ইউটিউব লাইভ এর জন্য যা যা দরকারঃ
১। একটি জিমেইল অ্যাকাউন্ট যা ইউটিউব এর জন্য ক্রিয়েট করতে হইব।২। একটি ইউটিউব চ্যানেল যা প্রথম কাজটা করার পর করতে হইব।
৩। একটি ভিডিও আপলোড দিতে হইব।
৪। গুগল অ্যাডসেন্স এর সাথে আপনার ইউটিউব অ্যাকাউন্ট ভেরিফাই করতে হইব।
৫। আপনি আপনার অ্যাকাউন্ট থেকে লাইভ অ্যাক্টিভ করতে হইব।
৬। তার পর আপনি লাইভ করতে পারবেন।
ওয়েবসাইট লাইভ এর জন্য যা যা দরকারঃ
১। আপনার একটি ওয়েবসাইট দরকার। যেমনঃ blogspot থেকে অ্যাকাউন্ট করে নিলেন২। এম্বেড কোড দরকার।
এখন কিভাবে লাইভ করবেন ওয়েবসাইট দারা ইউটিউব থেকেঃ
১। লাইভ এর জন্য প্রথমে আপনার ইউটিউব অ্যাকাউন্ট এ যান।২। সাইন আউট অপশন এ ক্রিয়েতর স্টুডিও ক্লিক করুন।
৩। ভিডিও ম্যানেজার এ ক্লিক করুন।
৪। আপনার নতুন আপলোড করা ভিডিও তে ক্লিক করুন।
৫। ভিডিওটির নিচে আসুন এবং শেয়ার এ ক্লিক করুন।
৬। দেখুন একটি এম্বেড অপশন পাবেন।
৭। ওখানে ক্লিক করুন এবং অনেক বড় লাইন পাবেন।
৮। ওঁটা কপি করুন।
৯। আপনার ওয়েবসাইট এ আসুন এবং ওয়েবসাইট এর সেটিং এ যান।
১০। দেখবেন লেআউট অপশন আছে এবং ওখানে ক্লিক করুন।
১১। দেখবেন অ্যাড এ গেজেট লেখা আছে ওঁটা তে ক্লিক করুন।
১২। এর পর স্ক্রল দিয়া নিচের দিকে আনুন দেখবেন html/ java script লিখা আছে।
১৩। ওঁটা তে ক্লিক করুন এবং কনটেন্ট এ পেস্ট করুন আপনার এম্বেড কোড টা।
না বুজতে পারলে ভিডিও দেখুন
0 comments:
Post a Comment