Tuesday 15 November 2016

দেখেনিন কিভাবে আপনি আপনার Internet Router কে Android Phone এর মাদ্ধমে Control করবেন।


আসসালামু আলাইকুম

হ্যালো আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আসা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আমার আজকের টিউন টি Android Phone এর জন্য আবার আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর জন্যউ বলতে পারেন।

কারন আজকের টিউনে আপনাদের যা দেখাব তা হল আপনারা কিভাবে আপনাদের TP-Link  Router কে Control করবেন।

তাহলে চলুন শুরু করা যাকঃ

আমরা অনেকেই ইন্টারনেট শেয়ার করার জন্য বা WIFI ব্যবহার করারা জন্য TP-Link Router ব্যবহার করে থাকি।

তো আপনি আপনার Router থেকে কাদের কে ইন্টারনেট শেয়ার করেছেন এবং আপনার Router থেকে কয় জন ইন্টারনেট গ্রহন করছে এই সকল হিসাব রাখতে পারবেন খুব সহজে শুধু আপনার স্মার্ট ফোন(Android Phone) ব্যবহার করে।

এখনঃ

প্রথমে আপনাদের একটি আপ্পস এর প্রয়োজন হবে।

এপ্পসটির নাম Tether

১,  প্রথমে আপনার TP-Link Router এর সাথে WIFI এর মাদ্ধমে আপনার Phone কে Connect করে নিনঃ

২, এখন এখান থেকে এপ্পসটি ডাউনলোড করে নিনঃ

>>>>>>>>>>>>>>>>>>>>Download<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

আপনি চাইলে এটি Apkpure থেকেও নামিয়ে নিতে পারেনঃ

>>>>>>>>>>>>>>>>>>>>Download<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

৩, তারপর সাধারন ভাবে Install করে নিনঃ

৪, এখন এপ্পসটি ওপেন করুনঃ

৫, তারপর আপনাকে Let’s get Start এ ক্লিক করতে হবেঃ

আপনার সামনে ঠিক এমন  উইন্ডো ওপেন হবেঃ





৬, এখানে দেখুন আপনার Router এর Model Show করতিছে।

এখন Model এর অপর ক্লিক করুনঃ

আপনার User Name & Password দিন। তারপর Log in করুনঃ





৭, Log in করার পর আপানার সামনে ঠিক এমন একটি উইন্ডো আসবে।

এবং আপনার Router থেকে কাদের আপনি নেট শেয়ার করছেন এবং তারা Active আছে কি না এখানে দেখাবে।



৮, যারা আপনার Router থেকে ইন্টারনেট ব্যবহার করছে আপনি চাইলে চাইলে তাদের এখান থেকে তাদের ইন্টারনেট বন্ধ করে দিতে পারেন।




আরও অনেক কিছু আছে যা আপনি এখান থেকে করতে পারেন।

আমার কথার মানে আপনি এখান থেকে আপনার Router এর সব কিছু Control করতে পারেন।

আশা করি আপনাদের ভাল লেগেছে।

যদি এখানে বুঝতে সমস্যা হয় তাহলে আপনাদের জন্য ভিডিও বানিয়েছি তা দেখে নিতে পারেনঃ


0 comments:

Post a Comment