Sunday, 4 September 2016

গ্রামীণফোনে আবারও ফ্রি নেট চালান খুব সহজে

সুপ্রিয় পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা?
 

আশা করছি পরম করুনাময়ের অশেষ রহমতে ভালোই আছেন।
প্রথমেই বলে রাখি এটা অনেকের চলবে না তাই খারাপ টিউমেন্ট করবেন না আর এটার স্পিড ২জি তাই অনেকের বিরক্তি হতে পারে।
 

প্রথমে এখান থেকে Your Freedom এপটি ডাউনলোড করে ইন্সটল করুন।
 

তারপর নিচের চিত্রের মত একটি সেটিং করুন।

Setting 1




এবার Your Freedom এ ডুকুন এবং নিচে দেখুন Configure লেখা আছে ক্লিক করুন।



Click-Configure

তারপর Connection এ ক্লিক করুন।

Click-Connection2


চিত্রের মত একটি সেটিং করুন। এখানে ems36.your-freedom.de এর জায়গায় মোবাইল ভেদে বিভিন্ন রকম হতে পারে তাই যায় থাক তা কেটে 36 লিখুন।
এবং Connection Mode → DNS করুন।



your-freedom-setting3



এবার Back করে ফিরে আসুন এবং নিচে দেখুন Start Connection Button আছে ক্লিক করুন, একটা pop-up আসবে টিক দিয়ে ওকে করুন।


Attention4


আবার Start Connection এ ক্লিক করুন একটু সমস্যা করতে পারে প্রথমবার না হলে কয়েকবার চেষ্টা করুন কানেক্ট হবে।
কানেক্ট হলে এই রকম আসবে।


success5


মিনিমাইজ করুন এবং চালাতে থাকুন।

0 comments:

Post a Comment