Thursday 17 November 2016

Windows 10 Anniversary আপডেটের পর কিভাবে আপনার হার্ডডিস্ক থেকে পুরনো Windows এর ফাইলগুলো ডিলিট করবেন ?

আপনারা যারা Windows 10 বাবহার করেন তারা হয়ত জানেন windows 10 এই বছরের আগস্ট মাসের ২ তারিখ windows 10 এর একটি নতুন আপডেট রিলিজ করে. নামে এটা windows 10 হলেও কেউ কেউ এটাকে অপ্রকাশিত windows 11 ও বলে থাকেন.

কারণ পূর্বের windows 10 এর সাথে এর চোখে পরার মত কিছু পার্থক্য় রয়েছে. মূল পার্থক্য হলো এর ইন্টারফেসে.

নতুন windows 10 এর এই আপডেটের সাথে পুরনো windows 10 কিছুটা পার্থক্য় রয়েছে. একে windows 10 Anniversary update বলা হয়ে থাকে. এটার built in version হলো 1607. আর পুরনো windows 10 এর built in version ছিলো 1511.

যাক অনেক পরিচিতি হলো. এবার আসা যাক মূল কথায়.

এই windows 10 আপডেট কি প্রয়োজনীয় ?

এটি আপডেট না করলে কি কোনো সমস্যা হবে ?

আপনাদের মনে নিশ্চয় এই ধরনের প্রশ্ন উকি দিচ্ছে ? তাদের জন্যে বলে রাখি.. এই আপডেট না দিলেও কোনো সমস্যা হবে না.

তবে যারা আমার মত নতুনত্ব পছন্দ করেন তারা এই আপডেটটি করে নিতে পারেন. তবে হ্যা এটি ডাউনলোড করতে আপনাকে প্রায় ৩জিবি এর মত ডাটা খরচ করতে হবে. এবং হ্যা এটি আলাদাভাবে ডাউনলোড করতে হবে না. 

window update এর সাথে এটি অটোমেটিক ডাউনলোড + ইনস্টল হয়ে যাবে.

এবার আসা যাক আজকের টিউন এর টপিকে. এই আপডেট ইনস্টল দেয়ার পর দেখবেন আপনার হার্ডডিস্ক এর প্রায় ১৮ জিবি জায়গা খরচ হয়ে গেছে.

এর কারণ হলো পুরনো windows 10 টি আপনার পিসিতে সংরক্ষিত হয়ে গিয়েছে.  এই অপ্রয়োজনীয় জায়গা কিভাবে খালি করবেন. তাই-ই দেখানো হয়েছে নিচের এই ছোট্ট ভিডিওটিতে.



ধন্যবাদ

0 comments:

Post a Comment