Friday 13 January 2017

এন্ড্রয়েড মোবাইলকে বানান CCTV ক্যামেরা আর নিয়ন্ত্রন করুন যেকোন জায়গা থেকে।

বন্ধরা আপনারা সবাই কেমন আছেন?

আশা করি সবাই ভাল আছেন,

বর্তমানে আমরা সবাই এন্ড্রয়েড মোবাইলে ইউজ করে থাকি।

কিন্তু আমরা আমাদের সেই এন্ড্রয়েড মোবাইলকে কি না কাজে লাগাতে পারি।

তাই সেই এন্ড্রয়েড মোবাইলকে কিভাবে সিসিটিভি ক্যামেরা বানাইবেন।

আপনার বাসায় বা অন্য কোথাও আপনার যদি নজরদারি রাখতে হয় নিশ্চয় আপনাদের সেখানে অবশ্যই CCTV থাকতে হবে না হলে আপনি কিভাবে তা নজরদারি রাখবেন।

কিন্তু এন্ড্রয়েড মোবাইল থাকলে আপনাকে আর সেই চিন্তা করতে হবে না। বানিয়ে ফেলুন আপনার সেই এন্ড্রয়েড মোবাইলকে সিসিটিভি।

তো এটা বানাতে হলে অবশ্যই আপনার মোবাইলে প্লে স্টোর থেকে IP webcam software টা ডাউনলোড করতে হবে।

ডাউনলোড করার পর আপনি যখন তা ওপেন করতে একেবারে লাস্টের অপশনে যাবেন,

সেই অপশনের নাম Start server সেটাতে ক্লিক করলে আপনি একটা URL দেখতে পাবেন।

সেই URL টা যদি আপনার মনে থাকে তাহলে আপনি যেই খানে যান না কেন ইন্টারনেটের সাহায্যে আপনি আপনার মোবাইলের সামনে কি কি হইতেছে তা আপনি দেখতে পারবেন।
 
যদি বুঝতে না পারেন তাহলে আমার এ ভিডিও টা দেখুন।


0 comments:

Post a Comment