কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন।
হয়তো আপনারা সবাই imo / viber / whatsapp ব্যবহার করেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ।
আজ আপনাদের সাথে শেয়ার করবো imo / viber / whatsapp এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন ।
imo এর সুবিধা সমূহ -
- ১। HD সাউন্ড কোয়ালিটির সাহায্যে ফ্রি ভিডিও কল ।
- ২। সর্বোচ্চ ৪০ জনকে নিয়ে গ্রুপ তৈরি করা যায় ।
- ৩। সটীকার এবং ইমোটিকনস ম্যাসেজিং সিস্টেমকে মজাদার করে তোলে ।
- ৪। আপনার অবস্থান শেয়ার করতে পারবেন ।
- ৫। কুইক রিপ্লাই এর মাধ্যমে তাতখনিকভাবে ম্যাসেজের রিপ্লাই দিতে পারবেন ।
- ৬। পেজ নোটিফিকেশনের মাধ্যমে আপনার imo বন্ধ থাকলেও আপনি কল ও ম্যাসেজ রিসিভ করতে পারবেন।
- ৭। অপারেটিং সিস্টেম ইন্টিগ্রেশন – আপনার ডিভাইস এর গ্যালারি থেকে সরাসরি ফটো এবং ভিডিও পাঠাতে পারবেন ।
- ৮।কোন বিজ্ঞাপন নেই এবং ১০০% ফ্রি ।
ডাউনলোড লিঙ্ক: click here
আপনার ডাউনলোড করা রার ফাইলটি উইন রার দিয়ে ওপেন করুন। এবার সেট আপ ফাইলে ক্লিক করে ইন্সটল করে নিন ।
ইন্সটল করার পর মোবাইল এ একটা কোড যাবে (IMO Team থেকে), ঐ কোড এন্টার করার পর ডেক্সটপ বা ল্যাপটপে imo চালু হয়ে যাবে ।
ভাইবার এর সুবিধা সমূহ -
- ১। HD সাউন্ড কোয়ালিটির সাহায্যে ফ্রি কল ।
- ২। সর্বোচ্চ ৪০ জনকে নিয়ে গ্রুপ তৈরি করা যায় ।
- ৩। সটীকার এবং ইমোটিকনস ম্যাসেজিং সিস্টেমকে মজাদার করে তোলে ।
- ৪। আপনার অবস্থান শেয়ার করতে পারবেন ।
- ৫। কুইক রিপ্লাই এর মাধ্যমে তাতখনিকভাবে ম্যাসেজের রিপ্লাই দিতে পারবেন ।
- ৬। পেজ নোটিফিকেশনের মাধ্যমে আপনার ভাইবার বন্ধ থাকলেও আপনি কল ও ম্যাসেজ রিসিভ করতে পারবেন ।
- ৭। অপারেটিং সিস্টেম ইন্টিগ্রেশন – আপনার ডিভাইস এর গ্যালারি থেকে সরাসরি ফটো এবং ভিডিও পাঠাতে পারবেন ।
- ৮।কোন বিজ্ঞাপন নেই এবং ১০০% ফ্রি ।
WhatsApp for PC:
কম বেশি সবাই তা Use করি । আমরা যারা অফিস এ কাজ করি তারা অনেকেই Whatsapp ব্যবহার করতে সমস্যা হয় বেসির ভাগ অফিস এ On Duty Timing Mobile এ Whatsapp Use করা যায়না বা লুকিয়ে করতে হয়, তখন আমরা এই ওয়েবসাইট এ গিয়ে Whatsapp Use করি ।
সেটা ও ত একটা জামেলা এর জন্য browser ওপেন করে রাখতে হয় । আল টাইম alt+tab key তে হাত রাখতে হয় । এই সমস্যার সমাধান নিয়ে এলো এই Software টি এটা দিয়ে আপনি খুব সহজেই যেকোনো মোবাইল এর Whatsapp Connect করতে পারবেন ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
কিছু Screenshot দিলাম......
ইন্সটল পদ্ধতি নরমাল
Install হয়ে গেলে Software টি ওপেন করে QR code আপনার Whatsapp দারা Scan করুন ।
বাস হয়ে গেল, এখন আরামসে বসে PC তে Whatsapp চালান
***মোবাইলে imo/viber/whatsapp ইন্সটল থাকতে হবে কি ???
-হ্যাঁ
আজ তাহলে এখানেই শেষ করলাম । ধন্যবাদ সবাইকে
0 comments:
Post a Comment