Friday 30 September 2016

KM Player এ একাধিক ভাষায় মুভি দেখুন ও কিছু গুরুত্বপূর্ণ সাবটাইটেলের অপশনের সাথে পরিচিত হোন।

সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে।

আজকে আমি দেখাবো কীভাবে KM Player এ আপনারা একাধিক সাবটাইটেল একসাথে দেখতে পারেন।
আসলে KM Player খুব শক্তিশালী একটা  ভিডিও প্লেয়ার যার মাধ্যমে বিভিন্ন রকমের কাজ করা যায়।

 যেমন: একটা সাবটাইটেল কোথায় বসবে, কীভাবে বসবে, কোন ফন্টে লেখাগুলো দেখাবে, কোনো ভাষাকে আগে প্রাধান্য দেবে, কোনটাকে উপরে রাখবে, কোনটাকে নিচে রাখবে, প্রত্যেক লাইনের মাঝে কতটা ফাঁকা থাকবে, প্রত্যেকটা শব্দের মাঝে কী পরিমাণ ফাঁকা থাকবে, সাবটাইটেলের রং কী হবে এরকম সবকিছুই করতে পারবেন।
তো সরারসি টিউনে চলে যাচ্ছি।

আগে ধাপগুলো পড়ে নিন। তারপর ভিডিওটি দেখুন।



একই সাথে দুই ভাষায় সাবটাইটেল দেখার জন্য নিচের বিষয়গুলো মাথায় রাখা জরুরী।

১। প্রথেমে মুভির নামটা যেটা আছে সাবটাইটেল ফাইলগুলোর নামও সেই নামে দিন।

যেমন: মুভির নাম যদি Blood Diamond (2006).mkv হয় তাহলে বাংলা ও ইংলিশ সাবটাইটেলের নাম দিন যথাক্রমে Blood Diamond (2006).BAN.mkv ও Blood Diamond (2006).ENG.mkv এরকম।

২। আর সাবটাইটেল ডাউনলোড করার জন্য subscene.com এ ভিসিট করে মুভির নাম লিখে সার্চ দিন। বিভিন্ন ভাষার সাবটাইটেল পাবেন।

ভিডিওতে একই সাথে সাময়িকভাবে কীভাবে দুই ভাষায় মুভি দেখবেন তাও উল্লেখ আছে। আবার যাতে পরবর্তীতে আর কিছু করতে না হয় তাও দেখানো হয়েছে।
ভিডিও দেখলেই আশা করি সব পরিষ্কার হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই। সাবটাইটেল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।

0 comments:

Post a Comment