Friday 6 January 2017

মডেম ছাড়াই ইন্টারনেট চালান কম্পিউটারে !!!



কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন !!!

যাক, ভালো থাকুন আর খারাপ থাকুন সে আপনার ব্যাপার! এখন আমার টিউনটি আগে পড়ুন!

আজকের টপিকটা কি মনে আছে তো? মনে করিয়ে দিবো?

না, একটু কষ্ট করে আবার হেডলাইনটা পড়ে ‍নিন! কথা কি একটু বেশি হয়ে যাচ্ছে? সরি, তবে চলুন!!!

যা যা প্রয়োজন:
  • ১। টিউনটি পড়ার পূর্ণ ইচ্ছা!
  •  
  • ২। একটি কম্পিউটার।
  •  
  • ৩। একটি এন্ড্রয়েড ফোন। ও
  •  
  • ৪। একটি ক্যাবল।
ধাপ-১: কম্পিউটার ও মোবাইলের ক্যাবল সংযোগ দিন।

এখন আপনি “USB connected” নামে একটি অপশন শো করবে।

সাথে “Turn on USB storage” নামে একটি অপশন থাকবে। এটিতে ক্লিক না করে, আমি আবার বলছি এটিতে ক্লিক না করে (বাকী অংশ ধাপ-২ এ)

ধাপ-২: মোবাইলের নটিফিকেশন বার ড্রাগ করে “Connected as USB storage” এ ক্লিক করুন।

তারপর “Media device (MTP)” তে ক্লিক করুন। এরপর হোমে ফিরে আসুন।

সহজে বুঝার জন্য ভিডিওটি দেখে নিতে পারেন:











ধাপ-৩: মেনুতে প্রবেশ করুন। সেটিংসে যান। তারপর “More…” এ ক্লিক করুন।

এরপর “Tethering & portable hotspot” এ ক্লিক করুন।

এরপর “USB tethering” নামে যে অপশনটি রয়েছে তা অন করে দিন। আপনার কাজ প্রায় শেষ!!! খুব মজা না? না, এখনো আরো একটি কাজ বাকী !!!

ধাপ-৪: সচরাচর যেভাবে ডেটা কানেকশন অন করে থাকেন সেভাবে আপনার ফোনের “Data” অন করে দিন।




ব্যস শেষ !!! মজা না ? হুমম।

এভার আপনার কম্পিউটারের টাস্কবারে যে আেইকনটি রয়েছে তার দিকে তাকান; কি লোড নিচ্ছে ? হুম ।

কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কম্পিউটারে নেট কানেক্ট হবে !!!

যা খেয়ার রাখবেন :
  • ১। মোবাইলের নেট কানেকশন যেন থ্রিজি হয়। থ্রিজি হলে খুব ভালো এবং খুবই ভালো স্পীড পাবেন।
  •  
  • ২। কম্পিউটারে নেট চালাবেন এমবি তো একটু বেশিই লাগবে তাই না? তাই একটু বড় প্যাকেজ ইউজ করবেন।

কোনো প্রশ্ন থাকলে নির্লজ্জায় করতে পারেন  !!!

ধন্যবাদ :)

0 comments:

Post a Comment