Monday 30 April 2018

কিভাবে একটি ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন করা যায়।এসো ডিজাইন শিখি

ভেক্টর ইমেজ কে কিভাবে লাইন আর্ট ডিজাইন করা যায়




হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

আজ আমি ,একটি ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন কিভাবে করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে তা নিয়ে আলোচনা করবো।আশা করি সাথে থাকবেন।




আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার আছি তারা মূলত জানি ভেক্টর কি আর রাস্টার কি। যাই হক আমি আবারো বলি ভেক্টর ইমেজ হচ্ছে  জ্যামেতিক বিন্দু বা রেখা।যার সাইজ, কালার,মান যাই পরিবর্তন করি না কেন এই ভেক্টর ইমেজের কোন পরিবর্তন হবে না।ভেক্টর হল অ্যাডবি ইলেস্ট্রেটর সফটওয়্যার দ্বারা তৈরি হয়।

যারা অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে কোন কিছু ডিজাইন করেন তারা একটু খেয়াল করবেন,ডিজাইনটি যতই বড় বা পরিবর্তন করেন না কেন ফাইলটির কোন পরিবর্তন হবে না।




লাইন আর্ট ডিজাইন হল কোন ভেক্টর ইমেজের উপর ভিবিন্ন সেইপ নিয়ে ডিজাইন করা।যা আমি উপরের ডিজাইন তৈরি করেছি।

প্রথমে ইলেস্ট্রেটর সফটওয়্যার টি ওপেন করি এবং নিউ ডুকুমেন্ট নেই।যার সাইজ ডিফল্ট বা আপনার নিজের ইচ্ছে মত করে নিতে পারেন।

 নিউ ডুকুমেন্ট
 নিউ ডুকুমেন্ট


তারপর,যে কোন একটি ভেক্টর ইমেজ ডাউনলোড করে নিতে হবে।আর যদি আপনার কাছে থাকে তাহলে ভাল।
ভেক্টর ইমেজটি ইলেস্ট্রেটর ডুকুমেন্টে নিয়ে আসেন।তাকে ইম্বেড ও ইমেজ ট্রেস করে  তারপর এক্সপান্ড করেন  আন-গ্রোপ করে নিবেন।


ভেক্টর ইমেজ
ভেক্টর ইমেজ


তারপর লাইন টুল দ্বারা ভেক্টর ইমেজ টির উপর লাইন  টেনে দিতে হবে।




আমার পুরু ডিজাইন টি এভাবে লিখি আপনাদের কে বোঝানো সহজ হবে না।তাই এই ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন টির একটি ভিডিও টিউটোরিয়াল আছে।আমার মনে হয় আপনারা এই ভিডিও টিউটোরিয়াল দেখে ডিজাইন করলে আপনাদের ডিজাইন করাটা সহজ হবে।


কিভাবে একটি ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন করা যায় লিংক- ক্লিক করুন

অথবা নিচের ভিডিও টি ওপেন করুন







আশা করি ভিডিও টিউটোরিয়াল দেখার পর, আপনারা সহজে লাইন আর্ট ডিজাইন বা  কিভাবে একটি ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন করা যায় কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

হারিয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন


Image result for হারিয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন

আপনার কম্পিউটার এ যদি কোন ফাইল হারিয়ে যাই তবে আপনি সেই ফাইল ফিরিয়ে আনতে পারবেন খুব সহজে।
Recuva নামক সফটওয়্যার এর মাধ্যমে আপনি সেই ফাইল ফিরিয়ে আনতে পারবেন নিচে লিঙ্ক দেওয়া হোল

যে কোন মুভি দেখুন/ডা্উনলোড করুন আমার বানানো ছোট্ট একটি Apps দিয়ে



বন্ধুরা কেমন আছেন সবাই?

আশা করি সবাই ভাল আছেন।
আজকে আমি আপনাদের একটি App এর সাথে পরিচয় করিয়ে দেবো। যেটি আমি নিজে বানিয়েছি আপনাদের জন্য।
আপনারা এই এপটিতে যা যা পাবেন:
১) সদ্য রিলিজ হওয়া মুভি পাবেন সবার আগে
২) হলিউডের সব ধরনের মুভি
৩) বলিউডের সব নতুন নতুন মুভি
৪) তামিল সব Action movie

Download App

সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই App টি আমি বানিয়েছি।

Saturday 28 April 2018

KineMaster pro ভার্সন watermark ছাড়া মিডিয়া লিয়ার সহ




বন্ধুরা তোমরা অনেকে মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে পছন্দ কর। আজ তোমাদের অ্যান্ডয়েডের সেরা ভিডিও এডিট এর অ্যাপ শেয়ার করব সেটা হলো kinemaster pro. এটাতে মিডিয়া লেয়ার ও আছে তো ডাউনলোড করে নিন
[বিঃদ্রঃ kinemaster নিয়ে আগে যে পোস্টটি করা হয়েছে সেটা শুধু watermark ছাড়া এটাতে কিছু এক্সটা ফিচার আাচে]

Friday 27 April 2018

IPL কিংবা Fifa World Cup দেখুন ৫ এম্বির এক Paid App দিয়ে সাথে আছে আরো ১ হাজার+ চ্যানেল [Full HD]

আশাকরি ভালো আছেন।
আপনাদের সামনে হাজির হলাম নতুন এক টিউন নিয়ে।
আশা করি টিউনখানা সবার কাছেই ভালো লাগবে। ভালো না লাগলে মন্তব্য করতে ভুলবেন না। আগামীতে কি নিয়ে টিউন করা যায় তাও জানাবেন।
সবাইকে ধন্যবাদ। কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাচ্ছি।

IPL কিংবা Fifa World Cup দেখুন ৫ এম্বির এক Paid App দিয়ে, সাথে আছে আরো ১ হাজার+ চ্যানেল [Full HD]
আজ নিয়ে এলাম একটি এপ, এপটির নাম RED Box Premium TV App. এপটির সাইজ মাত্র ৫ মেগাবাইট। ৫ মেগাবাইট হলেই এই ছোট্ট এপটি দিয়ে আপনি ১ হাজারের বেশি চ্যানেল উপভোগ করতে পারবেন কোন প্রকারের বিজ্ঞাপণ ছাড়া তাঅ আবার ফুল এইচ ডি ফরমেটে। তো আর কথা না বাড়াই। নিচ থেকে এই প্রিমিয়াম এপটি ডাউনলোড করে নিন।

App Name: RED Box Premium TV App

Size: 5MB

Link: এখানে ক্লিক করুন

যেভাবে ডাউনলোড করবেনঃ

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু




২০১৮-১৯ শিক্ষাবর্ষে  একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে  ১৩ মে। এর আগে ৬ মে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। উর্ত্তীর্ণরা ভর্তির সুযোগ পাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র থেকে পাওয়া তর্থ অনুসারে, উচ্চমাধ্যমিক ১ম বর্ষে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৩ মে।
গতবছরের মত এবার ও অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। একজন আবেদনকারী সর্বনিম্ন ৫টি কলেজে এবং সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির আবেদন করতে পারবে।
ভর্তি ফি বাবদ অনলাইনে আবেদনের জন্য ১৫০/- টাকা এবং এসএমএস এ আবেদনের জন্য প্রতি প্রতিষ্ঠানের জন্য ১২০/- টাকা ধার্য করা হয়েছে। ফি পরিশোধ করতে হবে টেলিটকের মাধ্যমে।
অনলাইনে আবেদন করা জন্য ভিজিট করুনঃ http://www.xiclassadmission.gov.bd
শিক্ষামূলক বিভিন্ন তথ্য, কোর্স ও কনটেন্টের জন্য: BDclass

Thursday 26 April 2018

এখন আপনি মুখে যা বলবেন তাই করে দিবে আপনার মোবাইল ফোন তা বলে Google Assistant না তবে আপনার কাজ করে দিবে গুগলের একটি অ্যাপ




আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন।

সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।

তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং বিষয় যার মাধ্যমে আপনি মুখে যা বলবেন আপনার মোবাইল সেই কাজ করে দিবে।

তো এর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।

অ্যাপ টি গুগলের অফিসিয়াল একটি অ্যাপ।

কিন্তু সমস্যা হচ্ছে অ্যাপ টি গুগল বাংলাদেশের জন্য এখন ও এলাও করে নি।

তাই প্লে স্টর থেকে ডাউনলোড করতে পারবেন না।

নিচের লিংক এ ক্লিক করে ডাউনলোড করে নিন।

অ্যাপ টির সাইজ মাত্র ৪ এমবি।


click here to download


ডাউনলোড করা হয়েগেলে ওপেন করুন।


ওপেন করাতে গেলে আপনাকে নিচের স্ক্রিনশট এর মতো দেখাবে সেখান থাকে নিচের স্ক্রিনশট এ যেরকম দেখানো হয়েছে সেরকম কার করুন।





তারপর নিচে থেকে voice access on করে দিন।





তারপর




তারপর কয়েকবার নেক্সট নেক্সট চাপুন।




বেস্ আপনার কাজ শেষ।

এখিন দেখুন আপনার মোবাইলে নিচের স্ক্রিনশট এর মতো একটি আইকন এসেছে।

সেখানে ক্লিক করুন।

ক্লিক করলে আপনার মোবাইলের সব ক্লিক বাটনের সামনে নাম্বার সোউ করবে।

এখান থেকে আপনি যেটা ব্যবহার করতে চান শুধু মুখে বলবেন সেটা অন হবে।

যেমন আপনি বলবেন নাম্বার 2 তখন নাম্বার ২ এ থাকা অপশনটিতে ক্লিক পড়বে এবং কাজ করবে।

আমি স্ক্রিনশট দিতাম পারলাম না কারো রি অবস্তায় স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না।

ডাউনলোড করে নিন বিখ্যাত সাহিত্যিকদের ৩০০ এর বেশী অডিও গল্প মিডিয়া ফায়ার লিঙ্ক





আস সালামু আলাইকুম,
আজ আপনাদের কাছে নিয়ে এলাম এমন একটা সাইট যেখানে আপনি পাবেন বিখ্যাত সাহিত্যিকদের লেখা তিনশো (৩০০) এর বেশি রহস্য ও ভয়ের অডিও গল্প। যারা গল্পের বই পড়ার সময় পান না তাদের জন্য খুবই উপযোগী। গল্প গুলো প্রচারিত হয় Radio Mirchi (কলকাতা) তে Sunday Suspense নামের একটি রেডিও প্রোগ্রামে। এই প্রোগ্রামে গল্পগুলো (বেশিরভাগ বাংলা) অডিও এফেক্ট দিয়ে শ্রোতাদের কাছে আকর্ষণীয় ভাবে পড়ে শোনানো হয়। গল্পগুলো সাধারণত ভৌতিক, গোয়েন্দা বা রহস্যময়। এটি মীর আফসার আলী (মিরাক্কেলের মীর), দ্বীপ (RJ), ইন্দ্রানি, রিচার্ড (DJ) এবং অন্যান্য শিল্পীদের দ্বারা পরিচালিত।
যেসব সাহিত্যিকের গল্প এখানে পাবেনঃ
সত্যজিত রায়, প্রেমেন্দ্র মিত্র, সুনিল গঙ্গোপাধ্যায়, নারায়ন গঙ্গোপাধ্যায়, আর্থার কনন ডয়েল, রবীন্দ্রনাথ ঠাকুর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নিহার রঞ্জন গুপ্ত, হেমেন্দ্র কুমার রায়, অচিন্ত্য কুমার সেন গুপ্ত, হরি নারায়ন চট্টপাধ্যায়, মঞ্জিল সেন, সৈয়দ মোস্তফা সিরাজ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রবোধ কুমার শান্যাল, রাজ শেখর বোস, স্টেসি অমনিয়ার, গজেন্দ্র কুমার মিত্র, বিধায়ক ভট্টাচার্য, রে ব্রাকবেরী, শিরশেন্দু মুখোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায়, কামিনি রায়, গ্রাহাম গ্রিন, আর্থার সি ক্লার্ক, লিলা মজুমদার, তারাপদ, গৌরঙ্গ প্রসাদ, রুথ রেন্ডেল, শৈলজা রঞ্জন মুখোপাধ্যায়, মনিদ্র লাল বসু, বনিব্রত চক্রবর্তী, হিরেন চট্টোপাধ্যায়, প্রনব রায়, নলিনি দাস, নারায়ন গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, শেখর বোস, মনোজ সেন, প্রচেত গুপ্ত, শিশির বিশ্বাস, নিরোধ চন্দ্র মজুমদার, প্রচেতা গুপ্ত, অনিরুদ্ধ চৌধুরী, শস্তিপদ চট্টোপাধ্যায়, সুকুমার রায়, অনিস দেব, তুষার কান্তি ঘোষ, হিমাদ্রি কিশোর দাস গুপ্ত, প্রনব রায়, আদ্রিস বর্ধন, বনফুল, মানোবেন্দ্র পাল, মনোজ সেন ইত্যাদি। ধন্যবাদ।
গল্পগুলো আপনি নিজে শুনতে পারেন বা আপনার কোন অন্ধ বন্ধুকে ডাউনলোড করে দিতে পারেন। সবগুলো মিডিয়া ফায়ার ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক, তাই বিরক্তিকর অ্যাড ছাড়াই ডাউনলোড করতে পারবেন।

ডাওনলোড করে নিন Adobe Photoshop CS6 ফুল ভার্সন মাত্র 226MB

এডোবি ফটোশপ CS6 ভার্সন ফুল সফটওয়্যারটি ডাওনলোড করে নিন মাত্র ২২৬ এমবি
Image result for cs6
ডাওনলোড লিঙ্ক : ডাওনলোড
কিভাবে ইনস্টল করবেন দেখে নিনঃ
প্রথমে : Adobe Photoshop CS6 ফাইলটি রান করুন
তারপর নরমালি নেক্সট নেক্সট চেপে ইন্সটল করে নিন

IPL – Indian Premier League 2018 সরাসরি দেখতে পারবেন কম্পিউটার ও আন্ড্রয়েড ফোনে




ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেটে সবথেকে বেশি জনপ্রিয় লীগ, এতে কারোই সন্দেহ নেই।
আইপিএল দেখে থাকে ক্রিকেট পাগল প্রায় সকল দর্শক, কিংবা অন্তত পক্ষে খেলার খুঁজ খবর রাখেন অনেকেই।
ঘরে স্যাটেলাইট টিভি কানেকশন থাকলে তো কথাই নেই, কিন্তু যদি বলা হয় অনলাইনে কিভাবে দেখবো?
অনলাইনে দেখার অনেক সাইট আছে, কিছু আছে আসলে স্ট্রিমিং কাজ করেনা, আবার কিছু আছে কাজ করে।
তাই আমি আপনাদের একটা সাইট দিচ্ছি যেটাতে সত্যই আপনি দেখতে পারবেন আইপিএল ২০১৮ এর সকল ম্যাচ।
এই সাইটে দেখতে পারবেন আইপিএল ২০১৮ এর সকল ম্যাচ, সরাসরি IPL 2018 Live আর খেলার শিডিউল দেখতে পারবেন এখানে IPL 2018 Match Schedule

মোবাইলে দেখতে পাবেন এই আন্ড্রইড অ্যাপ থেকে Sports TV

Wednesday 25 April 2018

IDM ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার প্রি অ্যাকটিভেটেড ডাউনলোড করুন




সবাইকে ছালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন।
আজকে পিসি/ল্যাপটপ ব্যবহার কারিদের জন্য একটি প্রয়োজনীয় সফ্টওয়ার নিয়ে কথা বলব। 
আমরা যারা পিসি/ল্যাপটপ দিয়ে নেট থেকে বিভিন্ন ধরনের ডাউনলোড করে থাকি তাদের জন্য এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) Software টি খুবই দরকারি।
এই সফ্টওয়ারটির একটি ঝামেলা বা বিরক্তির ব্যাপার হলো এর অ্যাকটিভেশন সমস্যা।
কিন্তু আমি যে সফ্টওয়ারটি আপনাদের দেব তা হলো Pre Activated তাই Activation Problem হবে না।

এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন।

নিয়ে নিন WinRar এর লাইফটাইম লাইসেন্স? আর উপভোগ করুন পেইড ফিচার No crack/patch or virus




আছকে আমি খুব দরকারি একটি সফটওয়্যার নিয়ে টিউনটি করেছি। সফটওয়্যারটির নাম হচ্ছে  WinRar।

এটি কি? এর সুবিধা কি? কেন এটি আপনার প্রয়োজন?আশা করি এসব প্রশ্নের উত্তর নতুন করে দিতে হবে না।
আছকে আমি WinRar এর লাইফটাইম লাইসেন্স দিব।
লাইসেন্সের কিছু সুবিধাঃ
*বার বার ইন্টারনেটে ঢুকার চেস্টা করবেনা।
*পপ আপ করবেনা।
*No crack।
*No patch।
*No virus।
আরো অনেক কিছু।

সফটওয়্যারটির মূল্য ৩৩ ডলার। তবে.।
টিউনটি কেমন হলো অবশ্যয় মতামত জানাবেন।
দোয়া করবেন সব সময় যেন,   আপনাদেরকে মানসম্মত টিউন উপহার দিতে পারি।

IDM – Internet Download Manager লাইফ টাইম এক্টিভ ডাউনলোড করে নিন আপনার শখের পিসির জন্য আর ডাউনলোড করতে থাকুন নিশ্চিন্তে



আশাকরি ভালো আছেন। আপনাদের সামনে হাজির হলাম নতুন এক টিউন নিয়ে। আশা করি টিউনখানা সবার কাছেই ভালো লাগবে। ভালো না লাগলে মন্তব্য করতে ভুলবেন না। আগামীতে কি নিয়ে টিউন করা যায় তাও জানাবেন। সবাইকে ধন্যবাদ। কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাচ্ছি।

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম
IDM – Internet Download Manager Latest Paid Version.

ফুল ভার্সন ডাউনলোড করে নিন আপনার শখের পিসির জন্য আর ডাউনলোড করতে থাকুন নিশ্চিন্তে।
এক নজরে ফিচারগুলোঃ
  • Resume সাপোর্ট যে কোন ফাইল শুধু মাত্র Expired হয়ে গেলে লিংক আপডেট করতে হবে।

  • একটি ফাইলকে কয়েকটি খন্ডে ডাউনলোড করে এতে ডাউনলোড দ্রুত হয়ে যায়।

  • Schedule এর মাধ্যমে ডাউনলোড এর ব্যবস্থা।

  • একসাথে অনেকগুলো ফাইল ডাউনলোডের ব্যবস্থা।

  • Grabber করা যা এর অন্যতম একটি ফিচার।

  • ফাইল ফরম্যাট অনুসারে আলাদা ফোল্ডারে অটোমেটিক ডাউনলোডের ব্যবস্থা

  • ডাউনলোড শেষে অটোমেটিক Shut Down এর ব্যবস্থা

Software: IDM Latest

Download Link: এখানে ক্লিক করুন।

যেভাবে ডাউনলোড করবেনঃ


Tuesday 24 April 2018

এইমাত্র রিলিজ পেলো MX Player এর নতুন পেইড ভার্সন




আশাকরি ভালো আছেন। আপনাদের সামনে হাজির হলাম নতুন এক টিউন নিয়ে। আশা করি টিউনখানা সবার কাছেই ভালো লাগবে। ভালো না লাগলে মন্তব্য করতে ভুলবেন না। আগামীতে কি নিয়ে টিউন করা যায় তাও জানাবেন। সবাইকে ধন্যবাদ। কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাচ্ছি।

আপনাদের জন্য নিয়ে এলাম  MX Player এর নতুন পেইড ভার্সন। এই ভার্সনে যুক্ত হয়েছে নতুন কিছু ফিচারস, দূর করা হয়েছে বাগ-ভাল্লুক। তো আর দেরী কেন? এখনি নিচ থেকে নতুন এই পেইড ভার্সনটি নামিয়ে নিন। ইন্সটল করার আগে অবশ্যই আগের ভার্সন টি ডিলিট করে নিবেন।

App Name: Mx Player Pro

App Version: 1.9.18

Link: এখানে ক্লিক করুন।

যেভাবে ডাউনলোড করবেনঃ

Monday 23 April 2018

দেখে নিন কিভাবে JPEGEএবং PNG ফাইলের আকার কমাবেন




কোনও ছবি অনলাইন ব্যবহার করার সময় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ফাইল সাইজ আসলে কোনও অনলাইন ইমেজ বা ফটোর জমা দেওয়ার আগে।
অনেক ওয়েবসাইটে অনলাইন ভিত্তিক।
এখানে তালিকা নীচে - jpg png ফাইলের আকার কমাতে বা সংকুচিত করবেন কিভাবে তা দেখে নিন

ইমেজ জন্য tinypng.com কিভাবে ব্যবহার করে jpg png ফাইলের আকার  সংকুচিত করবেন?
Tinypng.com এ যান এবং ড্রপ করুন বা আপলোড করুন- আপনার PNG, jpg ফটো ফাইল

www.tinypng.com

PNG দরকারী কারণ এটি শুধুমাত্র ব্যাপক সমর্থিত ফরম্যাট যা আংশিকভাবে স্বচ্ছ ইমেজ সঞ্চয় করতে পারে।

Jpeg-optimizer.com এ এবার আশা যাকঃ

ডিজিটাল ফটোগুলি এবং ছবিগুলি অনলাইনে আকার দিন এবং সংকুচিত করুন:
JPEG-Optimizer ফোরাম বা ব্লগগুলিতে ওয়েব প্রদর্শন করতে বা ইমেল পাঠানোর জন্য আপনার ডিজিটাল ছবি এবং
চিত্রগুলি পুনরায় আকার এবং কম্প্রেস করার জন্য একটি বিনামূল্যের অনলাইন সরঞ্জাম।
সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করার কোনও সফ্টওয়্যার নেই।
ধাপ 1:
ব্রাউজ বোতামে ক্লিক করুন এবং আপনার কম্পিউটার থেকে একটি ডিজিটাল ফটো নির্বাচন করুন
যা আপনি অপ্টিমাইজ করতে চান।
ধাপ ২:
0-99 এর মধ্যে কম্প্রেশন লেভেলটি নির্বাচন করুন যা আপনি ছবিতে প্রয়োগ করতে চান। একটি কম
কম্প্রেশন স্তরের ফলে অনেক ছোট ফাইলসাইট হবে কিন্তু ছবির মান কম হবে।
ধাপ 3:
আপনি ইমেজ পুনরায় আকার এবং একটি নতুন ছবি প্রস্থ প্রদান করতে চান তা নির্বাচন করুন।
ধাপ 4:
ইন্টারনেটে প্রদর্শনের জন্য আপনার নতুন ছবি পেতে "ফটোটি অপটিমাইজ করুন" এ ক্লিক করুন।
আরো দেখুন ছবি এবং ইমেজ ডিজিটাল ফটো এবং ইমেজ সংকুচিত করুন:

Jpeg-optimizer.com

compressjpeg.com এ এবার আশা যাকঃ

১.আপনার ডিভাইস থেকে 20.jpg বা.jpeg চিত্র পর্যন্ত নির্বাচন করুন। অথবা ড্রপ এলাকার ফাইলগুলিকে টানুন।
কম্প্রেশন শেষ করার জন্য অপেক্ষা করুন।
২. সংক্ষেপিত চিত্রগুলিকে আলাদাভাবে ডাউনলোড করুন করুনএবং,
একটি ZIP এ সংরক্ষণ করুন।

compressjpeg.com

অনলাইন চিত্র Resize এবং অপ্টিমাইজার - আকার পরিবর্তন করুন এবং JPEG কম্প্রেস করুন।
ধন্যবাদ

Chaptcha র জামেলা থেকে মুক্ত হোন মুক্ত ভাবে বিচরণ করুন ইন্টারনেটে আর অটোমেটিক এস ই ও এবং ফ্রিতে ইনকামের সুবিধাতো আছেই





আছকে আমি খুব দরকারি একটি সফটওয়্যার নিয়ে টিউনটি করেছি। সফটওয়্যারটির নাম হচ্ছে  Captcha Sniper।

এটি কি? এর সুবিধা কি? কেন এটি আপনার প্রয়োজন? সব প্রশ্নের উত্তর তাদের ওয়েব সাইটে দেওয়া আছে।
কিছু সুবিধাঃ
*এটি খুব ভাল কাজ করে।
*ইন্টারনেটের ৮৫% ক্যাপচা এটি অটোমেটিক সমাধান করতে পারে।
*ফ্রি এস ই ও।
*ক্যাপচা সাইট গুলো থেকে অটো ইনকাম।
*সময় সাশ্রয়।
*ব্যবহার সহজ.ইত্যাদি আরো অনেক কিছু।
সফটওয়্যারটির মূল্য ৫৭ ডলার। তবে.।

ফ্রি ডাউনলোড লিঙ্ক। টিউনটি কেমন হলো অবশ্যয় মতামত জানাবেন। 
দোয়া করবেন সব সময় যেন, আপনাদেরকে মানসম্মত টিউন উপহার দিতে পারি।

আপনার fb আইডিতে কে কে রিপোর্ট মারলো খুব সহজেই দেখুন




আপনার fb আইডিতে কে কে রিপোর্ট মারলো. খুব সহজেই দেখুন

ভিডিও টি দেখুন