Saturday 16 July 2016

সবচেয়ে দ্রুত ডাউনলোড করুন FTP সার্ভার দিয়ে (ব্রডব্যান্ড ব্যবহারকারিরা অবশ্যই দেখবেন)

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।
বিনোদনের অন্যতম অনুসঙ্গ হচ্ছে মুভি।আর সে মুভিটির কোয়ালিটি যদি এইচডি মানের হয় এবং ডাউনলোড করতে যদি কেবল 5 মিনিট সময় লাগে, তাহলে বিনোদনের মাত্রার আকর্ষণ আরো বেড়ে যায়। যারা এইচডি মানের মুভি দেখতে এবং ডাউনলোড করতে চান তাদের জন্যই এই টিউন।আজকে এমন একটি দরকারী ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিব কোন প্রকার বাফারিং ছাড়াই এইচডি মানের মুভি এবং টিভি শো দেখতে সক্ষম হবেন এবং মুভি ডাউনলোড করতে কেবল 5 মিনিট সময় লাগে।
আজকে আমি FTP সার্ভার এর কিছু লিস্ট দিলাম।যাই হোক শুরু করা যাক তবে BDIX সম্পর্কে যারা জানেন না তারা একটু জেনে নিন।

What is BDIX/Bangladesh Internet Exchange ?

BDIX (Bangladesh Internet Exchange)।BDIX টা হচ্ছে এমন একধরনের নেটওয়ার্ক যেখান থেকে  আপনি খুব অল্প সময়ে অতি দ্রুততার সাথে নেট থেকে ফাইল নামাতে পারবেন। যেমন ধরুন Vdobites.com বা আরো অন্নান্ন সাইট থেকে আপনি যদি ৫১২ kb দিয়ে ডাউনলোড দেন তাহলে আপনি স্পীড পাবেন 6০+kbps, কিন্তু আপনার ISP এর যদি BDIX এর সাথে কানেক্ট থাকে তাহলে আপনি তখন ১ থেকে ১০mb ডাউনলোড স্পীড পাবেন।সুতরাং ব্রডব্যান্ড ব্যবহার করার আগে জেনে নিন আপনার ISP EXCHANGE SERVER এর সাথে সংযুক্ত কি না।যদি থাকে তাহলে আপনি এই সার্ভার থেকে অল্প সময় অনেক কিছু ডাউনলোড করতে পারবেন।এটা সুবিধা সুধু রডব্যান্ড ব্যবহারকারিরা অবশ্যই পাবেন (বর্তমানে আমি পাই)এবং বাংলালায়ন ব্যবহারকারিরা পেতে পারেন তবে সব বাংলালায়নব্যবহারকারি না কারন বাংলালায়ন এর কিছু অংশ BDIX এর মধ্যে আছে।

FTP Server List
TV
টরেন্ট সার্ভারঃ
ধন্যবাদ।আজ এতটুকুই।

দক্ষতা বাড়াতে দরকারী সব অনলাইনে কোর্স!

                                          দক্ষতা বাড়াতে দরকারী সব অনলাইনে কোর্স!


অনেকেই ইন্টারনেট বলতে বুঝেন ফেসবুকে ঢুকে লাই টিউমেন্ট দেয়া আর অনলাইন কিছু পত্রিকা পড়া। কিন্তু যারা বুদ্ধিমান তারা অনলাইনে অনেক সময় কাটায় ঠিকই কিন্তু কাজের জিনিস করে। আজকাল পড়াশুনা থেকে শুরু করে আইটি বিষয়ক দক্ষতা বাড়ানোর অনেক সাইট পাওয়া যায় যেগুলোতে নিয়মিত ভিজি করে কয়েক মাসের মধ্যে লোকজন নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারছে। আর এ পরিবর্তন অবশ্যই ইতিবাচক অর্থে। যেমন সারা বিশ্বের জনপ্রিয় সাইটগুলোর মধ্যে আছে

1.অ্যাডেক্স-(EDx)
- https://www.edx.org
এই সাইটে গিয়ে অনেকেই নামি দামি বিশ্ববিদ্যালয়ে কোর্স করছে।

2. কোর্সইরা-
www.coursera.org

3. খান একাডেমী
http://www.khanacademy.org

বাংলাদেশী সাইটগুলোর মধ্যে আছে

1. আরআর ফাউন্ডেশন
http://rrfoundation.net/
এ সাইটটিতে গেলে আইটি বিষয়ক দরকারী টিউটেরিয়াল শিখতে পারবেন।

2. টেন মিনিটস স্কুল:
http://10minuteschool.com/
এই সাইটে বিনামূল্যে শেখা যায় মাধ্যমিক পর্যায়ের গণিত ও বিজ্ঞান। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরাও এখান থেকে উপকৃত হতে পারে।

3. শিক্ষক ডট কম
http://www.shikkhok.com/
কী না আছে এই সাইটটিতে। আইটি থেকে ফটোগ্রাফি সব ধরনের টিউটরিয়াল অফার করে শিক্ষক ডট কম। এই সাইটটি দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে।এই সাইটটি দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে।এই সাইটটি দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে।এই সাইটটি দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে।

4. ইয়েস্কুল (YESchool)
http://www.facebook.com/yschl

সামাজিক যোগাযোগ মাধ্যম  ব্যবহার করে এই প্লাটফরম থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা  ইংলিশ ও ম্যাথ সলিউশনের ট্রিক শেখানো হয়।

ইউটিউব চ্যানেল থেকে ভিজিটররা ইয়েস্কেুল (YESchool)-এর  ট্রিকগুলো শিখে থাকেন।
চ্যানেল: http://www.youtube.com/channel/UCbIown8vlFd7DsbFzAQYDsA

Math in 30 seconds নামে একটি সিরিজ চালু আছে চ্যানেলটিতে।

ধন্যবাদ সবাইকে....Happy Learning---

এবারে নিজে নিজেই যে কোন উইন্ডোজ এর ফাইল পেন্ড্রাইউভ এ বুট করুন, একবারে সহজে

      এবারে নিজে নিজেই যে কোন উইন্ডোজ এর ফাইল পেন্ড্রাইউভ এ বুট করুন, একবারে সহজে

আসসালামুয়ালাইকুম,
আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে মাত্র এক ক্লিকে কিভাবে বুটএকটি করবেন পেন্ড্রাইভ।
পেন্ড্রাইভ কেন বুট করতে হয় তা নিয়ে আর কিছু বলতে চাই না। শুধু এটা বলতে চাই windows দেয়ার জন্য এর কোন বিকল্প নেই।
পেন ড্রাইভ বুট দেয়া অনেক সময় ঝামেলার আবার অনিরাপদ ও বটে। কারন এতে pendrive অনেকের নস্ট হয়ে যায়। তাই আজ অত্যান্ত সহজ আর নিরাপদ উপায় নিয়ে এলাম। প্রথমে নিচের সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

download বুট পেনড্রাইভ

size:৮৪৭ kb
ইন্সটল করার দরকার নাই। কারন এটি portable software. তাই বুট করতে পিসি তে pendrive লাগান। তারপর এই সফটওয়্যার টি ওপেন করুন।এবারে iso image লেখা অপশনে আপনার যে কোন উইন্ডোজ এর আই এস ও ফাইল সিলেক্ট করুন।   সবথেকে নিচে লেখা স্টার্ট বাটন ক্লিক করলেই বুট হয়ে যাবে। এটা অনেকটা মেমোরি ফরমেট দেয়ার মত। নিচের ফটো এর মত।

Screenshots 

nnnnn

Requirements:
  • Windows  ISO file – 
  • USB Flash Drive/Pen Drive minimum 8GB capacity.
আরও বেশী কিছু জানতে বা পদ্ধতি সম্পর্কে কোন কিছু জানার জন্য বা কোন সুমস্যা হলে অথবা ডাউনলোড করতে সমস্যা হলে এখানে ক্লিক করুন।
আজ এই পর্যন্ত, ভাল থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।

Friday 15 July 2016

Adobe Acrobat XI Pro FULL CRACK Serial Key

Adobe Acrobat XI Pro Image
                                  Adobe Acrobat XI Pro FULL CRACK Serial Key


Adobe Acrobat XI Pro Crack with Serial Number is a such an office tool that lets users create PDF files, PDF forms or PDF portfolios, as well as combine files into a PDF, or share them by using SendNow Online or email. Make your job easier every day with Adobe Acrobat XI Pro software. Quickly create PDF files or PDF Portfolios. Intuitively edit PDF files from within Acrobat or convert them to Microsoft Word, Excel, or PowerPoint formats. Build forms in minutes with the new, included Adobe FormsCentral desktop application. And use guided Actions to automate document preparation. All in all, Adobe Acrobat X Pro provides numerous tools for editing, personalizing or easily sharing PDF files. Download your copy of Adobe Acrobat XI Pro Crack Serial Number Full

Version below.
System Requirements:
 

1.3GHz or faster processor
512MB of RAM (1GB recommended)
1.85 GB of available hard-disk space
1024×768 display
DVD-ROM drive
Internet Explorer 7, 8, 9, or 10; Firefox Extended Support Release; Chrome
Video hardware acceleration (optional)


Adobe Acrobat XI Pro Screenshot

Install Instructions:
1. Close your internet connection. IMPORTANT
2. Unpack and install
3. Use the key generator to generate a valid serial
4. Replaced cracked amtlib.dll to installation folder.
5. Run program and paste your generated key
6. Done and enjoy


http://smarturl.it/lpy08b

ডাউনলোড করে নিন IDM V6.25 build 21 final ভার্সন এবং সাথে Activator আর আজীবন ফ্রী ব্যবহার করুন

আসসালামুয়ালাইকুম,
আশা করি সবাই ভাল আছেন, আমিও ভাল আছি।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম  IDM V6.25 build 21 ভার্সন এবং সাথে Activator আর আজীবন ফ্রী ব্যবহার করুন।
আই.ডি.এম (Internet Download Manager) নাম কম বেশী শুনেছেন। দেখে নিন এর কিছু সুবিধাঃ



Internet Download Manager Feature:

১। আপনি কোন ভিডিও টিউটোরিয়াল দেখছেন কোন ওয়েবসাইট এ সেটি আপনি ডাউনলোড করতে চাইলেন দেখলেন যে ডাউনলোড দেওয়া নেই। কি করবেন তাই না? চিন্তা নেই আপনার যদি IDM থাকে তাহলে দেখবেনযে অটোমেটিক আপনার ইউআরএল এডাউনলোড লিংক এসে গেছে।

২। আপনি একটা ফাইল ডাউনলোড করছেন তাতে রিজিউম সাপোর্ট নেই। ফাইলটি ডাউনলোড করতে করতে কোন কারন বশত বন্ধ হয়ে গেল কি করবেন তাই না? যদি IDM থাকে তাহলে সহজেই আপনি রিজিউম করতে পারবেন। আপনি যে ফাইলটি ডাউনলোড দিয়েছিলেন সেই ফাইলটির ডাউনলোড লিংকটি পুনরায় নিয়ে (অর্থাৎ যেখান থেকে ডাউনলোড দিয়েছিলেন) বন্ধ হওয়া ফাইলটির Properties টি গিয়ে Address এ শুধু পেষ্ট করে দিন। তারপর রিজিউম লেখাতে ক্লিক করুন।দেখবেন ফাইলটি আবার ডাউনলোড শুরু হয়ে গেছে।

৩। গ্রাব্যার প্রজেষ্ট যার মাধ্যমে আপনি একটি ওয়েব সাইটের সমস্ত ফাইল অর্থাৎভিডিও,অডিও,টেক্সট ইত্যাদি একটি ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।

৪। Scheduler এর মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সময়ে আপনার পূর্বের বন্ধ করা ডাউনলোড ফাইল শুরু করতে পারবেন কিংবা নির্দিষ্ট সময়ে তা বন্ধ করতে পারবেন। শুধু তাই না একটি নির্দিষ্ট সময়ে আপনি আপনার কম্পিউটারটাও বন্ধ করে দিতে পারবেন।

৫। যেকোন নতুন ব্রাউজার এড করলে তা সাথে সাথে IDM এর সাথে কানেকটেক্ট হয়ে যাবে। এবং ইচ্ছা করলে আপনি আপনার ডাউনলোডকৃত ফাইলের লিষ্টটা এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি কি কি ফাইল অটোমেটিকলি ডাউনলোডন করবেন তার লিষ্ট।

৬। অটোমেটিক এন্টি ভাইরাস চেকিং এর মাধ্যমে আপনার ডাউনলোড করা ফাইলটি কে ভাইরাস সম্পকে সচেতন করে।

কি নতুন আছে এই 6.25 build 21তে?
1। অটোমেটিক firefox 48  intrigation
2। অটোমেটিক chrome latest  intrigation
3। ফুল ভার্সন আফটার রান এক্টিভেটর

What’s new in version 6.25 Build 21
(Released: jun 09, 2016)
– Added support for Firefox 44,43 and SeaMonkey 2.39, 2.40, 2.41, 2.48
– Lowered CPU consumption
– Added support for new types of video streaming sites
– Fixed bugs


• Homepage – http://www.internetdownloadmanager.com/

ডাউনলোড করুন নিচেঃ
IDM 6.25 build 21 8.5 MB
 

IDM Universal key crack 2.0 MB
 

IDM 6.25 build 21 Manual - 1.3 Manual((if crack didn’t work/windows xp users)

How to Install: (Note: Please strictly follow the installation guide to avoid errors)

1. Install idm by running “idman625build21.exe”
Note: no need to exit / close idm if running.

2. Run “32bit Patch build 21.exe” if you’re using 32bit operating system
or
Run “64bit Patch build 21.exe” if you’re using 64bit operating system


3. Done. Enjoy simplest IDM installation ever

☞ এন্ড্রয়েড ফোনের খুব গুরুত্বপূর্ণ গোপন কোডগুলো জেনে নিন এখনি এবং ঘরে বসেই ঠিক করুন মোবাইল !

☞ এন্ড্রয়েড ফোনের খুব গুরুত্বপূর্ণ গোপন কোডগুলো জেনে নিন এখনি এবং ঘরে বসেই ঠিক করুন মোবাইল !

প্রিয়, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?
আশা করি, সবাই ভাল আছেন এবং আগামীতেও যেন সব সময় ভালো থাকেন তার জন্য ট্রিকরাউন্ড এর পক্ষ থেকে রইল শুভ কামনা।

খুবই দরকারি কিছু সুরক্ষা কোড যা আপনাকে অ্যান্ড্রয়ের বিষয়ে আরও পারদর্শি করে তুলবে। মেবি এগুলো আপনাদের সবার দরকার।তাহলে নিচ থেকে দেখে নিন এই অসাম কোড গুলো।

• Reset Phone – *2767*3855#
• IMEI Code Information – *#06#
• Lock Status – *#7465625#
• Battery & Phone Information – *#*#4636#*#*
• FTA Version – *#*#1111#*#*
• Touch Screen Code – *#*#2664#*#*
• Vibrate & Backlight Test – *#*#0842#*#*
• Hardwar & Software Diteilas *#12580*369#
• Diagnostic Configure – *#9090#
• Dump Sistemo Mode – *#9900#
• Camera information – *#*#34971539#*#*
• Factory Hard Reset – *#*#7780#*#*
• Data Cabol Control – *#872564#
• GPS Test – *#*#1472365#*#*
• WiFi MAC Address – *#*#232338#*#*
• Bluetooth Device Info – *#*#232337#*#*
• Ram Version – *#*#3264#*#*
• Touch Screen Version – *#*#2663#*#*
• Display Taste – *#*#0#*#*
• Packets lupha Test – *#*#0283#*#*

আজকের টিউন এ পর্যন্তই, পরে আবার নতুন কিছু নিয়ে হাজির হবো।
ভালো থাকুন।