Monday, 26 September 2016

ভিসা আবেদন করুন পৃথিবীর সকল দেশের অনলাইনের মাধ্যমে

আপনার ভিসা আবেদন করা প্রয়োজন কিনা সেটি অনুগ্রহ করে নিশ্চিত করুন।

যদি ইতোমধ্যেই আপনার কাছে একটি বৈধ ইউ.এস ভিসা থাকে বা যদি আপনি যদি ভিসা ওয়েভার প্রোগ্রামে অংশগ্রহণকারী দেশের নাগরিক হন তাহলে আপনার একটি নতুন ইউ.এস ভিসার প্রয়োজন নাও হতে পারে।

যদি আপনাকে অন-অভিবাসী ভিসার জন্য আবেদন করতে হয় তাহলে অনুগ্রহ করে নিচের ধাপগুলি অনুসরন করুন।

চাকরি ও উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যেতে প্রয়োজন সঠিক পরিকল্পনা। পুরো ব্যাপারটি অত্যন্ত সময় সাপেক্ষ ও জটিল প্রক্রিয়া। প্রয়োজন বাড়তি মনোযোগ ও সতর্কতা।

দরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ। ভবিষ্যতে কোথায় নিজেকে দেখতে চান সেটা স্থির করতে হবে। পাশাপাশি ঠিক করতে হবে কোন দেশে পড়লে লক্ষ্য পূরণ সহজ হবে।

এবার পছন্দের বিষয়। চাকরির উৎস ও শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ। কোথায়, কোন বিষয়ে এবং কেন পড়তে চান স বিষয়ে লক্ষ রাখতে হবে। সেগুলোর উত্তর মিলে গেলে আবেদন শুরু করতে পারেন।

অনলাইনে আবেদন করলে খুলতে হবে অ্যাকাউন্ট।  ভিনদেশে চাকরি বা পড়তে যাওয়া কয়েজন বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের কিছু অভিজ্ঞতা।

ভিসা তথ্য

আপনার ভিসার প্রকারটি নির্নয় করুন। প্রতিটি ভিসার প্রকার যোগ্যতা ও আবেদনের বস্তুগুলিকে বিশ্লেষণ করে। আপনার পরিস্থিতির সাথে যেটি সামঞ্জস্যপূর্ণ সেই ভিসার প্রকারটিকে বেছে নিন।
সকল দেশের ভিসার  সংক্রান্ত  সকল তথ্য  এখানে পাবেন। কোন দেশে কত টাকা খরচ, ভিসার কিভাবে আবেদন করতে হয়, দেখুন নিচের লিঙ্কে

সকল ভিসার তথ্য দেখুন এখানে

  • নন ইমিগ্র্যান্ট ভিসা, আমেরিকা
  • ইমিগ্র্যান্ট ভিসা, আমেরিকা
  • নেদারল্যান্ডের ভিসা
  • জাপানের ভিসা
  • ব্রিটেনের ভ্রমণ ভিসা
  • ব্রিটেনের স্টুডেন্ট ভিসা
  • কানাডার স্টাডি পারমিট
  • সুইডেনের ভিসা
  • নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসা
  • নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা
  • গ্রিসের ভিসা
  • ইন্দোনেশিয়ার ভিসা
  • বেলজিয়ামের ভিসা
  • দক্ষিণ আফ্রিকার ভিসা
  • সুইজারল্যান্ডের ভিসা
  • সিঙ্গাপুরের ভিসা
  • সেনজেন ভিসা
  • সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট চেক করার পদ্ধতি
  • মায়ানমারের ভিসা
  • পাকিস্তানের ভিসা
  • শ্রীলঙ্কার ভিসা
  • কানাডার ভিসা
  • থাইল্যান্ড যেতে ট্যুরিস্ট ভিসা
  • নেপালের ভিসা
  • ভারতীয় ভিসা
  • ব্রিটেনের ভিসা
  • ফ্রান্সের ভিসা
  • অস্ট্রেলিয়া যেতে ভিজিটর ভিসা
  • অস্ট্রেলিয়ায় অস্থায়ীভাবে বসবাসের জন্য ভিসা
  • অস্ট্রেলিয়া যেতে স্টুডেন্ট ভিসা
  • স্পেনের ভিসা
  • সাইপ্রাস যেতে ভিসার নিয়ম
  • ইতালি যেতে ওয়ার্ক ভিসা
  • ইতালিতে স্বাস্থ্য বীমার জন্য বীমা কোম্পানিগুলো
  • ট্রেনিং/সভা/সম্মেলনের জন্য ইতালিয়ান ভিসা
  • ইতালি যেতে ভ্রমণ ভিসা
  • ইতালি যেতে স্টুডেন্ট ভিসা
  • ইতালি যেতে ভিসার জন্য আবেদন করা
  • মালয়েশীয় ভিসার আবেদন কোথায় জমা দেবেন
  • মালয়েশীয় ভিসা আবেদনের নিয়ম
  • জার্মানীতে ভিসা আবেদন প্রক্রিয়া
সকল ভিসার তথ্য দেখুন এখানে

0 comments:

Post a Comment