Monday 31 July 2017

খুব সহজে ইউটিউব ভিডিও তে SUBSCRIBE NOW বাটন যুক্ত করতে হয়।(Subscriber বাড়ান খুব সহজেই)

 বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামলাইকুম। সবাই কেমন আছেন? আসা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।

আমি ও আপনাদের দোয়ায়  ভাল আছি। 

আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে হাজির হয়েছি। 

আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে  ইউটিউব ভিডিও তে SUBSCRIBE NOW বাটন যুক্ত করতে হয়।

 আজকে আমি যে টিপস টা আপনাদের কাছে শেয়ার করব, যারা নতুন ইউটিউবার এই টিপস টা তাদের ভিডিও তে subscriber বাড়াতে অনেক হেল্প করবে। 

ত কথা বারিএ লাভ নেই। 

চলুন দেখি কিভাবে খুব সহজে ইউটিউব ভিডিও তে SUBSCRIBE NOW বাটন যুক্ত করতে হয়।
  1. প্রথমে যেকোনো একটা ব্রাউজার এ গিয়ে আপনার ইউটিউব চ্যানেল এ লগ ইন করুন।

  2. তারপর নিচের মত আইকন টা তে ক্লিক করুন


  3. তারপর নিচের মত creat studio icon a click করুন


  4. তারপর channel এ ক্লিক করুন


  5. তারপর branding option এ ক্লিক করুন


  6. তারপত add a water mark এ ক্লিক করুন। তারপর আপনার লোগো টা  chose করুন। তবে অবশ্যই খেয়াল রাখবেন logo ta jeno PNG টাইপ এর হয়।


  7. SUNCRIBE NOW LOGO PNG direct download link: http://mmoity.com/ 1sRD
  8. তারপর  Save  ক্লিক করুন। Display Time  Entire Video করে দিন। 


  9. তারপর Update এ ক্লিক করুন। 

  10. তৈরি হয়ে গেল ইউটিউব SUBSCRIBE NOW বাটন। 

  11. যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ইউটিউব ভিডিও টা দেখতে পারেন

ভিডিও



টিপস টি কেমন লাগল অবশ্যই টিউমেন্ট এর মাধ্যমে জানাবেন। 

এর ভাল লাগলে Like, Share করতে  ভুলবেন না। 

সবাই ভাল থাকুন এই প্রত্যাশা করে আজকের মত বিদায় নিচ্ছি।

আল্লাহ হাফেজ

Friday 28 July 2017

Movie Download করুন ফ্রীতে ….অনেক গুলি Site share করলাম।

আসসালামু আলাইকুম, 

আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। 

কেমন আছেন আপনারা? 

আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। 

এবার কাজের কথাই আসি, Movie দেখতে কারইনা ভালো লাগে। 

কিন্তু Download size নিয়ে আবার Trusted site নিয়ে অনেক এরই চিন্তা হয়। 

আর আজ  আমি আপনাদের জন্য নিয়ে এলাম এমন কিছু Site 

যেখান থেকে আপনি 150MB-1GB size এর আপনার পছন্দের মত করে Free Download করতে পারবেন।


free movie downloads


Movie Downloads Site Links:





































আসা করি সামনে নতুন কিছু নিয়ে tune করবো।

Sunday 23 July 2017

একটি Sms দিয়ে যে কারো Phone সব কিছু Delete করে দিন phone Deleter with sms

একটি Sms দিয়ে যে কারো Phone সব কিছু Delete করে দিন। ১০০ % সত্যি একবার দেখুন




দরকারি জিনিস সমুহ



তারপর নিচের দেখানো স্টেপ দেখুন

১ম সফটওয়্যার ওপেন করবেন

  • close লিখতে ক্লিক করুন

  • সেটিং এ ক্লিক করুন। কিছু সেটিং করতে হবে

  • প্রথমে আপনার মন মত পাসওয়াড দিন

  • সেটিং এর মত চিনহ তে ক্লিক করুন


  • এখানে সেই মেসেজ টি লিখবেন যে মেসেজ টি অন্নের ফোন থেকে এই ফোনে দেয়া হবে।

  • এবং এই ফোনের সব ডিলেট হয়ে যাবে  (আমিন দিলাম Alamin এইটি লিখে কেউ আমাকে Sms দিলে আমার ফোনের সব ডিলেট হয়ে যাবে)

  • ok ক্লিক করুন

  • এটিতে যদি টিক দেন তাহলে কেউ আপনার অই ফোনে সিম কাড লাগাতে পারবে না

  • এটাতে যদি টিক দেন তাহলে সিম কাড ব্লক হয়ে যাবে

  • এটাতে টিক দিলে তার ফোন এর সব ডিলেট হবে যাবে

  • ডিলেট অপশন টি চালু করতে সেটিং ক্লিক করুন

  • Active ক্লিক করুন

  • সব গুলো অপশনের কাজ আপনাদের বলে দিয়া হয়েছে।যেটি সেট হতে চান সেগুলে টিক দেয়া সেশ করুন

  • Activation ক্লিক করুন

  •  Screen এ টাচ করে সফটওয়্যার টি স্টার্ট করে দিন আপনার কাজ সেষ (এখন অন্য ফোন থেকে মেসে দিন আর দেখুন মজা)



আশা করি সবচেয়ে ভালো সফটওয়ার এটি আর হা আমি কোন ভুয়া টিউন আমি করি না আমি আগে টেস্ট করি তার পর আপনাদের দেই। 

এই সফটওয়্যার ইন্সটল দিবার পর কাজ গুলো সহজেই বুঝে জানাবেন আশা করি। 

নিচে ভিডিও টি দেখুন না বুঝতে পারলে টিউমেন্ট করে জানাবেন।

আর আমাকে ফলো করুন আমি আপনাদের  সামনে এরকম আরও দারুন দারুন টিউন নিয়ে হাজির হবো।

বুঝতে না পারলে ভিডিওটি দেখুন। 

আশা করি বুঝতে পারবেন। 

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

আর হ্যাঁ নিজে মৌলিক টিউন লিখুন এবং অন্যকে মৌলিক টিউন লিখতে উৎসাহ প্রদান করুন। 

সাথে থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির সুরে। 

ধন্যবাদ -

যদি কেউ না বুঝেন টিউট্রিয়াল টি তাহলে উপরের ভিডিওটি দেখুন।

এখন থেকে Facebook,Twitter & LinkedIn আপনি যে টাইম দিয়ে রাখবেন ঠিক সেই টাইমে Auto Status Post হয়ে যাবে

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই?

এখন থেকে Facebook,Twitter & LinkedIn আপনি যে টাইম দিয়ে রাখবেন ঠিক সেই টাইমে Auto Status Post  হয়ে যাবে টাইটেল টা আপনাদের কেমন লাগল ? 

সমস্যা নেই, আসলেই টাইম দিয়ে রাখা যায়। আপনার একটা খুব গুরুত্বপূর্ন টিউন ফেসবুক এ দেওয়া দরকার, 

এমন ও হতে পারে না জে আপনি ব্যস্ততারার কারনে ভুলে গেছেন। ভুলে গেলেন তো আর টাইম মত টিউন দিতে পারলেন না।

তাই আপনাদের যেন ভুল সংশোধন হয় সে জন্য আমার এই টিউটোরিয়াল দেওয়া, তো চলুন কাজের কথাই যাইঃ

প্রথমে এই লিঙ্কে যাবেন http://bufferapp.com



তার পর যে সকল সেটিংস রয়েছে 5 মিনিটের ভিডিও দেখে শিখে নিন। ভিডিওটা দেখতে এখানে ক্লিক করুন




কারন স্ক্রীন শর্ট দিতে গেলে পাগল হয়ে যাব তাই দিলাম না ডন্ট মাইন্ড। 

আরো নতুন নুতুন টিপস পেতে ভিজিড করুন আমাদের সাইটে। 

সবসময় সাথে থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।

Friday 21 July 2017

আর নই একটিভেশন কিংবা প্যাচ ফাইলের ঝামেলা! ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (আইডিএম) ব্যবহারের লাইফটাইম ট্রিকস!!

অাসসালামু আলাইকুম

😆  সুপ্রিয় কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। 😛 আশা করি কুশলেই আছেন সবাই।

যাইহোক এবার মূল কাজের কথাতে আসি! 

টিউনের শিরোনাম দেখে সবাই যেন বিস্মিত! 

হ্যা আজকে আপনাদেরকে Internet Download Manager (IDM) ব্যবহারের লাইফটাইম ট্রিকস ও ব্যবহার বিধি সম্পর্কে জানাব। 

অাশা করি টিউটোরিয়ালটি অনেকেরই কাজে আসবে।



ইন্টারনেট হতে বিভিন্ন সফটওয়্যার, ভিডিও, অডিও সহ আরো কত কি ডাউনলোড করার জন্য বিভিন্ন রকম সফটওয়্যার রয়েছে। 

তাদের মধ্য অন্যতম হচ্ছে আইডিএম। 

অবশ্য এটি আমার নিকটও সমান প্রিয়। 

অন্যান্য সফটওয়্যার হতে এটি অনেক দ্রুতগতির ও ইউজার ফ্রেন্ডলী। 

এটি পেইড হিসাবে ব্যবহার করতে গেলে বছরে প্রায় ১০ ডলার ফি দিতে হয়, এক কালীন হিসাবে ক্রয় করতে হলে আপনাকে ২৫ ডলার অর্থ ব্যয় করতে হবে। 

যদিও আমরা যারা আইডিএম ব্যবহার করছি তার ৯৯% মেডিসিন ফাইল কিংবা প্যাচ ব্যবহার করে। 

প্যাচ ফাইল ব্যবহার করেও কোন শান্তি নাই। 

কারন ৪-৫ দিন হলেই কাজ শেষ হয়ে যায় মেযন একটিভেশন বার্তা কিংবা ব্লক দেখাবে।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) ব্যবহার করতে এখন হতে আমার ট্রিকসটি কাজে লাগান



ব্যক্তিগতভাবে অনেক দিন ধরেই আইডিএম ব্যবহার করতে ছিলাম। 

কিন্তু ভূলবশত সেটিংস সমস্যার কারনে আইডিএম হতে বিগত ৩ মাস দূরে ছিলাম। 

এর পরিবর্তে ব্যবহার করতে ছিলাম Eagleget, FDM, XDM জাতীয় ফ্রি ইউলিটিটি।




কিন্তু আইডিএমের মত শান্তি পাচ্ছিলাম না। 

সুতরাং নিজেও চেষ্টাতে ছিলাম কিভাবে প্যাচ ফাইলের সর্বোচ্চ ব্যবহার করব? 

শত শত প্যাচ ফাইল ব্যবহার করেও কোন কাজ হচ্ছিল না। 

আইডিএম সার্ভার হতে সর্বদা একটিভেশন বার্তা পাচ্ছিলাম। 

কিভাবে ব্যবহার করবেন?


কাজটি ২ টি অংশে করতে হবে। তথারুপ ইনস্টলেশন প্রক্রিয়া এবং আপডেট বন্ধ করন
  • ১ম অংশ
১। সর্ব নিচে অামার প্রেরিত ডাউনলোড লিংক হতে সম্পূর্ন ফাইলটি নামিয়ে নিন। অতপর সেইগুলো আনজিপ করুন।

২। সেখানে Notepad সহ ৫ টি ফাইল পাবেন। নোট প্যাডে অবশ্য সক্রিয় করার নিয়মাবলী অাছে।




৩। সেখানের idman628build16 নামক মূল ইনস্টল ফাইলটি সেটআপ করুন (বিঃদ্রঃ সেটাপের সময় ইন্টারনেট বন্ধ রাখুন এবং ইনস্টল হলে আইডিএম ওপেন করবেন না। 

প্রয়োজনে সিস্টেম ট্রে হতে তা বন্ধ করে দিতে পারেন।

৪। অতপর Medicine ফোল্ডার হতে IDMan নামক ফাইলটি যেখানে আইডিএম ইন্টল করেছেন সেখানে গিয়ে পেষ্ট কিংবা রিপ্লেস করুন। 

কাজটি অবশ্য Paste Crack Here ফাইলটি ওপেন করেও পেষ্ট করা যাবে।



৫। সর্বশেষে Reg IDM Key তে- ডাবল ক্লিক করে এটি সক্রিয় করুন। ব্যস আপাতত ইনস্টল ও একটিভ পর্ব শেষ।
  • ২য় অংশ
আইডিএম প্যাচের সবচেয়ে মূল সমস্যাটি হল যেনতেন প্যাচ ফাইল ব্যবহার না করাটা। 

এবং প্যাচ ফাইল ব্যবহার করলেও এর আপডেট অপশন বন্ধ রাখা। 

কারন, আপডেট বন্ধ না হলে ইন্টারনেট চালু  করলেই তারা আপনাকে ডিটেক্ট করবে যে, আপনি অবৈধ ব্যবহারকারী। 

সুতরাং অন্যতম কাজটা (আপডেট) অপশন বন্ধ করি। 

অনেকেই হয়ত আইডিএমের আপডেট অপশনটা বন্ধ করতে জানেন না। 

এবার আসুন কাজ করি-

আপডেট অপশন বন্ধ করার কৌশল

১। প্রথমে কি-বোর্ড হতে একসাথে Win+R চেপে রান অপশন চালু করুন। 

এরপর Registry Editor ওপেন করুন regedit  শব্দ লিখে।



২। এরপর চিত্র অনুযায়ী অপশন গুলোতে যান 

HKEY_CURRENT_USER > Software > DownloadManager.


৩। ডান পাশের প্যানেলে LstCheck নামক ফাইলটিতে ডাবল ক্লিক করুন। 

অবশ্য নামটি LastCheck নামেও হতে পারে।


৪। খুঁজে পেলে এর ভ্যালু ডাটা পরিবর্তন করুন 01/06/99 দ্বারা।


৫। কাজটি শেষ হবার পর আপনার পিসি রিস্টার্ট করুন 

এবং এখন হতে  আরামসে আইডিএম ব্যবহার করুন ও খেয়াল খুশী যা ইচ্ছা ডাউনলোড করুন। 

ব্যাস কাজটি সম্পূর্ণ শেষ করা হল।



নির্দেশিকা

  • যাদের পূর্বে আইডিএম সেটআপ করা আছে। 

  • তারা ভাল কোন একটি আনইনস্টলার দ্বারা এটি আনইন্সটল করুন। 

  • এই ক্ষেত্রে Iobit Uninstaller ইউটিলিটি ভাল কাজে দিবে।
  • Mozila fire fox লেটেস্ট ব্রাউজারটি এখনি ইনস্টল করুর কিংবা আপডেট। 

  • বর্তমানে ৫৪ ভার্সন চলছে।

  • এখানে লক্ষ্যনীয় বিষয় হল মজিলার আপডেট অপশনটি বন্ধ করে রাখুন। 
  • অর্থাৎ ৫৪ ভার্সনের পরে আপাতত নতুন কোন আপডেট দিতে যাবেন না। 
  • তার কারন হল, অনেক সময় মজিলার আপডেটের সাথে আইডিএমের প্যাচ ফাইলের মিলকরন হয়না।
  • তবে অনেক ইউজারের আপত্তি হতে পারে যে,  তাকে মজিলা ব্যবহার ও আপডেট করতেই হবে।
  •  কেননা, বিভিন্ন প্লাগিন ও অ্যাডঅনের ব্যবহার ব্যতিত অন্য উপায় নাই। 
  • সেইজন্য তারা একটা কাজ করতে পারেন তাহলো মজিলা নিয়মিত আপডেট করতে পারেন। 
  • এবং এর সাথে অতিরিক্ত ব্রাউজার হিসাবে ইন্টারনেট এক্সপ্লোরারের লেটেস্ট ভার্সনটি (ভার্সন ১১) ইনস্টল করুন। 
  • উইন্ডোজ সেভেন ব্যবহারকারীকে এটি ব্যবহার করতে গেলে অপারেটিং সিস্টেম সার্ভিস প্যাক ১ হতে হবে। 
  • সুতরাং মজিলা আপডেট করলেও এক্সপ্লোরার কখনো আপডেট করবেন না।
  • তার সাথে ভূলে কখনো আইডিএম ইনস্টল কিংবা আপডেট করতে যাবে না। 
  • যদি কখনো আপডেট বার্তা আনে তাহলে সেটি রিজেক্ট করবেন।
  • আইডিএমের মূল সহ প্যাচ ফাইল ডাউনলোড করুন নিচের লিংক ড্রপবক্স হতে (বিঃদ্রঃ এটি অবশ্য লেটেস্ট ফাইল ৬.২৮ বিল্টইন ১৬ সংযোজিত)

সর্বশেষ


🙄 টিউটোরিয়ালের একদম শেষ প্রান্তে। 

আশা করি সকলেই উপরের নির্দেশনা মোতাবেক কাজটি করতে পারবেন। 

টিউটোরিয়াল অনুসরন করে কারোর সামান্যতম উপকারে এলেও এই প্রকাশনার স্বার্থকতা খুঁজে পাব। 

এবং হ্যা টিউনটি কোথাও শেয়ার করতে গেলে অবশ্যই ক্রেডিট লিংক দিতে ভুলবেন না। 

পরিশেষে কারোর কোন টিউমেন্ট থাকলে ফিড ব্যক দেবার চেষ্টা করব। 

আজ এই পর্যন্তই, সবাই ভাল থাকুন!

-আল্লাহ হাফেজ 😆

🙄 আশা করি, টিউটোরিয়ালটি অনুসরন করে এবার নিজেই উপরোক্ত কাজটি করতে পারবেন। 

ব্যাস! 

বার আরামসে ব্যবহার করুন ২০১৮ সাল পর্যন্ত। 

এবং পিসিকে রাখুন ১০০% ভাইরাস মুক্ত। 

আজ এই পর্যন্তই। 

পোষ্টটির কোন ভূল ত্রুটি দৃষ্টি গোচর হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান রাখছি। 

পরিশেষে সবার সুখী জীবন ও সুস্থতা কামনা করছি। 

আল্লাহ হাফেজ- 😛

আপনার উইন্ডোজ ১০ পিসি এর প্রডাক্ট-কি সেটআপ করবেন মাত্র ২ মিনিটে ?

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই।আশা করি ভালই আছেন।আমিও ভাল আছি।

আজ আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি,এই ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে আপনার উইন্ডোজ ১০ পিসি এর প্রডাক্ট-কি সেটআপ করবেন মাত্র ২ মিনিটে ? 

আমি ভিডিওতে সব কিছুই দেখিয়ে দিয়েছি এবং খুব অল্প সময়ে সহজেই বুঝিয়ে দিয়েছি।

তারপর ও কোনো সমস্যা হলে টিউমেন্ট করবেন। 

যদি কোন ভুল  ত্রুটি হয়ে থাকে তবে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

সফটওয়্যারটি (৮৬) তথা ৩২ বিট অ্যান্ড ৬৪ বিট উভয় অপারেটিং সিস্টেম এ কাজ করবে। 

সফটওয়্যারটি আমার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করুন : সফটওয়্যারটি ডাউনলোড করুন 

ভিডিও টিউটোরিয়াল টি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন  :




ভালো লাগলে অবশ্যই লাইক, টিউমেন্ট, শেয়ার করবেন। 

আমি যতটুকু জানি, ততটুকু শেয়ার করার চেষ্টা করবো ধাপে ধাপে। 

মোবাইল ও PC তে Youtube দেখার সাথে সাথে করুন অন্যান্য কাজ খুব সহজে।

সবাই আমরা এখন কোনো গান শোনার জন্য youtube search দেয় কিন্তু সেই ক্ষেত্রে আমরা অন্যান্য কাজ করতে পারি না। 

কিন্তু Android এই একটা সহজ একটা Application এর মাধ্যমে আমরা youtube এ ভিডিও দেখার সাথে সাথে অন্য কাজ ও করতে পারব।

Application টির নাম হল ঃ Floating tube

play Store এর লিংক ঃ



বিস্তারিত ভিডিওতে


PC or Laptop এ জন্য আপনি Chrome Store থেকে extension Add করে নিতে পারেন।


এবার Apps নিয়ে এর আর কি বলব?

Floating Tube Player have the features as listed below:-

✔ Play Video & Playlist

✔ Movable Video Player

✔ Video can be played when player is minimized

✔ Re-sizable Video Player

✔ Locking player on a screen

✔ How to use tutorial

যারা youtube থেকে সবসময়ই গান শুনে তাদের অবশ্যয়ই এটি ব্যবহার করা দরকার। 

So don't Think Much.Install The applications & More to know See the video. 

Thank you, Everyone.If this app is helpful for you,


please give like & comment Below.

Thursday 20 July 2017

আপনার কথা শুনবে আপনার পিসি, এখন মাউস কিবোর্ড ছাড়াই পিসি চালান [প্রমান সহ]।

আসসালামুআলাইকুম,

আপনারা সাবাই কেমন আছেন ? 

সাথে থাকলে তো ভাল থাকতেই হবে।



আজ আমি আপনাদের দেখাব আমার কি ভাবে অতি সহযে পিসিকে মুখের কথায় পরিচালনা  করতে পারি। 

আসলে বিষয় টি আনেক সহয। এখানে আমি আপনাদের প্রমান সহ (ভিডিওতে) দিয়েছি।

এটা আপনার Windows 7, Windows 8, Windows 8.1, Windows 10 একই নিয়মে ব্যবহর করতে পাবেন। (Screenshot গুলো Mac থিম থেকে নিয়েছি)

তাহলে চলুন শুরু করি।

আপনাকে প্রথমেই Control Panel যেতে হবে সেখান থেকে Speech Recognition


তারপর Start Speech Recognition সিলেক্ট করবেন।


এবং এখানে কিছু নিয়ম দেয়া হবে সেগুলো ঠিক করুন যেমন : ১)মাইক্রোফোন টেস্ট এবং সিলেক্ট, ২)আপনার ভয়েস চেক ৩)ট্রেনিং ইত্যাদি।

আপনি এগুলো Next করুন, এবং Skip আসলে তা করুন। 

এবার নিচের মত একটি ঘর আসবে, এটি অন করুন।


এখন আপনি যা বলবেন আপনার তাই শুনবে আপনার পিসি।

ব্যাস আপনার কাজ শেষ কাজ শেষ। 

বি দ্র : অবশ্যই আপনাকে স্পস্ট করে বলতে হবে। এবং নিয়ম আনুয়াযী। (নিয়ম উপরের লাল দাগের টিউটোরিয়ালে দেখুন) 

তারপরও যাদের বুঝতে অসুবিধা হচ্ছে এবং যারা প্রমান নিতে চান এই ভিডিওটি দেখুন : আপনি অবশ্যই পাবেন।


আপনদের এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন আমি উত্তর দিব। 

আমার কোন ভুল হলেও বলবেন এবং ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন। 

আপনাদের শুভ কামনায় এখানেই শেষে করছি।