Tuesday 11 April 2017

কিভাবে কম্পিউটারের Right Click Menu তে আপনার ইচ্ছামত Application Add করবেন।

সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন।

আজ একটা ছোট বিষয নিয়ে আলোচনা করছি। আশা করি সাথেই থাকবেন। 

কম্পিউটারের ডেস্কটপে রাইট ক্লিক করার সময় ডিফল্টভাবে কিছু এপ্লিকেশন সেট করা থাকে। কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছামত Application add করতে পারবেন।

যেমন আপনি যদি চান তাহলে রাইট ক্লিক মেনুতে আপনি new folder or comment promote িএড করবেন তাহলে তাও এড করতে পারবেন।

অথবা Microsoft word, excel বা আরো কিছু এপ্লিকেশন এড করবেন তা করতে পারবেন।

তার জন্য নিচের স্টেপগুলো ফলো করেন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনি নিচের ভিডিও দেখতে পারেন।


স্টেপ ০১ :

প্রথমে আপনি Right Click enhence নামের একটা সফটওয়্যার বা এপ ডাউনলোড করুন এবং ইন্সষ্টল করুন। 

সফওয়্যারের লিংক এর জন্য ভিডিও Description এ URL দেওয়া আছে সেখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড কররে নিন।

এবং ইন্সষ্টল করে আপনার পছন্দমত এপ্লিকেশন সিলেক্ট করে নিন।

ভিডিও দেখুন



ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

0 comments:

Post a Comment