Wednesday 17 August 2016

আনলিমিটেড সফটওয়ারের সিরিয়াল কী নেন। এখন আর সিরিয়াল কী ব্লক করতে পারবেন না কেউই

সফটওয়ার এর ইন্টারনেট কানেকশন ব্লক করুন

অনেক সময় আমরা ইন্টারনেট থেকে সফটওয়ার ডাউনলোড করি এবং ওই সফটওয়ার এর সিরিয়াল কী ও ইন্টারনেট থেকে নিয়ে থাকি। আসলে আমরা যে সিরিয়াল কী গুলো নেই সেগুলো ফেক সিরিয়াল কী। যারা সফটওয়ার কিনে তাদের এই কী গুলো দিয়ে থাকে। কিন্ত আমরা সফটওয়ার গুলো বিনা টাকায় ব্যবহার করার জন্য এই ফেক সিরিয়াল কী গুলো ব্যবহার করি।
কিন্ত সমস্যা টা অন্য  যায়গায়। যখন ইন্টারনেট চালু থাকে তখন এই সফটওয়ার গুলোর কী গুলো যে কোম্পানি থেকে নিয়ে থাকে ওই কোম্পানি ওই সফটওয়ার এর কী টা নষ্ট করে দেয়।। তাই এই সমস্যা দূর করার জন্য আমি একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিতেছি যেটার মাধ্যমে আপনার সফটওয়ার কে কেও ব্লক করতে পারবে না।
চলুন শুরু করি

1.প্রথমে উইন্ডোজ এর স্টার্ট বাটন এ যাই লেখুন  ''windows firewall ''
নিচের মত একটা বার আসবে
 
 
2.এখন  "windows firewall and advanced security" এই লেখার উপরে ক্লিক করুন। নিচের মত আর একটি বার আসবে
 
3.এখন ""inbound rules or outbound rules ''  যেকোনো একটাতে ক্লিক করুন।
 

4.ডান পাশে দেখুন "new rules" নামে একটা বার আছে। ওইখানে ক্লিক করুন
 

5.এখন  "program" এ ক্লিক করন  এবং "next" এ ক্লিক করুন
 
6. এখন "this program path" এ ক্লিক করুন  ওখানে যে সফটওয়ারে টা ব্লক করতে চান সেটা সিলেক্ট করুন। ড্রাইভ C তে সকল সফটওয়ারে আছে। এখন "next" এ ক্লিক করুন
 
 
7। এবার  "Block the connection"" এ ক্লিক করুন  এবং "next" এ ক্লিক করুন
 
 
8. এবার "next" এ ক্লিক করুন
 

9.  ২ টা বক্স এ আপনার যা মন চায় টা লিখুন।
২ টা বক্স এ প্রথমটায় আপনার প্রিমিকার নাম লিখুন আর ২য় তায় প্রিমিকার কাছে একটা প্রেম পত্র লিকুন
  এখন "finished" এ ক্লিক করলেই আপনার কাজ শেষ


              ► ► পুর ভিডিও টা দেখতে ক্লিক করুন ◄◄ 



0 comments:

Post a Comment