Saturday 29 September 2018

REMOTELY SHUTDOWN করে দিন অন্যের পিসি

 

1. প্রথমে রান ওপেন করুনঃ

 Press Win+R to open Run.

2. এবার cmd ওপেন করুনঃ
Write ‘cmd’ (without quotations) and press Enter.
3. Cmd তে নিচের কমান্ড দিন এবং এন্টার চাপুনঃ
shutdown -i
4. এখন নিচের মত একটা উইন্ডো ওপেন হবে।
5. এবার অ্যাড এ ক্লিক করে আইপি অ্যাড্রেস দিন যার পিসি আপনি shut down করতে চান।
6. এবার একটা অপশন সিলেক্ট করুন। আপনি shut down করতে চান না restart. (shutdown, restart or annotate unexpected shutdown)
7.Now if you want to warn user about your action than tick the ‘Warn users for the action’ and set the time-OR-un tick it
8.Now in the last ‘Comment’ field write any comment and press OK.
শেষ। কম্পিউটার Shut Down.

Monday 24 September 2018

কিভাবে হার্ড ডিস্কের Error ঠিক করা যায় How to do Error Checking in Computer?

Disk Error Checking :

কম্পিউটার এর Hard Disk এ অনেক সময় Bad Sector তৈরি হয় যা সম্পূর্ণ System কে ধীর করে ফেলে, আবার অনেক সময় ফাইল Save করতেও সমস্যা হয়. Disk Error Checking এর সাহায্যে  এটা সমাধান করা যায়.এটা খুবই প্রয়োজনীয় এবং সপ্তাহে অন্তত একবার করা উচিত.

১//  প্রথমে সকল Program বন্ধ করে Start  বাটন থেকে Computer / My Computer  ক্লিক করুন.

২// যে Disk এর Error Fixed করতে চান সেটায় Mouse এর Right বাটন ক্লিক করে Properties চাপুন.

৩// একটি Dialogue Box আসবে, সেখান থেকে Tools এ ক্লিক করে Check Now চাপুন.

৪//  দুটি Option আসবে, একমাত্র Scan For and  attempt recovery of bad sectors এ  টিক দিয়ে Startচাপুন. এখানে এখানে Disk Size অনুযায়ী একটু সময় লাগতে পারে.নিচের ছবিটি দেখুন.

৫// কম্পিউটার Scanning  করে ফলাফল দেখাবে.
যদি Bad Sector পাওয়া যায় তাহলে Fix বাটন চাপুন অন্যথায় Program টি Close করুন.

ফ্রিতে ডাউনলোড করুন FastStone Capture With Serial Key


এই software টি ব্যবহার করে কম্পিউটারের যে কোন অংশের ভিডিও ধারন, ইমেজ ক্যাপটার, মার্কিং ইত্যাদি কাজ খুব সহজেই করা যায়। Software টির মূল্য 19.95$  USD. কিন্তু আপনাদের জন্য সম্পূর্ন ফ্রী 🙂
Here is the installation process and download link :
Free Download FastStone Capture for Lifetime With Serial Key | One of the Best Screen Recording software |
Go To Download link in video description > Click Here
https://www.youtube.com/watch?v=KpHWY3hbToE&feature=youtu.be
FastStone Capture One of the best screen recording Software.

Saturday 22 September 2018

কিভাবে Modern Shortcut Virus শর্টকাট ভাইরাস ডিলিট করতে হয়?

শর্টকাট ভাইরাস একটি কমন সমস্যা যা কোনো এন্টি ভাইরাস দিয়ে সমাধান করা যায় না. বেশিরভাগ ব্যবহারকারীরা এই সমস্যার মুখোমুখি হন Pen Drive, SD Card অথবা কম্পিউটার হার্ড ডিস্ক এ.
পেনড্রাইভ থেকে খুব সহজে এটা রিমুভ করা যায় সফটওয়্যার ইনস্টল করে.
স্টেপ ১: ডাউনলোড  USB Fix 
স্টেপ ২: টাস্ক বারে যে সব প্রোগ্রাম খোলা আছে  সেসব বন্ধ করুন কেননা সেগুলো সফটওয়্যার টি এমনিতেই  ডিলিট করে দেবে, এতে ডাটা হারিয়ে যেতে পারে।
স্টেপ ৩: যে সব USB ডিভাইস ভাইরাস আক্রান্ত সেগুলো সংযুগ দিন.
স্টেপ ৪:  সফটওয়্যার থেকে ক্লিন অপসন নির্বাচন করুন।
সকল ভাইরাস ডিলিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

কম্পিউটার হার্ড ডিস্ক থেকে ডিলিট করার পদ্ধতি :

স্টেপ ১: সার্চ বাটনে Command Prompt লিখে সেটি ওপেন করুন

স্টেপ ২: টাইপ করুন attrib -h -r -s /s /d <Your drive letter>:\*.*
  
 উদাহরণ : যদি কম্পিউটার হার্ড ডিস্ক D ড্রাইভ আক্রান্ত হয়ে থাকে তাহলে টাইপ করুন
attrib -h -r -s /s /d D:\*.*



স্টেপ ৩: Enter চাপুন
English Version: 

How to delete a Modern shortcut virus?

Shortcut virus, which is a common problem can not be solved by any anti-virus. Most users are faced with this problem in the USB drive, SD Card or computer hard disk.
You can easily remove it from the USB Drive by installing a free software.
Step 1: Download USB Fix software
Step two: Turn off the programs opened in the Task Bar otherwise the software will delete those automatically which may caused data lost.
Step 3: Connect all USB devices that are affected with virus.
Step 4: Select Clean Options from the software.
Wait until deleting all the viruses.
To delete from the computer hard disk:

Step 1: Open Command Prompt by typing on the search button
Step two: Type:  attrib -h -r -s /s /d<Your drive letter>:\*.* 
  Example: If the drive D is infected then type: attrib -h -r -s /s /d D:\*.*


Step 3: Press Enter

Friday 21 September 2018

আবারও কোন প্রকার টাকা বা এমবি ছাড়াই একদম ফ্রিতে ফেসবুক Lite চালান



Facebook হলো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে যতো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই Facebook. সমস্ত বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অগণিত, দিনে দিনে এই সংখ্যা ক্রমশ বেড়েই চলছে।
Facebook.com ব্যবহার করার জন্য প্রয়োজন ইন্টারনেট কানেকশন। উন্নত দেশগুলোতে প্রায় সকল স্থানেই WiFi সুবিধা থাকার কারনে সেসকল দেশের জনগণের Internet access এ কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের দেশে এখনও অতটা ইন্টারনেটের সুবিধা না থাকার কারণে আমরা প্রয়োজনমাফিক ইন্টারনেট ব্যবহারে সক্ষম নয়। কিন্ত তাই বলে ইন্টারনেটের অন্যান্য সুবিধা বাদ রাখলেও আমরা কেউই চাইনা আমাদের ফেসবুক ব্যবহার বন্ধ থাক।
Internet.org বা Freebasics এর মাধ্যমে আমরা বিভিন্ন সময় Facebook.com সাইটটি ফ্রিতে ব্যবহার করতে পারলেও তাতে পর্যাপ্ত তৃপ্তি পাওয়া যায় না। কারণ তাতে শুধু ব্রাউজিং এবং চ্যাটিং করা যায়, কোনো image বা ছবি প্রদর্শন করে না। কিন্তু এখন ছবিসহই ফ্রিতে ফেসবুক চালানো সম্ভব হবে।
মূল কথাঃ-আমরা কিছুদিন ধরে মুড করা ফেসবুক লাইট দিয়ে ছবিসহ ফ্রি ফেসবুক চালাইচি। কিন্তু দূঃখের বেপার ছবিসহ ফ্রি ফেসবুক আর চলে না।
তাই আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে ফিতে ছবিসহ ফেসবুক চালাবেন।
এখন কাজের কথাই আসি।
ছবিসহই ফ্রিতে ফেসবুক চালানো সম্ভব হবে।
ছবিসহ ফ্রি ফেসবুক চালাতে যা প্রয়োজন হবে।
১. অ্যান্ড্রয়েড মোবাইল। [বর্তমানে প্রায় সকলের কাছেই আছে]
২.মুড করা ফেসবুক লাইট এপ। {google drive}
৩.ফেসবুক লাইট originial apk{Play store}
Note:আপনি যদি ছবিসহ ফ্রি ফেসবুক চালাতে চান তাহলে অবশ্যই প্লে স্টোর এর  fb lite ডাউনলোড করা থাকতে হবে।
উপরে দুটা অ্যাপস ইনস্টল করুন।
নিচের স্ক্রিনশট follow করুন।
প্রথমে মুড fb lite এ লগিন করুন। এবং এপ থেকে বের হয়ে আসুন।
এখন original fb lite এ প্রবেশ করুন। এবং সেখানেও একি আইডি লগিন করুন।
এখন free mode এ ক্লিক করুন।

Then… তুরন  ‘turn off feature’ এ ক্লিক করুন।
নিচে ভাল করে লক্ষ্য করুন free mode লেখাটা চলে গিয়েছে। আপনাদের ও এরকম আসবে।
এখন মুড করা fb lite এ প্রবেশ করুন। ইন্সাল্লাহ ছবিসহ  ফ্রি ফেসবুক চলবে। নিচে দেখুন আমি মুড এপ  ডুকার সাথে সাথে free mode লেখা চলে গিয়েছে, এবং ছবি দেখা যাচ্ছে।
আপনারাও try করে দেখতে পারেন। ফ্রিতে ছবিসহ ফেসবুক চলবে।
note:যদি তারপরেও কোনো সমস্যা দেখা জায় তাহলে অন্য  id দিয়ে try করে দেখবেন।
আরো কিছু স্ক্রিনশট দেখুন…
উপরেত দেখতেই পেলেন মুড করা লাইটে আমার ছবিসহ ফ্রি ফেসবুক চলতেছে।
আপনাদেরও আশা করে ফ্রি চলবে। আজকে এ পর্যন্ত
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সবার জন্য শুভ কামনা রইল। আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ।

২০০ ডলার মূল্যর মিডিয়া ফাইল কনভার্টার সফটওয়্যার

বিসমিল্লাহির রাহমানির রাহিম
টিউনের শুরুতে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। সবসময় চেষ্টা করি দরকারি সফটওয়্যার গুলো কিভাবে ফ্রি দেয়া যায়। যারা ইউটিউবে ভিডিও আপলোড করে বা আমাদের দৈনিক কাজে অনেক সময় ব্যবহার করতে হয় বিভিন্ন মিডিয়া কনভার্টার। এই জন্য অনেক সফটওয়্যার খুঁজে বের করা জামেলা। তবে আপনি হয়ত বলবেন আপনার কাছে অন্য কনভার্টার আছে তাহলে এই কনভার্টার কেন? সকল কনভার্টারের বস বলতে পারেন আপনি যদি এক বার ব্যবহার করে থাকেন। না করে থাকলে কিছু বলার নেই। সেক্ষেত্রে বল একবার জন্য ব্যবহার করেন।
প্রতিবারের ন্যায় এবারও আপনাদের জন্য একটি প্রয়োজনীয় সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। যার বাজার মূল্য $ ২০০ ডলার। আমার কথা বিশ্বাস না হলে ওয়েব থেকে ঘুরে আসতে পারেন।
এইখানে একটা সফটওয়্যারের মূল্যর কথা উল্লেখ আছে কিন্তু আপনি যদি প্রতিটি হিসেব করেন তাহলে ২০০ ডলার মূল্যর হয়ে যাবে।  আপনাদের এই কোম্পানির ৪ টি সফটওয়্যার লাইসেন্স দিয়ে দিচ্ছি। এখন আসল কথায় আসি আপনি এই সফটওয়্যার দিয়ে কি করবেন বা কি কি করা যাবে?
সকল কথার একটাই উত্তর আপনি এই সফটওয়্যার দিয়ে যেকোনো ধরনের মিডিয়া ফাইল কনভার্ট করতে পারবেন। কোন রকম রেজুলেশন নষ্ট হবে না। শুধু তাই নয় আপনার যে কোন ভিডিও ও অডিও ফাইল গুলোর জায়গা (এমবি জিবি) রিডিউজ করা যাবে। আপনার ভিডিও ফাইল গুলো কে বিভিন্ন ফরমেটে উপস্থাপন করতে পারবেন। আপনার সকল সমাধান হয়ত এই ভিডিওতে পেয়ে যাবেন।

Download Link : https://www.videoconverterfactory.com/

Necessary Document : https://drive.google.com/drive/folders/1To2U6Gcv5Vc0Ceow2Eb3nCsVLFsv0lCf
https://youtu.be/VOQL8Ev7D2A
আপনি চিন্তিত কি করবেন? আমি বলব একবার ব্যবহার করে দেখেন অনেক সুবিধা পাবেন। আপনাদের জন্য উপকারি হলে আমাকে টেকটিউনসে ফলো, লাইক ও টিউমেন্ট করতে পারেন। ভালো লাগলে সামনে আরো সফটওয়্যার নিয়ে টিউন করব। আমার টিউনে কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ্‌ হাফেজ
দুঃখিত ডাউনলোড লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। ওইখানে সকল সফটওয়্যার ও লাইসেন্স ক্রাক  মিডিয়া ফাইলে পাবেন।

আপনার ফেসবুক স্ট্যাটাস টিউন হবে যখন আপনি চাইবেন



 

Facebook account নেই এমন মানুষের সংখ্যা কমই। এই Facebook এর মাধ্যমেই এখন আমরা আমাদের আবেগ অনুভুতি ও বিভিন্ন মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করি। করি বন্ধুদের উইস। কিন্তু এমন কিছু সময় আসে যখন আমরা বেস্ততার জন্য Status update করতে পারিনা। পারিনা বন্ধুদের উইশ করতে। এই সমস্যা সমাধানের জন্য এসে গেছে জটিল একটি টুলবার। যা সম্পূর্ণ ফ্রী। যার মাধ্যমে কোন সময় বা দিন সেট করে আপনি আগেই টিউন করে রেখে দিতে পারবেন। তো চলুন শিখে ফেলি এর কাজ।

করনীয়:
  • Visit LaterBro’s Website laterbro
  • Click on Login with Facebook
  • Grant Facebook Permission to LaterBro App
  • Now you will again redirected from Facebook Permission page to LaterBro Website
  • Now Select your TimeZone and Click on Next
এখন আপানর স্ট্যাটাস লিখুন, দিন ও সময় সিলেক্ট করুন, চেক বক্স এ আপনার নাম দিন এবং Schedule এ ক্লিক করুন।
ধন্যবাদ সবাইকে।

Tuesday 18 September 2018

স্মার্টফোনে বন্দী হলো ম্যাথ শিক্ষক এখন বীজগণিত ত্রিকোণমিতি ক্যালকুলাস লগারিদম সহ যাবতীয় গাণিতিক সমস্যা ইনপুট করুন আর নিমিষেই অফলাইনে স্টেপ বাই স্টেপ সমাধান দেখুন

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভীতিকর গণিতের যাবতীয় সমস্যা তুড়িতে সমাধানের নিমিত্তে স্মার্টফোনে বন্দী ম্যাথ চিটার সম্পর্কিত আমার আজকের মেগাটিউন।
অধিকাংশ ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের কাছেও গণিত একটা ভীতিকর বিষয়ের নাম। জীবনের কোনো পর্যায়ে গণিতের প্রতি ভীতি ছিলো না এমন মানুষ খুঁজে পাওয়া মুস্কিল। তাই অন্তত আর কোন বিষয়ে টিচার না লাগুক, গণিতের টিচারদের কাছে ছাত্রদের ভিড় কোন কালেই কম ছিলো না, এখনও কম নেই। গণিত নিয়ে যেমন মজা করতে ভালো লাগে তেমনি গাণিতিক সমস্যাগুলো তুড়িতে সমাধান করতেও ভালো লাগে। তবে কোনো কারণে কোনো গাণিতিক সমস্যায় আটকে গেলে আর রক্ষা নেই। অনেকের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। আমার মনে আছে, আমি জীবনে প্রথম গণিত গাইড কিনি দশম শ্রেণীতে উঠার পরে। কারণ শুনেছিলাম আদিল গাইডে নাকি বোর্ড প্রকাশিত প্রায় ২৩টি বইয়ের অঙ্ক দেওয়া থাকে। কিন্তু এই গাইড কেনার আগে কোন অঙ্কে সমস্যা হলে সেটা নিয়ে কতো মাথা ঘামাতাম সেটা বলে শেষ করতে পারবো না। কারণ গ্রামে হাউজ টিউটর পাওয়া তো স্বপ্নাতীত, ক্লাস টিচারকে গিয়ে প্রশ্ন করতেও হাঁটু কাঁপত। যদিও সময় এখন বদলে গেছে তবুও বাসায় বাসায় হাউজ টিউটর থাকলেও রাত ১টায় গণিতের সমস্যায় পড়লে বাঁচানোর মতো কেউ নেই। আমি বছর খানেক একটা একটা টিউনে দেখিয়েছিলাম কীভাবে কোন গাণিতিক সমস্যা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ক্যাপচার করলে সেটার অটোমেটিক রেজাল্ট চলে আসে। কিন্তু শুধু রেজাল্ট জানলে তো আর হোমওয়ার্ক করা যায় না। তাই আজ আমি দেখাবে কীভাবে শুধুমাত্র গাণিতিক সমস্যা স্মার্টফোনে ইনপুট করে স্টেপ বাই স্টেপ সেটার সমাধান বের করা যায়। ধৈর্য ধরে শেষ পর্যন্ত পাশে থাকবেন এতোটুকু তো কামনা করতেই পারি, তাই না?

MalMath – স্মার্টফোনে বন্দী ম্যাথ শিক্ষক

আমরা আজ যে অফলাইন অ্যান্ড্রোয়েড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করবো তার নাম MalMath। এটা এমন একটি অ্যাপ্লিকেশন যা এই টিউন পড়ার আগে পর্যন্ত ছাত্র-শিক্ষকদের কাছে স্বপ্নের মতো ছিলো। আমরা সব সময়ই এই ধরনের একটা অ্যাপ্লিকেশন প্রত্যাশা করে আসছি যাতে কোন গাণিতিক সমস্যা ইনপুট করা মাত্রই সেটার স্টেপ বাই স্টেপ সমাধান বের হয়ে আসে। তবে এই অ্যাপ্লিকেশনটি শুধু সমস্যা বের করে দিয়েই ক্ষান্ত হবে না, আপনাকে ছোটখাটো কিছু ব্যাখ্যাও দিবে। অ্যাপ্লিকেশনটি সম্পর্কে যাদের অনেক বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে তারা এখানে ক্লিক করে এর অফিসিয়াল সাইট থেকে একবার ঢু মেরে আসতে পারেন। না গেলেও সমস্যা নেই, কারণ আমি নিচে এর সংক্ষিপ্ত রিভিউ তুলে ধরছি।

যে গাণিতিক বিষয়গুলো সমাধান করবে MalMath

  • ক্যালকুলাস – অন্তরীকরণ, সমাকলন (ইনডেফিনিট, ডেফিনিট, ইমপ্রোপার ইনটিগ্রাল)।
  • ত্রিকোণমিতি – ট্রান্সফরমেশন, সমীকরণ, ইনভার্স ত্রিকোণমিতি
  • লগারিদম – ন্যাচারাল লগারিদম, লগারিদম সমীকরণ
  • সমীকরণ – লিনিয়ার সমীকরণ, উচ্চঘাত সমীকরণ
  • বীজগণিতের সাধারণ অপারেশন
  • এবং লিমিট
শুধু এখানেই কিন্তু শেষ না। অ্যাপ্লিকেশনটিতে আরও অনেক মজাদার বৈশিষ্ট্য রয়েছে। যেগুলো ব্যবহার শুরু করলেই আপনি নিজে নিজে ডিসকভার করতে পারবেন। তবুও আপনাদের বুঝার সবিধার্থে আমি উল্লেখযোগ্য কিছু ফিচারস তুলে ধরছি।

ধাপে ধাপে প্রত্যেকটি সমস্যার সমাধান বের করা যাবে

সাধারণ অ্যাপ্লিকেশনগুলো মূলত ম্যাথ প্রবলেম ইনপুট করলে সেটার ক্যালকুলেটেড রেজাল্ট বের করে দেয়। সাধারণত এই ধরনের কাজ ES সিরিজের সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়েও করা যায়। কিন্তু এই অ্যাপ্লিকেশণটি সমাধান বের করে দেওয়ার পাশাপাশি সমাধানের প্রত্যেকটি ধাপ আপনাকে দেখিয়ে দিবে। এখানেই শেষ নয় সেগুলোর আক্ষরিক ব্যাখ্যাও পাবেন সমাধানের নিচে।

হোমওয়ার্ক করতে সাহায্য করবে MalMath

যে প্রবলেমগুলো অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনি সমাধান করবেন সবগুলোর হিস্ট্রি অ্যাপটি সংরক্ষণ করে রাখে। ফলে খুব সহজেই সেখান থেকে আপনি হোমওয়ার্কটা সেরে নিতে পারেন। এছাড়াও এটা দিয়ে অবসর সময়ে কিংবা যানবাহনে বসে আগের প্রবলেমগুলোর রিভিউ দেখে নিতে পারবেন। সাথে যেকোন প্রবলেম সমাধান সহ শেয়ার করার অপশন তো আছেই।
ছুড়ি দিয়ে যেমন আপেল কাটা যায় তেমনি মানুষও খুন করা যায়। হিস্ট্রিগুলো থেকে পরীক্ষায় নকল করে কেউ এই অ্যাপ্লিকেশনটির মাহাত্ম নষ্ট করবেন না। আপনার যতোটুকু মেধা আছে সেই অনুযায়ী ফলাফলই আপনার প্রাপ্য। নকল করে নিজের ও জাতির জন্য কলঙ্ক বয়ে আনবেন না যেন।

যেকোনো সমীকরণের গ্রাফ বের করবে MatMath

অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে যেকোনো ফাংশন কিংবা সমীকরণের গ্রাফ বের করতে পারবেন। বিশেষ করে যারা নবম-দশম শ্রেণী কিংবা ইন্টারমেডিয়েট লেভেলে পড়েন তাদের জন্য জ্যামিতি বা স্থানাঙ্ক ব্যবস্থায় গ্রাফের প্রয়োজন হয়। যেকোনো সমীকরণ লেখার পর সেটার গ্রাফ বের করা যাবে। শুধু তাই নয় গ্রাফটিকে আপনি লাইভ এডিট করতে পারবেন, সেইভ করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন।

যেকোনো গাণিতিক সমস্যা অনুশীলন করা যাবে

প্রবলেম ম্যাথ জেনারেটর আপনার ম্যাথ অনুশীলনের জন্য প্রশ্ন জেনারেইট করে দিবে। ফলে আপনি সহজ, মাঝারি কিংবা এডভান্স লেভেলের বিভিন্ন বিষয়ের গাণিতিক সমস্যা সমাধান করতে পারবেন। পরীক্ষা দিতে এখন আর কোন কোচিং সেন্টার কিংবা প্রাইভেট শিক্ষকের কাছে যেতে হবে না। তাছাড়া বিভিন্ন সমস্যাকে পছন্দ লিস্টে রেখে দিতে পারেন ভবিষ্যতে ব্যবহারের জন্য।

ডাউনলোড ও ব্যবহার বিধি

অ্যাপ্লিকেশনটির ব্যবহারবিধি খুবই সহজ। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করলেই পেয়ে যাবেন ব্যবহারবিধির ছোট্ট একটি ট্যুর। তারপর নিজে নিজেই ব্যবহার করতে পারবেন এবং সমাধান করতে পারবেন জমানো যতো সব প্রশ্ন। তারপরেও কারও বুঝতে কোন সমস্যা হলে নিচের ভিডিও টিউটরিয়ালটি দেখে নিতে পারেন। যদিও আমার মনে হয় না এর প্রয়োজন আপনাদের হবে। তাছাড়া টিউমেন্ট সেকশনে আপনাদের হেল্প করার জন্য আমি তো আছিই।
https://youtu.be/67QGOp5X8C0

 

https://youtu.be/67QGOp5X8C0