Saturday, 22 April 2017

এবার আপনার পিসিতে 152 টি পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করুন একটিমাত্র সফটওয়্যর ইনস্টল করে। আপনার দরকারি সব সফটওয়্যার পাবেন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালই আছেন। 

আমি মহান আল্লাহর কৃপায় খুব ভালই আছি। আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার অনেক পছন্দের একটি ইউসফুল সফটওয়্যারের সাথে। 

যেদিন থেকে পোর্টেবল সফটওয়্যার সম্পর্কে জেনেছি ওই দিন থেকেই আমার দরকারি সব সফটওয়্যার এর পোর্টেবল বানিয়ে নিয়েছি। 

মাঝে মাঝে ভাবি পিসির সব সফটওয়্যার যদি পোর্টেবল হত তাহলে কি ভালই না হত। 

পোর্টেবল সফটওয়্যারের আসল সুবিধাটা হল আপনার পিসিতে ১০ হাজার সফটওয়্যার রাখলেও আপনার পিসি ১% স্লো হবার সম্ভাবনা নেই। 

মানে একটা অডিও গান যে পরিমান পিসি স্লো করে সেই পরিমান একটা পোর্টেবল সফটওয়্যার স্লো করে।

যাই হোক আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এই মজার সফটওয়্যার এর সাথে যা কিনা ১৫২ টি পোর্টেবল সফটওয়্যার তার পেটে পুরে রাখবে।


Liberkey


এটি নিজেও একটি পোর্টেবল সফটওয়্যার আসুন আমরা এর বিস্তারিত ব্যবহারবিধি জেনে নেই।


প্রথমে এখান থেকে  সফটওয়্যারটি নামিয়ে নিন  সফটওয়্যার সাইজ ৪ এমবিমাত্র। তারপর স্বাভাবিক নিয়মে ইনস্টল করে ফেলুন।


তারপর ওপেন করুন নীচের মত Liberkey tools এ ক্লিক করুন।


এবার manage application এ ক্লিক করুন তারপর  install an application suite এ ক্লিক করুন।
এবার নীচের মত Download the list of available suites এ ক্লিক করুন:>)

তারপর নীচের মত ultimate suite এ ক্লিক করুন  এবং আপনার দরকারি সব সফটওয়্যার মার্ক করে নিন। 

তারপর Install all application in the selected  suite এ ক্লিক করুন।

ব্যাস এবার আপনার দরকারি সব সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে তারপর ইনস্টল  করে নিন। 

তারপর আপনি আপনার দরকারি সব সফটওয়্যারের পোর্টেবল ভার্সন liberkey সফটওয়্যারটি ওপেন করলে পেয়ে যাবেন।:>)
আপনি আপনার পোর্টেবল সফটওয়্যারগুলো liberkey নামের এই ফোল্ডার এ পেয়ে যাবেন নীচের স্ক্রীনশট দেখুন।
আপনি চাইলে এখান থেকে আপনার পোর্টেবল সফটওয়্যারগুলো আপনার অন্য ড্রাইভ এ সংরক্ষণ করে রাখতে পারেন।

যারা এখনও ডাউনলোড করেন নি তারা নীচ থেকে ডাউনলোড করে নিন

সফটওয়্যার সাইজ  : 4.5 MB

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

 দেখে নিন কি কি সফটওয়্যার পোর্টেবল ভার্সন এ পাবেন এই সফটওয়্যারের মধ্যে

আজ এই পর্যন্তই ভাল থাকবেন সবাই। দেখা হবে আগামী টিউনে। আল্লাহ হাফেজ

ডাউনলোড করে নিন IDM V6.27 build 6 final ভার্সন এবং ফুল ভার্সন করার পদ্ধতি সহ

0 comments:

Post a Comment