Thursday 20 April 2017

হঠাৎ করে উইন্ডোজ ১০ এ পিসির Desktop খুজে পাচ্ছেন না ? Tablet থেকে Desktop এ ফিরে আসুন।


আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আশা করি সবাই ভাল আছেন।

আজ আমরা জানব কিভাবে উইন্ডোজ ১০ এ Tablet mode থেকে Desktop mode এ ফিরে আসা যায়।

হঠাৎ করে উইন্ডোজ ১০ এ পিসির  Desktop খুজে পাচ্ছেন না ?

আপনার পিসির ইন্টারফেস  উইন্ডোজ ৮ এর মত হয়ে গেছে ?

Action Center bar এর পরে Desktop অপশনও নেই ?

তাহলে গেলো কোথায় Desktop ?



না কোনো টেকনিক্যালি সমস্যা নয়।

আপনার পিসি অটোমেটিক্যালি Desktop মোড থেকে Tablet মোডে সুইস হয়েছে।

No tension ! Tablet থেকে Desktop এ ফিরে আসুন। কি ভাবে ?
  • উইন্ডোস এর সেটিংস এ যান।

  • System > Tablet mode এ প্রবেশ করুন।

  • Default হিসেবে When I sign in এ appropriate mode for Hardware থাকার কথা।

  • থাক আর না থাক Tablet Mode  এর পরিবর্তে Use Desktop Mode নির্বাচন করুন।
  • Automatic switches tablet mode এ Always Ask me before switching নির্বাচন করুন।
  • ব্যাস ! এবার পিসি রিস্ট্রাট দিন আর Desktop এ ফিরে আসুন।

  • চাইলে আপনি When I sign in এ appropriate mode for Hardware  পুনরায় সেট করে রাখতে পারেন।
  •  প্রয়োজনে নিচের ভিডিওটা দেখে নিন।


সবাইকে ধন্যবাদ।

0 comments:

Post a Comment