Wednesday, 17 August 2016

দেখেনিন কীভাবে আপনার Computer থেকে সরাসরি অ্যাপ+গেম Install করবেন, আপনার Android ফোনে, কোন দরণের ক্যাবল কানেকশন ছারা।

আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হয়তো অনেকে যানেন। আবার অনেকে যানেন না। আমার এই টিউন শুধু যারা যানেন না তাদের জন্য।
আপনি যানেন কি? আপনার PC থেকে Google Play Store এর যেকোন অ্যাপ বা গেম সহজে ইন্সটল করা যায় আপনার Android ফোনে।
সেটা কীভাবে সম্ভব, তো চলুন শুরু করি।
প্রথমে আমাদেরকে PC থেকে Play.Google.Com সাইটে যেতে হবে, তারপর আমরা যে অ্যাপ ইন্সটল করতে চাচ্ছি (যেমনঃ আমি Facebook Messenger অ্যাপ ডাউনলোড করতে চাচ্ছি।) সেটা সিলেক্ট করতে হবে।

এখানে একটি বিষয় মনে রাখতে হবে আপনার Android ফোনে যে Gmail দিয়ে আইডি Play Store অ্যাপ এ ব্যবহার করেছেন এখানে সেটা দিয়ে লগইন করতে হবে। তা না হলে কাজ করবে না।
এখন দেখুন সবুজ কালারের একটি Install বাটন আছে।
ওটাতে ক্লিক করুন যদি আপনার Gmail ID লগইন করা থাকে তাহলে একটি ড্রপ ডাউন মেনু আসবে। ওখানে দেখবেন আপনার আপনার Android এর মডেল সহ কি সিম ব্যবহার করছেন সেটা দেখাচ্ছে।
যদি একাদিক ফোনের Play Store আপনার এই আইডি ব্যবহার হয়ে থাকে তাহলে সব গুলা Device এর মডেল শো করবে।
এখন ওটাতে ক্লিক করে আপনার হ্যান্ডসেট সিলেক্ট করে ইন্সটল বাটনে ক্লিক করুন। কাজ শেষ দেখবেন কিছুক্ষণ পরে আপনার ফোনে। অ্যাপ অটোম্যাটিক ইন্সটল শুরু হচ্ছে।
নোটঃ এখানে একটি বিষয় মনে রাখতে হবে আপনার ফোনের ডেটা কানেকশন অন রাখতে হবে। তা না হলে কিন্তু অ্যাপ ইন্সটল হবে না।

https://youtu.be/TxFaL2-LKHY

0 comments:

Post a Comment