Wednesday 16 November 2016

খুব সহজেই তৈরি করে ফেলুন আপনার ইউটিউব চ্যানেলের ট্রেইলার, কোন রকম এডিটিং দক্ষতা ছাড়াই! (ভিডিও সহ)

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি

আমি ইকরাম হোসেন বরাবরের মতই আপনাদের সামনে একটি ভিডিও টিউটরিয়াল নিয়ে হাজির হলাম।

আজ আমি দেখাবো কিভাবে কোন রকম এডিটিং দক্ষতা ছাড়াই খুব সহজে অনলাইনে কাজ করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি আকর্শনীয় ট্রেইলার অথবা ইন্ট্রো, আউট্রো ভিডিও তৈরি করবেন।



চলুন শুরো করা যাকঃ
 

১.প্রথমে এই লিংকে একটা নিউ ট্যাব খুলুন
 

২.আপনার পছন্দ মত একটা টেমপ্লেট বাছাই করুন
 

৩.ভিডিও রেজুলেশন ঠিক করে নিন
 

৪.এডিট অপশন থেকে লেখা চেঞ্জ করে নিন
 

৫.লেখা এর কালার ঠিক করে নিন
 

৬.ভিডিও পজিসন ঠিক করে নিন
 

৭.ডাইনলোড আইকনে ক্লিক করে ভিডিওটি রেনডার করে নিন
 

৮.রেনডার কম্পিট হলে ট্রেইলারটি ডাউনলোড করে নিন

ব্যাস পেয়ে গেলেন আপনার কাঙ্খিত ইউটিউব চ্যানেল ট্রেইলার

বিস্তারিত বুঝার জন্য টিউটরিয়ালটি ভিডিও আকারে দেখুন

0 comments:

Post a Comment