আমি আজ আপনাদের দেখাব শুধু মাএ ২টি Code Use করে ব্লগ সাইটের কপি পেস্ট বন্ধ করা।
আর হ্যা যারা যানেন তাদের না দেখাই ভাল আর যানেন না তারা সম্পূণ টিউন মনোযোগ দিয়ে পড়ুন।
যাদের ব্লগ সাইট আছে তাদের এবং যারা নতুন ব্লগ সাইট তৈরী করবেন তাদের এই পদ্ধতি অনুস্বরন করা অনেক দরকার।
প্রথম পদ্ধতি ঃ
ব্লগ সাইটের সকল টেক্সট কপি Disable করার জন্য এই অামার ১ম পদ্ধতি অবলম্বন করুন বিস্তারিত বোঝার জন্য আপনাকে নিচের ভিডিওটি একটু কষ্ট করে দেখতে হবে
বিঃদ্রঃ আমি পূবে ব্লগ সাইটের সকল টেক্সট কপি Disable করা নিয়ে টিউন করেছিলাম তাই ২টি আলাদা আলাদা ভিডিও
দ্বিতীয় পদ্ধতি ঃ
ব্লগ সাইটের Mouse এর Right-Button Click Disable করার জন্য এই অামার ২য় পদ্ধতি অবলম্বন করুন বিস্তারিত বোঝার জন্য আপনাকে নিচের ভিডিওটি একটু কষ্ট করে দেখতে হবে
কিভাবে কাজটি করতে হয় আশা করি তা সবাই বুঝতে পেরেছেন সামনেতে আর নতুন কিছু নিয়ে হাজির হব তত দিন সবাই সুস্থ থাকুন ভাল থাকুন আল্লাহ্ হাফেজ।
আমাদের দেশের অধিকাংশ স্মার্ট ফোন ইউজারই এন্ড্রয়েড ইউজার। আর যার অধিকাংশই দুই সিম বা ডুয়েল সিম সাপোর্ট করে।
ডুয়েল সিম সাপোর্ট করলেও স্মার্ট ফোন গুলোতে একি এপস দুইটা ইউস করা যায় না। কিন্তু দেখা যায় অনেক সময় একি এপস দুই বা তার অধিক প্রয়োজন হয়ে পরে। যেমন ধরুন "ফেসবুক" এপস টি বা "ম্যাসেঞ্জার" এপসটি। আমাদের অনেকের একের অধিক ফেসবুক আইডি থাকে। কিন্তু একের অধিক ফেসবুক এপ্স ব্যবহার করা সম্ভব নয় একি ফোনে। আজ তাই আপনাদের জন্য আমি নিয়ে এলাম এমন একটি এপস যার মাধ্যমে আপনি সহজেই যে কোন এপ্স সহজেই ক্লোন করতে পারবেন। আর ইউজ করতে পারবেন একের অধিক যেকোন আইডি। একি সাথে আপনি এই এপ্স দিয়েই আপনার ক্লোন করা এপ্স গুলোর আইকোন ও নাম চেঞ্জ করে নিতে পারবেন। যার ফলে আপনি সহজেই বুঝতে পারবেন কোনটি আসল এপ্স কোনটি ক্লোন। এর নাম App Cloner। আর আমি আপনাদের যেই লিংকটি দিচ্ছি তা এই এপের প্রিমিয়াম ভার্সন। যা সম্পুর্ন ফ্রীতে। এপটি ইউজ খুবিই সহজ তবুও যদি না বুঝে থাকেন তবে ইউটিউবে ভিডিওটি দেখতে পারেন। এর ফলে আপনার কাছে আরো সহজ বধ্য হয়ে এপটি ইউজ করা।
প্রথমে diskdigger নামে একটা সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করে নিন।
এই সফটওয়্যারটির ডাউনলোড লিংক নিচের ভিডিও Description এ আছে সেখান থেকে ডাউনলোড করে নিন। তার পর সফটওয়্যারটি ওপেন করুন।
এবং সেই সফটওয়্যারটি ফ্রি এবং পেইড দুটি ভার্সন আছে। তবে ফ্রি ভার্সন দিয়েও আপনি আপনার ডিলিট করা ডাটা বা ফাইল উদ্ধার করতে পারবেন।
সফটওয়্যারটি ওপেন করার পর দেখবেন আপনার পিসির সব ড্রাইভ SHOW করবে, সেই সাথে যদি আপনার পেনড্রাইভ বা মেমরী কার্ড আপনার পিসিতে কানেক্ট করেন সেই ড্রাইভগুলোও দেখাবে।
এখন আপনি যে ড্রাইভ, পেনড্রাইভ বা মেমরী কার্ড এর ডাটা ডিলিট করে দিয়েছেন সেই ড্রাইভটা সিলেক্ট করুন তারপর দেখবেন আপনার ডিলিট হওয়া সকল ডাটা Show করছে।
এখন সেই ডাটাগুলো সিলেক্ট করে Recover File বাটনে ক্লিক করুন।
তারপর ফাইল সেভ করার জন্য একটা উইন্ডো ওপেন হবে।
দেখবেন সেই ড্রাইভে Recover নামে একটা ফোল্ডার তৈরী হবে তার ভিতরে দেখবেন আপনার Delete হওয়া ফাইল গুলো।
১) ওয়েব হোস্টিং সাইট থেকে (ছোট বিজনেস এবং মার্কেটিং এর জন্য)
২) ইমেইল হোস্টিং সাইট থেকে (বড় বিজনেস এবং মার্কেটিং এর জন্য)
৩) নিজেস্ব ইমেইল সার্ভার [vps অথবা dedicated hosting থাকা লাগবে] তৈরি করে (ইমেইল প্রভাইডারদের ক্ষেত্রে)
নিচের দুটো খুবই সময় সাপেক্ষ এবং ব্যায় বহুল।
বিশেষ করে কেউ যদি VPS (Virtual Private server) দিয়ে নিজের ইমেইল সার্ভার তৈরি করতে চান বা ইমেইল প্রভাইডার হওয়ার সখ জাগে সেক্ষেত্রে আপনাকে বেশ সময় এবং টাকা নিয়ে নামতে হবে।
ইমেইল হোস্টিং এর ক্ষেত্রে আপনাকে বেশি সময় দিতে হবে না বরং আপনার কম্পানি আপনার জন্য সব ঠিক করে রেথেছে আপনি শুধু আপনার টাকা এবং ডোমেইন দিবেন আর ইচ্ছে মত ইমেইল এড্রেস তৈরি করবেন।
আর ওয়েবহোস্টিং গুলো আপনাকে সল্প পরিসরে কিছু ইমেইল এড্রেস দিবে। এবং সেটা দিয়ে আপনার ছোট খাটো বিজনেস বা অনলাইন মার্কেটিং ভালো ভাবে হয়ে যাবে।
বিশেষ করে যারা ফ্রি নিজেস্ব ইমেইল এড্রেস চান। আজকের টিউটরিয়ার শুধু তাদের জন্য।
টিউটরিয়ালের জন্য আমাদের ফ্রি হোস্টিং সাইট লাগবে যেটা আমরা ঈহোস্ট থেকে নিব।
এবং একটা ডোমেইন লাগবে। যেটা আমরা ফ্রিনোম থেকে নিব।
আজ আলোচনা করব কিভাবে আপনার পিসির USB Port ডিজেবল করবেন এবং তা কিভাবে Enable করবেন।
তার আগে বলে নেই USB Port কেন ডিজেবল করবেন? অনেক সময় দেখা যায় আপনার পিসিতে বিভিন্ন সময় অন্যেরা পেনড্রাইভ বা ম্যমরী কার্ড ইউজ করে।
আর তাতেই সমস্যা। ঐসব পেনড্রাইভ ব্যবহারের কারনে অনেক সময় আপনার পিসিতে ভাইরাস ছড়িয়ে যায়। তার জন্য আপনার ব্যক্তিগত পিসি’র USB Port Disable করে রাখতে পারেন।
এটা করলে আপনার পিসিতে ভাইরাস আক্রমনের হাত থেকে রক্ষা পাবে। নিচে আমি দুইটি উপায়ে USB Port Disable পদ্দতি দেখলাম।
পদ্দতি - ০১ :
প্রথমে আপনার ডেস্কটপে MY Pc / My Computer এ রাইট ক্লিক করুন।
এখান থেকে Manage এ ক্লিক করুন। তারপর Devise Manager এ ক্লিক করুন।
তারপর নিচের দিকে দেখবেন Universial Serial Bus Controller একটা অপশন দেখবেন এটাতে ক্লিক করলে দেখা যাবে Generic USB Hub নামে দুটি অপশন আছে
এগুলোতে রাইট ক্লিক করে ডিজেবল করুন দেখবে এখন আর পোর্ট কাজ করছে না। আবার Enable করলে পোর্ট কাজ করবে।
পদ্দতি ০২ :
Run - CMD - regedit এ যাওয়ার পর দেখবেন একটা উইন্ডো ওপেন হবে।
HKEY Local Machine - System- CurrentControllset - Service - USBSTOR এখানে ক্লিক করলে দেখবেন ডান পাসের একটা উইন্ডোতে নিচে থেকে ২ নম্বর অপশন Start এ ডাবল ক্লিক করুন।
আবার নতুন একটা উইন্ডো ওপেন হবে। এখানে Value Data নামে একটা ঘর আসবে এখানে সাধারনত 3 বসানো থাকে 3 এডিট করে 4 বসিয়ে ok করুন দেখবেন
আপনাার USB Port Disable হয়ে গেছে। আবার ৪ এর পরিবর্তে ৩ বসালে এনাবল হবে।