Monday 19 September 2016

অ্যাডফ্লাই শর্টলিঙ্ক ব্যাবহারে বিরক্ত? দেখুন, কিভাবে Adfly লিঙ্ক Decode করবেন! - Adfly Shorten URL Decoder

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সকলে? ভালো আছেন আশা করি।
আমিও ভালো আছি।

আপনারা অনেকেই নিশ্চয়ই নানা ওয়েবসাইট এবং ইউটিউবে ব্রাউজ করেন। 
যারা লিমিটেড ইউজার এবং কম ব্যান্ডউইথ ব্যাবহার করেন, তাদের জন্য বিজ্ঞাপন একটা যন্ত্রনা। আর অ্যাডফ্লাই তো অন্য পেইজে টেনে এনে ৫ সেকেন্ড বিজ্ঞাপন দেখাবে।
আপনারা চাইলেই অ্যাডফ্লাইয়ের শর্ট লিঙ্ক ডিকোড করতে পারবেন।
 


আমাদের সিকিউরিটি অ্যানালিস্ট মাহমুদুজ্জামান কমল আমাদের একটি পিএইচপি টুল প্রোভাইড করেছে যা দিয়ে আমরা সহজেই অ্যাডফ্লাই লিঙ্কের অ্যাড বাইপাস করে ব্যাবহার করতে পারবো।
টুলটি ব্যাবহার করতে আপনাদের http://app.grplusbd.net/adfly-decoder/ লিঙ্কে যেতে হবে।
সেখানে আপনাকে আপনার অ্যাডফ্লাই শর্টলিঙ্ক প্রবেশ করাতে হবে। 
তারপর Decode ক্লিক করলেই সেটি আপনাকে ডাইরেক্ট লিঙ্কের আউটপুট দিবে। 
অনেক সময় গোলমেলে লিঙ্ক মনে হতে পারে, কিন্তু সেটা অ্যাড ফ্লাই সার্ভারের রিডাইরেক্ট পেইজ। 
কাজেই আপনি নিশ্চিন্তে এই টুল ব্যাবহার করতে পারবেন। 
 

0 comments:

Post a Comment