উইন্ডোস সেটআপ দেওয়ার পর অথবা নিউ ব্রাউসার ইনস্টল করার পর

কিভাবে রিস্টোর করবেন ?
  • ১) এর জন্য প্রথমে আপনার ব্রাউসার টি ওপেন করুন।  এরপর বুকমার্ক এ ক্লিক করুন।
  •  
  • ২) এখন শো অল বুকমার্ক এ ক্লিক করুন। নিউ একটা উইন্ডো ওপেন হবে
  •  
  • ৩) এখন থেকে ইনপুট এন্ড ব্যাকআপ এ ক্লিক করুন।  এবার রিস্টোর এ ক্লিক করুন
  •  
  • ৪) এখন একটি ডায়লগ বাক্স আসবে ফাইল ওপেন করার জন্য। এখন আপনি যেখানে আপনার ব্যাকআপ ফাইলটি সেভ
  •  
  • করে রেখে ছিলেন সেটি কে পেন করুন ফাইলটি অবশই. json ফাইল হতে হবে
  •  
  • ৫) এবার ওকে ক্লিক করুন দেখবেন আপনার আগের বুকমার্ক গুলো restore হয়ে গেছে।
যদি বুজতে সমস্যা হয় তাহলে এই ভিডিও টি দেখোন এখানে খুব ভালো ভাবে step by step সন্দর করে দেওয়া আছে



 ভুল ক্রটি হলে সবাই ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে  :)

0 comments:

Post a Comment