Thursday 5 January 2017

অ্যাডফ্লাই শর্টলিঙ্ক ব্যবহারে বিরক্ত? দেখুন, কিভাবে অ্যাড ফ্লাই লিঙ্ক Decode করবেন!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সকলে? ভালো আছেন আশা করি।
আমিও ভালো আছি।


আপনারা অনেকেই নিশ্চয়ই নানা ওয়েবসাইট এবং ইউটিউবে ব্রাউজ করেন। 

যারা লিমিটেড ইউজার এবং কম ব্যান্ডউইথ ব্যবহার করেন, তাদের জন্য বিজ্ঞাপন একটা যন্ত্রনা।

আর অ্যাড ফ্লাই তো অন্য পেইজে টেনে এনে ৫ সেকেন্ড বিজ্ঞাপন দেখাবে।

আপনারা চাইলেই অ্যাড ফ্লাইয়ের শর্ট লিঙ্ক ডিকোড করতে পারবেন।

আমাদের সিকিউরিটি অ্যানালিস্ট মাহমুদুজ্জামান কমল 

আমাদের একটি পিএইচপি টুল প্রোভাইড করেছে

যা দিয়ে আমরা সহজেই অ্যাড ফ্লাই লিঙ্কের অ্যাড বাইপাস করে ব্যবহার করতে পারবো।

টুলটি ব্যবহার করতে আপনাদের এই লিঙ্কে যেতে হবে।

(আমি আন্তরিক দুঃখিত যে, টিটি অ্যাড ফ্লাই এবং গুগল শর্ট লিঙ্ক সমর্থন করে না, তাই আপনাদের আমার ব্লগ ঘুরে যেতে হচ্ছে)

সেখানে আপনাকে আপনার অ্যাড ফ্লাই শর্টলিঙ্ক প্রবেশ করাতে হবে।
তারপর Decode ক্লিক করলেই সেটি আপনাকে ডাইরেক্ট লিঙ্কের আউটপুট দিবে।
অনেক সময় গোলমেলে লিঙ্ক মনে হতে পারে, কিন্তু সেটা অ্যাড ফ্লাই সার্ভারের রিডাইরেক্ট পেইজ।
কাজেই আপনি নিশ্চিন্তে এই টুল ব্যবহার করতে পারবেন।

0 comments:

Post a Comment