Wednesday 21 September 2016

ফেসবুকে আপনার ফ্যানপেইজকে মুহুর্তেই বানিয়ে ফেলুন ইকমার্স ওয়েবসাইটে মত

ইকমার্স ওয়েবসাইট বানাতে অনেক পরিশ্রমের ব্যাপার। এছাড়া বিভিন্ন আনুষাঙ্গিক সাপোর্টের অভাবে বাংলাদেশে ইকমার্স প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইট আকারে অনলাইনে বিকশিত হতে পারেনি।
 
এখনো অনেকে ইকমার্স প্রতিষ্ঠান ফেসবুকের ফ্যানপেইজে সীমাবদ্ধ হয়ে রয়েছে। ট্রেডিশনাল ছবি টিউনিং, টিউমেন্ট, ম্যাসেজিং এর মাধ্যমে এখনো অনেকেই ফ্যানপেইজ দিয়ে ব্যবসা করে যাচ্ছেন।
 
কিন্তু আপনি জানেন কি, সম্প্রতি ফেসবুক চালু করে দিয়েছে ফ্যানপেইজে নিজের শপ সেকশান যোগ করে আপনার পন্য প্রদর্শন করার সুযোগ।
 
আজকে আমরা দেখব কিভাবে আমরা এই শপ সেকশান আমাদের পেইজে যুক্ত করে এবং প্রোডাক্ট আপলোড কিংবা প্রদর্শন করবো।
  • প্রথমেই আপনার ফ্যানপেইজে যান। বাম পাশে একবারে নীচে Add Shop Section নামে একটা অপশান দেখতে পাবেন।
  •  
ফেসবুক শপ যোগ করা
  • আপনার শপ সেকশান এড করার অপশান আসলে সেটিতে ক্লিক করুর।
ফেসবুক শপ
  • কারেন্সী বা মুদ্রা হিসেবে টাকা সিলেক্ট করুন। যদি ডলার সিলেক্ট করেন তাহলে Stripe এর মাধ্যমে পেমেন্ট ও নিতে পারবেন কিন্তু বাংলাদেশী টাকায় নিতে চাইলে এটি পারবেন না।
কারেন্সী সিলেক্ট
  • কিছুক্ষন লোডিং এ পরেই আপনার ফ্যানপেইজে শপ যোগ হয়ে যাবে এবং আপনি আপনার প্রোডাক্ট যোগ করার অপশান পাবেন।
প্রোডাক্ট পেইজ
  • প্রোডাক্ট যোগ করতে গেলে এই প্রোডাক্ট এন্ট্রি ফর্ম পাবেন। প্রোডাক্টের নাম, দাম ও ডেসক্রিপশান লিখে Save বাটনে ক্লিক করলে প্রোডাক্ট আপনার শপের শোকেইসে যুক্ত হয়ে যাবে। চাইলে আপনি প্রোডাক্ট ফিচারড করতে পারেন কিংবা পেইজে শেয়ার করতে পারেন।
প্রোডাক্ট পেইজ
  • প্রোডাক্ট পাবলিশ করলে সেটি আপনার পেইজে বামপাশ মেনু থেকে Shop এ ক্লিক করে যেতে পারবেন অথবা পেইজের টাইমলাইনের ঠিক নীচেই পাবেন।
  •  ফেসবুক শপ
  • প্রোডাক্ট পেইজ হবে দেখতে এমন। ম্যাসেজে রিপ্লাই করে আপনার ক্রেতা সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবে।

প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে কিছু নীতিমালাঃ

  1. আপনার যদি অনেকগুলো প্রোডাক্ট থাকে বিভিন্ন ধরনের তাহলে আপনি সেগুলো কালেকশান আকারে শো করতে পারবেন টাইমলাইনে।
  2. প্রতিটা প্রোডাক্টের জন্য মিনিমাম একটি ইমেজ যোগ করতে হবে।
  3. রিকমেন্ডেড ইমেজ সাইজ 1,024 x 1,024 পিক্সেল।
  4. প্রোডাক্ট ইমেজের কোয়ালিটি ভাল হতে হবে, গ্রাফিকাল ভায়োলেন্স, প্রমোশোনাল টেক্সট, খারাপ টেক্সট থাকতে পারবে না।
  5. আরো বিস্তারিত ইনফরমেশান পাওয়া যাবে এই লিংকে
কিছু কিছু শপ অপশান এখনো আমাদের দেশের জন্য চালু করা হয়নি যা শিঘ্রইচালু হবে বলে আশা করা যায়। ধন্যবাদ সবাইকে। কোন সমস্যায় টিউমেন্টে জানাতে পারেন।
ইকমার্সের জন্য হোস্টিং চাইলে এই লিংকে দেখে আসতে পারেন।

0 comments:

Post a Comment