আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন সবাই! আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালই আছি। আমিও আপনাদের মত একজন টেক লাভার।
প্রজুক্তির সাথে থাকতে ভাল লাগে।
আমরা অধিকাংশই এখন Android ব্যবহার করে থাকি৷কিন্তু কোন সময় ব্যাক বাটন গুলোর টাচ স্ক্রিনে সমস্যা হলে বা ব্যাক বাটন গুলো কাজ না করলে ফোন অচল হয়ে যায়৷তাই আমি একটি apps দিচ্ছি যার মাধ্যমে Extra virtual বাটন যোগ হবে৷এজন্য ফোন রুট করতে হবে না৷
প্রথমে নিচ থেকে apps টি ডাউনলোড করে নিন:
Apps name: Back Button
Download link: Back Button.apk
Apps টির ফিচারস গুলো জেনে নিন:
• বাটনগুলোকে বিভিন্ন স্টাইলে Show করানো যাবে৷
• বাটনগুলো Hide করে এক্সট্রা গেজেট পাশে দিতে পারবেন এতে ভুলে চাপ লেগে ব্যাকে যাবে না৷
• এতে ব্যাক বাটন,হোম বাটন ও Recent বাটন রয়েছে৷ অর্থাৎ সব বাটনের কাজই করতে পারবেন৷
• বাটনগুলো বিভিন্ন রংয়ে করে নিতে পারবেন৷
• সবচেয়ে ভালো ফিচার হলো এটি ব্যবহার করতে ফোন Root করতে হবে না৷
Apps টি ভাল লাগলে অবশ্যই টিউমেন্ট করবেন৷ কোন সমস্যা হলে অবশ্যই টিউমেন্টে জানান৷
ভাই ফোন এর পাওয়ার অফ করে অন করলে আবার সেটিং করতে হয়.... কোনো স্থায়ী সমাধান থাকলে দেন
ReplyDelete