Thursday 17 November 2016

খুব সহজে আপনার পিসিতে যেকোন ওয়েবসাইট ব্লক করুন সকল ব্রাউজার থেকে

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন?
 

আশা করি শীতের ঠান্ডা আবহাওয়ায় গ্রামবাসীরা কম্বলের নিচে আর শহরবাসী শীতের অপেক্ষার প্রহর গুনছেন।
আজকে আপনাদের কাছে পুরোনো ছোট কিন্তু দরকারী একটি টিপস শেয়ার করতে এসেছি।

 

আর সেটা হল কিভাবে আপনার পিসিতে যে কোন ওয়েবসাইট ব্লক করবেন। সেটি কোন ব্রাউজার দিয়েই ওপেন করতে পারবে না।
 

কাজটি খুবই সহজ
 

প্রথমে আপনাকে আপনার কম্পিউটারের সিস্টেম ড্রাইভে (যে ড্রাইভে আপনি উইন্ডোজ ইনস্টল করেছেন) যেতে হবে।
 

সিস্টেম ড্রাইভে যাওয়ার পর যথাক্রমে Windows ফোল্ডার > System 32/64 ফোল্ডার >> drivers ফোল্ডার >>> etc ফোল্ডারে আসুন
 

এখানে hosts নামে একটি ফাইল পাবেন।
 

এই ফাইলটিকে notepad বা notepad++ দিয়ে খুলুন।
 

ফাইলটি নোটপ্যাডে ওপেন হওয়ার পর এখানে টাইপ করুন 127.0.0.1

তারপর একটি স্পেস দিয়ে আপনার ওয়েবসাইটি লিখুন। উদাহরণ: 127.0.0.1 তাপর File মেনুতে ক্লিক করে Save এ ক্লিক করে ফাইলটি সেভ করে নিন।

ব্যাস খুব সহজেই ওয়েবসাইটটি আপনার পিসিতে ব্লক হয়ে গেল।
 

কেউই আর আপনার পিসিতে কোন ব্রাউজার দিয়েই উক্ত ওয়েবসাইটটি ভিজিট করতে পারবে না।
 

বুঝতে সমস্যা হলে ভিডিওটিতে দেখুন

0 comments:

Post a Comment