Showing posts with label কাজে প্রোডাক্টিভিটি বৃদ্ধির উপায় গুলো. Show all posts
Showing posts with label কাজে প্রোডাক্টিভিটি বৃদ্ধির উপায় গুলো. Show all posts

Thursday, 7 April 2022

কাজে প্রোডাক্টিভিটি বৃদ্ধির উপায় গুলো

 

করোনার পর হোম অফিস করতে করতে আমাদের অনেকেরই প্রোডাক্টিভিটি কমে গিয়েছে। যার কারণে সময়ের কাজ সময়ে শেষ না করতে পেরে নিজের সেরা পারফর্মেন্সটুকু দেখাতে ব্যার্থ হচ্ছি অনেকেই! চলুন জেনে নেই কিছু সহজ টিপস কিভাবে কাজে নিজের পারফরম্যান্স বৃদ্ধি করা সম্বব।

১. সারাদিনের কাজগুলোর জন্য একটি রুটিন তৈরী করে নেয়া যায়, এর জন্য গুগল কিপ অথবা অন্য কোথাও তা লিখে রাখা যায়
২. প্রথমে আপনার সবচেয়ে বড় কাজগুলিতে মনোযোগ দিন
৩. একবারে একটি কাজে মনোযোগ দিন
৪. কাজে বার বার বাঁধা না আসে সেটায় মনোযোগ দিন
৫. এক বসায় কাজ না করা উত্তম, কাজের মাঝে ছোট ছোট বিরতি নিন

উল্লেখিত বিষয়গুলো ছাড়া আরো অনেক টেকনিকে আপনি আপনার কাজ সময় মতো শেষ করতে পারবেন। তবে আমার মনে হয় এই বিষয় গুলো সমচেয়ে গুরুত্বপূর্ণ।