Saturday, 27 August 2016

প্রেরিত মেইলটি ভুল সেন্ড হয়েছে ? এখন কি উপায় !! — ঊপায় আছে।।

আসসালামু আলাইকুম।

 সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন।

আজকের টিউনটা মুলত ইমেইল Handling এর উপর। যদিও অনেকের এই বিষয়টি জানা, তারপরও যারা জানেননা তাদেত জন্য।
ভুল কখনই ভাল না। একটি ভুল কখনো কখনো মারাক্তক হয়ে যাই যা আপনার কেরিয়ার, পেশা, ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন ওঠে।

ধরুন এক্ষণই একটি সিভি পাঠাতে হবে বা বস এর একটি রিপোর্ট এক্ষণই চাই অথবা আপনাকে একটি গুরুত্বপূর্ণ মেইল এক্ষণই পাঠাতে হবে। আপনি তাড়াতাড়ি করে মেইল লিখে পাঠিয়ে দিলেন তারপর দেখলেন মেইল এর মধ্যে ভুল ছিল অথবা Attachment দিতে ভুল হয়ে গেছে। এখন তো মাথাই হাত !! মেইলতো সেন্ড হয়ে গিয়েছে এখন কি উপায় !! 

কোন উপায় আছে কি ??
হ্যাঁ ঊপায় আছে।

প্রথমে আপনার ইমেইল (gmail) টি ওপেন করুন।
 

তারপর gmail এর সেটিং অপশন এ যান-
 

তারপর জেনেরাল সেটিং- নিচের ছবির মতো UNDO SEND এ  যান ও টিক দিন। নিচের ছবির মত।



তারপর Send Cancellation Period Select করুন ৩০ সেকেন্ড বা বেশি যা আপনার ইচ্ছা।
তবে মনে রাখবেন-
 

Cancellation Period যেটা Select করেছেন, (ধরুন ৩০ সেকেন্ড) এর মধ্যেই UNDO SEND করতে হবে। এর পরে আর UNDO SEND হবে না।


এখন কথাও মেইল করলে উপরের ছবির মতো আসবে আর আপনি চাইলেই ভুল মেইলটিকে  UNDO করে ফেরত নিতে পারেন।

ধন্যবাদ সবাইকে। সবাই ভাল থাকবেন।
TUNE টি কাজে আসলে সবার সাথে শেয়ার করুন

0 comments:

Post a Comment