Saturday 8 April 2017

অ্যান্ড্রয়েড দিয়ে তৈরি করুন ফিল্মোরার মতো হোয়াইটবোর্ড অ্যানিমেশন

অাসসালামু আলাইকুম,

সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন অাছেন।

অাশাকরি ভালো অাছেন, অামিও ভালো।

বন্ধুরা অামার অাজকের টিউনের বিষয় হচ্ছে কিভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফিল্মোরার মতো হোয়াইটবোর্ডের অ্যানিমেশন তৈরি করবেন।

বন্ধুরা অামি ভিডিওস্ক্রিব নামের অ্যানড্রয়েড অ্যাপসটির কথা বলছি।

তবে এই ভিডিওস্ক্রিব অাপনি প্লে-স্টোরে পাবেন না।

আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি ডাউনলোড করে নিবেন।

↓→ডাউনলোড লিংক←↓

যেভাবে ব্যবহার করবেনঃ

১. অ্যাপসটি খুলুন

২. প্রথমবার ইন্টারনেট চালু রাখতে হবে [ কিছু ফাইল ডাউনলোডের জন্য]

৩. ফাইলগুলো অটোমেটিক ডাউনলোড হবে এবং অাপনি ভিডিওস্ক্রিবের মূল ফেচারে প্রবেশ 
করবেন

৪. + বাটনে ক্লিক করুন

৫. অাাপনি কিছু আইকন দেখতে পাবেন ছবি, টেক্সট, কিংবা অডিও যুক্ত করার

৬. টেক্সট কিংবা ছবিতে ক্লিক করুন

৭. অাপনার পছন্দের কিছু লিখুন

৮. কালার সিলেক্ট করে ঠিক চিহ্ন তে ক্লিক করুন

৯. এবার লেয়ারটির ওপরে ক্লিক করে একটি প্লে বাটন পাবেন সেখানে ক্লিক করুন

১০. দেখুন অাপনার তৈরি প্রজেক্টের অংশবিশেষ একেবারে ফিল্মোরার মতো।

বি দ্র: আপনি আপনার প্রজেক্ট সংরক্ষন করতে পারবেন না তবে অন্য উপায় অাছে

যেভাবে সংরক্ষন করবেন:

১. স্ক্রিন রেকর্ডার অন করে অাপনার তৈরি প্রজেক্ট প্লে করুন এবং স্ক্রিন রেকর্ড করুন

২. স্ক্রিন রেকর্ড করা প্রজেক্ট সেব করুন

৩. কাইনমাস্টারে সেই স্ক্রিন রেকর্ডটা ক্রোপ করে প্লে বাটনগুলো সরিয়ে নিন

৪. অাপনার কাজ শেষ এবার অাপনার প্রজেক্ট ব্যবহার করতে পারবেন

এই গুরুত্বপূর্ন অ্যাপসটি নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল

যা দেখে অাপনারা সহজে বুঝতে পারবেন।



→↓ টিউন ভালো লাগলে শেয়ার করুন

→↓ সমস্যা হলে কিংবা কোন কিছু জানতে চাইলে টিউমেন্ট করুন

ভালো থাকুন, সুস্থ থাকুন

অার সাথেই থাকুন।

0 comments:

Post a Comment