Tuesday, 6 September 2016

কিভাবে আপনি যেকোন মুভি সরাসরি ডাউনলোড লিংক পাবেন

বন্ধুরা কেমন আছেন সবাই,
আশা করি ভাল। আজকে আপনাদের জন্য একটি চমৎকার টিউন নিয়ে হাজির হয়েছি। 

আমরা সবাই ই অবসর সময়ে মুভি দেখার জন্য নেটে ব্রাউজ করি, কিন্তু যে মুভিটা আমি দেখতে চাচ্ছি সেই মুভিটা যদি না পাই তখন খুব বিরক্ত লাগে তাই স্বাভাবিক।

আজকাল সবাই লেটেস্ট মুভি দেখতে চাই অনলাইনে কিন্তু সবাই ঠিকভাবে সেটা খুজে পাই না। বেশিরভাগ সময় দেখা যায় যে আপনি একটা লিংক খুজে পেয়েছেন কিন্তু সেই লিংকটা কাজ করছে না অথবা অনেক অ্যাড দিয়ে ভরা থাকে। 

কিন্তু যদি এমন কোন ট্রিক্স ব্যবহার করেন যার মাধ্যমে আপনি সরাসরি আপনার পছন্দের মুভিটার ডাউনলোড লিংক পেয়ে যান, তখন খুব ভাল লাগে।

তাই আসুন দেখি কি করে আমরা এই ট্রিক্সটা করবো।
আমরা দুইভাবে এই ট্রিক্স টা ব্যবহার করতে পারি

প্রথম মেথড



১। প্রথমত আপনার ওয়েব ব্রাউজারটা ওপেন করেন আপনার ফোনে অথবা যেকোন ডিভাইসে, বা পিসি তে।

২।এরপর গুগল সার্চ ইঞ্জিন এ যান এরপর আপনার পছন্দের মুভিটার নাম টাইপ করুন এরপর এই কোডটা লিখুন -inurl:(htm|html|php|pls|txt) intitle:index.of “last modified” (mp4|wma|aac|avi)
ঠিক এই ফোরম্যাটে->  Movie Name -inurl:(htm|html|php|pls|txt) intitle:index.of “last modified” (mp4|wma|aac|avi)

৩। এরপর আপনি গুগল এ আপনার মুভিটার সার্চ রেজাল্ট পাবেন আপনি হয় প্রথম লিংক না হয় দ্বিতীয় লিংক টা থেকে ডাউনলোড করে নিতে পারেন।

দ্বিতীয় মেথড




১। প্রথমত আপনার ওয়েব ব্রাউজারটা ওপেন করেন আপনার ফোনে অথবা যেকোন ডিভাইসে, বা পিসি তে।

২।এরপর গুগল সার্চ ইঞ্জিন এ যান এরপর এই কোডটি লিখুন intitle:index.of? mkv   এরপর আপনার পছন্দের মুভিটির নাম।
ঠিক এই ফোরম্যাটে->  intitle:index.of? mkv Avengers 

৩। এরপর আপনি গুগল এ আপনার মুভিটার সার্চ রেজাল্ট পাবেন আপনি হয় প্রথম লিংক না হয় দ্বিতীয় লিংক টা থেকে ডাউনলোড করে নিতে পারেন।

৪। অবশ্য আপনি ইচ্ছা করলে mkv না লিখে অন্য ফোরম্যাট ও টাইপ করতে পারেন।

0 comments:

Post a Comment