Saturday, 29 April 2017

নিয়ে নিন ঈদের সবচেয়ে সুপারহিট মুভি শিকারি আর বাদসা দা ডন ওরজিনাল প্রিন্ট

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। 

আজ আমি নিএ এসেসি ঈদের সবচেয়ে সুপারহিট মুভি শিকারি আর বাদসা দা ডন। 

এই দুটি মুভি আগামি বছরের সেরা দুটি মুভি।

এখন অনেক মানুষ যারা এই দুটি মুভি এখনো দেখে নাই এবং নেটে পাওয়া গেলে সেটা অরিজিনাল প্রিন্ট নয়।

আজ আমি সেই দুটির মুভির লিংক দেবো একদম বিনামূলে এবং HD প্রিন্ট

নিচে লিংক দেওয়া আসে সেখান থেকে ডাউনলোড করে নীন

Shikari Movie



Badsha The Don



টিউনটি ভাল লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন।

নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা।

কোনো ভুল হলে আমাকে জানতে পারেন।

ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন

শুধু মাএ ২টি Code Use করে ব্লগ সাইটের কপি পেস্ট বন্ধ করুন ১০০% গ্যারান্টি (না দেখলে সারা জীবন পস্তাইবেন)

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি।

আমি আজ আপনাদের দেখাব শুধু মাএ ২টি Code Use করে ব্লগ সাইটের কপি পেস্ট বন্ধ করা।

আর হ্যা যারা যানেন তাদের না দেখাই ভাল আর যানেন না তারা সম্পূণ টিউন মনোযোগ দিয়ে পড়ুন।

যাদের ব্লগ সাইট আছে তাদের এবং যারা নতুন ব্লগ সাইট তৈরী করবেন তাদের এই পদ্ধতি অনুস্বরন করা অনেক দরকার।

প্রথম পদ্ধতি ঃ


ব্লগ সাইটের সকল টেক্সট কপি Disable করার জন্য এই অামার ১ম পদ্ধতি অবলম্বন করুন বিস্তারিত বোঝার  জন্য আপনাকে নিচের ভিডিওটি একটু কষ্ট করে দেখতে হবে

বিঃদ্রঃ আমি পূবে ব্লগ সাইটের সকল টেক্সট কপি Disable করা নিয়ে টিউন করেছিলাম তাই ২টি আলাদা আলাদা ভিডিও


দ্বিতীয় পদ্ধতি ঃ


ব্লগ সাইটের Mouse এর Right-Button Click Disable করার জন্য এই অামার ২য় পদ্ধতি অবলম্বন করুন বিস্তারিত বোঝার  জন্য আপনাকে নিচের ভিডিওটি একটু কষ্ট করে দেখতে হবে


কিভাবে কাজটি করতে হয় আশা করি তা সবাই বুঝতে পেরেছেন সামনেতে আর নতুন কিছু ‍নিয়ে হাজির হব তত দিন সবাই সুস্থ থাকুন ভাল থাকুন আল্লাহ্ হাফেজ।

কোনো প্রকার Apps ছাড়াই, আপনার Android ফোন দিয়ে সরাসরি টিভি দেখুন, মিস করলেই পস্তাবেন।

সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন।

চলুন কাজে নেমে পড়ি, ২জি ও ৩জি দুটোতেই চলবে, Screenshot অনুযায়ী কাজ করবেন।চলুন শুরু করি।

↓↓↓

তারপর Enter/Go দিন।


তারপর দেখুন লেখা আছে Online Live Tv channel সেখানে ক্লিক করুন।


এ রকম দেখতে পারবেন।


তারপর যেটি দেখবেন সেটিতে ক্লিক করুন।


তারপর নিচের মত,


তারপর।


তারপর দেখতে থাকুন,টিভির সাথে মিলিয়ে দেখুন,একদম সরাসরি।



AL Dawah TV

Asian TV

ATN Bangla

ATN Bangla UK

ATN Islamic TV

ATN Music

ATN News

Bangla TV UK

Bangla21TV

Banglavision

BD My Cinema

Bijoy TV

Boishakhi TV

Btv World

Channel 24

Channel i Europe

Channel S UK

Channeli

DBC News

DesheBideshe TV

Ekattor TV

Ekushey TV

GaanBangla TV

Independent TV

IQRA Bangla TV

Jamuna TV

MillenniumTV

Mohona TV

Movie BanglaTV

My TV

Natunsomoy TV

NEWS24 TV

NRB TV

Ntv Europe

Panvision TV

RTV

RTV Music

SA TV

Somoy News

Songsad TV

TBN 24 TV

Time Televison

TV ONE UK

Varendra TV

ধন্যবাদ।

ক্লোন করুন যে কোন এন্ড্রয়েড এপ্স নিজ এন্ড্রয়েড ফোন দিয়ে।

আমাদের দেশের অধিকাংশ স্মার্ট ফোন ইউজারই এন্ড্রয়েড ইউজার।

আর যার অধিকাংশই দুই সিম বা ডুয়েল সিম সাপোর্ট করে।


ডুয়েল সিম সাপোর্ট করলেও স্মার্ট ফোন গুলোতে একি এপস দুইটা ইউস করা যায় না। কিন্তু দেখা যায় অনেক সময় একি এপস দুই বা তার অধিক প্রয়োজন হয়ে পরে।

যেমন ধরুন "ফেসবুক" এপস টি বা "ম্যাসেঞ্জার" এপসটি।

আমাদের অনেকের একের অধিক ফেসবুক আইডি থাকে। কিন্তু একের অধিক ফেসবুক এপ্স ব্যবহার করা সম্ভব নয় একি ফোনে।


আজ তাই আপনাদের জন্য আমি নিয়ে এলাম এমন একটি এপস যার মাধ্যমে আপনি সহজেই যে কোন এপ্স সহজেই ক্লোন করতে পারবেন।


আর ইউজ করতে পারবেন একের অধিক যেকোন আইডি।


একি সাথে আপনি এই এপ্স দিয়েই আপনার ক্লোন করা এপ্স গুলোর আইকোন ও নাম চেঞ্জ করে নিতে পারবেন।

যার ফলে আপনি সহজেই বুঝতে পারবেন কোনটি আসল এপ্স কোনটি ক্লোন।

এর নাম App Cloner


আর আমি আপনাদের যেই লিংকটি দিচ্ছি তা এই এপের প্রিমিয়াম ভার্সন। যা সম্পুর্ন ফ্রীতে।


এপটি ইউজ খুবিই সহজ তবুও যদি না বুঝে থাকেন তবে ইউটিউবে ভিডিওটি দেখতে পারেন।


এর ফলে আপনার কাছে আরো সহজ বধ্য হয়ে এপটি ইউজ করা।

Friday, 28 April 2017

Computer,Pen-drive বা Memory Card থেকে Delete করা File বা Data ফিরিয়ে আনুন খুব সহজেই।











আসসালামু আলাইকুম। নিশ্চই সবাই ভাল আছেন। 

আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলে অনেক সময় Computer বা Pendrive অথবা মেমরী কার্ড থেকে Delete হয়ে যায় অনাকাঙ্কিত ভাবে। 

আজ দেখাব কিভাবে খুব সহজে আপনার ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনবেন।

প্রথমে diskdigger নামে একটা সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করে নিন। 

এই সফটওয়্যারটির ডাউনলোড লিংক নিচের ভিডিও Description এ আছে সেখান থেকে ডাউনলোড করে নিন। তার পর সফটওয়্যারটি ওপেন করুন। 

এবং সেই সফটওয়্যারটি ফ্রি এবং পেইড দুটি ভার্সন আছে। তবে ফ্রি ভার্সন দিয়েও আপনি আপনার ডিলিট করা ডাটা বা ফাইল উদ্ধার করতে পারবেন।

সফটওয়্যারটি ওপেন করার পর দেখবেন আপনার পিসির সব ড্রাইভ SHOW করবে, সেই সাথে যদি আপনার পেনড্রাইভ বা মেমরী কার্ড আপনার পিসিতে কানেক্ট করেন সেই ড্রাইভগুলোও দেখাবে। 

এখন আপনি যে ড্রাইভ, পেনড্রাইভ বা মেমরী কার্ড এর ডাটা ডিলিট করে দিয়েছেন সেই ড্রাইভটা সিলেক্ট করুন তারপর দেখবেন আপনার ডিলিট হওয়া সকল ডাটা Show করছে। 

এখন সেই ডাটাগুলো সিলেক্ট করে Recover File বাটনে ক্লিক করুন। 

তারপর ফাইল সেভ করার জন্য একটা উইন্ডো ওপেন হবে। 

দেখবেন সেই ড্রাইভে Recover নামে একটা ফোল্ডার তৈরী হবে তার ভিতরে দেখবেন আপনার Delete হওয়া ফাইল গুলো।

বুঝতে সমস্যা হলে ভিডিওটি দেখে নিন :

Thursday, 27 April 2017

Gmail yahoo বাদ দেন। এখন ফ্রিতে নিজেই তৈরি করুন নিজের ইমেল এড্রেস আর কাজে লাগান শত শত ফেসবুক টুইটার বা যেকোন একাউন্ট খুলতে।

জিমেইল বা ইয়াহু বা আউটলুক যাই খুলতে যাননা কেন প্রথমে চাইবে আপনার মোবাইল নম্বর।

তারপরে তো একাউন্ট খুলতে কত কিছুই না লিখতে হবে। নাম ঠিকানা। আবার আপনার ইচ্ছে মত নামও নিতে পারবেন না। কারন কেউ না

কেউ আগে থেকে সে নাম নিয়ে বসে আছে। পরবর্তীতে আসলো ডিসপজেবল ইমের এড্রেস। কিন্তু সেখানেও ঝামেলা। একেতো

এটা ওপেন। অর্থাত্ যে কেউ আপনার একাউন্টে ঢুকতে পারবে তারপর আবার "ডিসজেবল"- মানে একবার হারালে আর ফিরে পাবেন না।

এভাবে তো আর পারা সম্ভব নই।

বিশেষ করে যারা অনলাইনে মার্কেটিং বা বিজনেজ বা এফিলিয়েট এ জড়িত তাদের বিভিন্ন একাউন্ট তৈরি করতে অজস্র ইমেইল একাউন্ট থাকা লাগে।

যতক্ষন না সেটা ব্লক হয়।

কিন্তু জিমেল ইয়াহু দিয়ে অজস্র একাউন্ট খোলা কঠিন ব্যাপার আর ডিসপজেবল ইমেলের তো কোন ব্যাংক ব্যালেন্স।

এটা হ্যাকও করা লাগেনা।

ইমেল যে পাবে একাউন্ট তার।

আমি ডিসপজেবল ইমেল ব্যবহার করে আমার অনেক গুলো ফেবু একাউন্ট হারিয়েছি। এটা কেবল ওয়ানটাইম ইউজের জন্য ভালো।

কিভাবে ইমেইল একাউন্ট পেতে পারি:


এবার আসি আসল কথাই। ইমেল এড্রেস আমরা ২ ভাবে পেতে পারি।
  • ১) ফ্রি ইমেইল প্রভাইডার (যেমন: gmail, yahoo, outlook, aol)
  • ২) নিজেস্ব ইমেইল এড্রেস

নিজেস্ব ইমেল একাউন্ট তৈরির পদ্ধতি:


এই নিজেস্ব ইমেইল এড্রেস আমরা পেতে পারি ৩ ভাবে
  • ১) ওয়েব হোস্টিং সাইট থেকে (ছোট বিজনেস এবং মার্কেটিং এর জন্য)
  • ২) ইমেইল হোস্টিং সাইট থেকে (বড় বিজনেস এবং মার্কেটিং এর জন্য)
  • ৩) নিজেস্ব ইমেইল সার্ভার [vps অথবা dedicated hosting থাকা
    লাগবে] তৈরি করে (ইমেইল প্রভাইডারদের ক্ষেত্রে)
নিচের দুটো খুবই সময় সাপেক্ষ এবং ব্যায় বহুল। 

বিশেষ করে কেউ যদি VPS (Virtual Private server) দিয়ে নিজের ইমেইল সার্ভার তৈরি করতে চান বা ইমেইল প্রভাইডার হওয়ার সখ জাগে সেক্ষেত্রে আপনাকে বেশ সময় এবং টাকা নিয়ে নামতে হবে।

ইমেইল হোস্টিং এর ক্ষেত্রে আপনাকে বেশি সময় দিতে হবে না বরং আপনার কম্পানি আপনার জন্য সব ঠিক করে রেথেছে আপনি শুধু আপনার টাকা এবং ডোমেইন দিবেন আর ইচ্ছে মত ইমেইল এড্রেস তৈরি করবেন। 

আর ওয়েবহোস্টিং গুলো আপনাকে সল্প পরিসরে কিছু ইমেইল এড্রেস দিবে। এবং সেটা দিয়ে আপনার ছোট খাটো বিজনেস বা অনলাইন মার্কেটিং ভালো ভাবে হয়ে যাবে। 

বিশেষ করে যারা ফ্রি নিজেস্ব ইমেইল এড্রেস চান। আজকের টিউটরিয়ার শুধু তাদের জন্য।

টিউটরিয়ালের জন্য আমাদের ফ্রি হোস্টিং সাইট লাগবে যেটা আমরা ঈহোস্ট থেকে নিব। 


এবং একটা ডোমেইন লাগবে। যেটা আমরা ফ্রিনোম থেকে নিব। 


বাকি টুকু শিখব ভিডিতে। 

এক্ষেত্রে আপনার ইমেইল এড্রেস হবে name@yourdomain.ml কিংবা name@yourdomain.ga ইত্যাদি। 

আপনি ইচ্ছে করলেই আপনার ইমেল

এড্রেস তাত্ক্ষনিক ভাবে ডিলিট করতে পারবেন কিংবা সাথে সাথেই নতুন একটা  তৈরি করতে পারবেন  । 

যত খুশি তত ইমেইল এড্রেস তৈরি করতে থাাকেন।


ইন্টারনেটে একটি ফুল পেইজকে PDF আকারে যেভাবে সংরক্ষন করবেন কোন প্রকার সফটওয়্যার ছাড়াই।

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন।

আজকে একটি ট্রিক্স নিয়ে হাজির হলাম। মনে হয় এটা অনেকেই জানেন। তবে আমি যেভাবে দেখাবো জানি না সেভাবে কয়জনে জানেন।

আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করেন, তখন প্রায়ই কোন ওয়েব পেইজকে পিডিএফ আকারে সংরক্ষন করে রাখার প্রয়োজন হয়। 

অনেকে আবার সফটওয়্যার ব্যবহার করে সেই কাজটি করে থাকেন। 

কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই আপনি একটি ওয়েব পেইজকে PDF আকারে Save করবেন। 

তাইলে চলুন দেখা যাক কিভাবে একটি সম্পুর্ন পেইজকে পিডিএফ আকারে সংরক্ষন করা যায়।

যেভাবে করবেনঃ

  • প্রথমে আপনি যে পেইজটি PDF আকারে সংরক্ষন করতে চান সেই পেইজে যান। তার পর "Ctrl+P" চাপুন।

  • তার পর Destination এর Change বাটনে ক্লিক করুন।
  • তার পর Save as PDF এ ক্লিক করুন।
  • তার পর Save বাটনে ক্লিক করুন।

বাস কাজ শেষ। 

এভাবে আপনি যেকোন পেইজ PDF আকারে সংরক্ষন করতে পারবেন।


আজ এ পযর্ন্তই থাক। সামনে নতুন কিছু নিয়ে আসবো। 

এ বিষয়ে আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। 

যথাযত উত্তর দিতে চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।

নিয়ে নিন Latest idm 6.28 আজীবনের জন্য

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?

আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

টিউনে আমি আপনাদেরকে দেখাব কিভাবে কোন ঝামেলা ছাড়াই IDM 6.28 লাইফ টাইমের জন্য উপভোগ করা যায়।

অনেকেই idm ইনস্টল করতে পারেন কিন্ত লাইফ টাইমের জন্য Registration করতে পারেন না।

তো টিউনার’স আমরা আজ ৬.২৮ ভার্সনের আইডিএম লাইফটাইমের জন্য Registration করব।

আইডিএম সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই এখনও অপ্রতিদ্বন্দ্বী একটা ডাউনলোড ম্যানেজার যা ডাউনলোডিং এর ক্ষেত্রে আপনাকে দিবে এক নতুন অভিজ্ঞতা।

প্রথমে এই লিংক থেকে ফাইলটা ডাউনলোড করে নিন।

তারপর ফাাইলটা winrar দিয়ে extract করুন।

এবার করা ফাইটি ওপেন করে Main file (idman628build6.exe) টি Install করুন।

এখন pathe ফোল্ডার এ গিয়ে “ idm.6.x_u8-patch.exe” ফাইল এ ডাবল ক্লিক করুন তারপর নিচ Patch এ ক্লিক করে যার নামে Registration করতে চান তার নাম দিন।

কাজ শেষ, এখন Help>about idm এ গিয়ে দেখুন Registration সম্পন্ন হয়েছে।

কোন সমস্যা হলে ভিডিওটি দেখুন অথবা টিউমেন্টে জানান।


Wednesday, 26 April 2017

সকল মোবাইল(Nokia java,Lumia,Samsung,walton,symphony,Android all Mobile)ফ্ল্যাশ করার পদ্বতি একের ভিতর সব

সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন

আজকের টিউনটা যদি ভালো করে কাজে লাগাতে পারেন তাহলে জীবনে আপনাকে মোবাইলে কোন প্রয়োজনে ফ্ল্যাশ করতে দোকানে গিয়ে ৩০০-৪০০৳ ব্যয় করতে হবে না।

আজকের এই টিউনে আমি জাভা মোবাইল থিকে শুরু করে প্রায় বাংলাদেশের ব্যবহৃত সকল কম্পানি এবং এদের সকল মডেল এর মোবাইল ফ্ল্যাশ করার পদ্বতি শেয়ার করব।

তাই আপনারা কষ্ট করে টিউনটি দেখলে অবশ্যই কিছু শিখতে পারবেন।


কি কি সুবিধা থাকছে আজকের টিউনে

  • কোন মোবাইল ফ্ল্যাশ করতে আর দোকানে যাওয়ার লাগবে না।
  • নিজের যেকোন মোবাইল নিজেই ফ্ল্যাশ করতে পারবেন।
  • সাথে কোন খরচ লাগবে না শুধু আপনার ইন্টারনেট কানেকশন হলেই চলবে।
  • কোন প্রকার এক্সট্রা জিনিসপ্ত্র লাগবে না সাধারন একটা USB Cable হলেই চলবে।
  • যেকোন ধরনের মোবাইল আপনি নিজেই করতে পারবেন।

যে ধরনের মোবাইল ফ্ল্যাশ করতে পারবেন


আজকের টিউনে আমি শিখাবো নকিয়া জাভা এবং Symbian মোবাইল ফ্ল্যাশ।আন্ড্রয়েড এর সকল কম্পানির সকল মডেল ফ্ল্যাশ পদ্বতি।

এবং Nokia কিংবা Microsft Lumia ফ্ল্যাশ পদ্বতি। Samsung  এর সকল মডেল এর সেট ফ্ল্যাশ পদ্বতিতো থাকছেই।

সব মোবাইল ফ্ল্যাশ পদ্বতি সহজভাবে করব যাতে আপনাদের কোন সমস্যা না হয়।এজন্য শুধু একটি ভালো USB Cable হলেই চলবে।

তবে নজরে রাখবেন USB Cable টা যেনো ভালো হয়।কেননা দেখা অনেক USB cable দিয়ে মোবাইল চার্জ হয়ে কিন্তু কম্পিউটারে কানেক্ট হয় না।

তাই আপনার মোবাইল এর অরজিনাল USB Cable ব্যবহার করতে চেষ্টা করবেন

আমি কিভাবে আপনাদের ফ্ল্যাশ করা শিখাবো


আমি আপনাদের শিখানোর জন্য কোন প্রয়োজন ছাড়া আমার চারটা মোবাইল চার ধরনের অপারেটিং মোবাইল ফ্ল্যাশ দিয়েছি।

সেই সময় আমি ভিডিও করেছি।তাই আমি আপনাদের ভিডিও এর মাধ্যমে আজকের টিউটোরিয়াল শিখাবো।

এজন্য যে যে tools লাগবে তা আমি এখানে শেয়ার করব।যদিও আমি Youtube নতুন থাকা অবস্থায় এই ভিডিও গুলো করা

তাই Viewers দের বলব সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

তো আর কথা না বলে টিউটোরিয়ালে চলে যায়।

Android প্রায় সকল মডেল ফ্ল্যাশ পদ্বতি


এজন্য যা যা লাগব তাহল আপনার সেট এর মডেল অনুযায়ী ড্রাইভার,ফার্মওয়ার,Sp Toolsনিচে থিকে নামিয়ে নিন আপনার সেট এর মডেল অনুয়ী যে যে এই পদ্বতিতে ফ্ল্যাশ করতে 

পারবেন(SymphonyMaximus,WaltonOkapiaOppo ,LenovoMicromaxWinmaxLava)। 

আপনি চাইলেই এই মোবাইল লিংক গুলাতে ক্লিক দিয়েও firmware download করতে পারবেন।

আর আপনি এই সাইটে গিয়া আপনার সেটের যে কম্পানি এবং যে মডেল তা খুজে বের করে ডাউনলোড করেবন।

ভালো হয় আগে ভিডিওটি দেখে কাজ শুরু করলে তাহলে আপনি সব বুঝবেন,

এই ভিডিও টা দেখলেই আপনি প্রায় সকল আন্ড্রয়েড মোবাইল ফ্ল্যাশ দিতে পারবেন।

Nokia Java/Symbian মোবাইল ফ্ল্যাশ পদ্বতি


নিচে থিকে Download Tools টি ডাউনলোড করে নিন

এই ভিডিও টা দেখলেই আপনি প্রায় সকল  Nokia Java/Symbian মোবাইল ফ্ল্যাশ দিতে পারবেন।

Samsung এর সকল মডেল ফ্ল্যাশ পদ্বতি


নিচে থিকে আপনার সেটের মডেল অনুযায়ী ফাইল্গুলো ডাউনলোড করুন

এই ভিডিও টা দেখলেই আপনি প্রায় সকল  Samsung মোবাইল ফ্ল্যাশ দিতে পারবেন।

Nokia/Microsoft Lumia ফ্ল্যাশ পদ্বতি


নিচে থিকে এটা ডাউনলোড করে নিন।


এই ভিডিও টা দেখলেই আপনি প্রায় সকল  Nokia/Microsoft Lumia মোবাইল ফ্ল্যাশ দিতে পারবেন।

আপনার PC এর USB Port Disable করে রাখবেন কিভাবে।

আসসালামু আলাইকুম। সবাই নিশ্চই ভাল আছেন।

আজ আলোচনা করব কিভাবে আপনার পিসির USB Port ডিজেবল করবেন এবং তা কিভাবে Enable করবেন। 
তার আগে বলে নেই USB Port কেন ডিজেবল করবেন? অনেক সময় দেখা যায় আপনার পিসিতে বিভিন্ন সময় অন্যেরা পেনড্রাইভ বা ম্যমরী কার্ড ইউজ করে।

আর তাতেই সমস্যা। ঐসব পেনড্রাইভ ব্যবহারের কারনে অনেক সময় আপনার পিসিতে ভাইরাস ছড়িয়ে যায়। তার জন্য আপনার ব্যক্তিগত পিসি’র USB Port Disable করে রাখতে পারেন। 

এটা করলে আপনার পিসিতে ভাইরাস আক্রমনের হাত থেকে রক্ষা পাবে। নিচে আমি দুইটি উপায়ে USB Port Disable পদ্দতি দেখলাম।

পদ্দতি - ০১ :

প্রথমে আপনার ডেস্কটপে MY Pc / My Computer এ রাইট ক্লিক করুন।

এখান থেকে Manage এ ক্লিক করুন। তারপর Devise Manager এ ক্লিক করুন।

তারপর নিচের দিকে দেখবেন Universial Serial Bus Controller একটা অপশন দেখবেন এটাতে ক্লিক করলে দেখা যাবে Generic USB Hub নামে দুটি অপশন আছে

এগুলোতে রাইট ক্লিক করে ডিজেবল করুন দেখবে এখন আর পোর্ট কাজ করছে না। আবার Enable করলে পোর্ট কাজ করবে।

পদ্দতি ০২  :

Run - CMD - regedit এ যাওয়ার পর দেখবেন একটা উইন্ডো ওপেন হবে।

HKEY Local Machine - System- CurrentControllset - Service - USBSTOR এখানে ক্লিক করলে দেখবেন ডান পাসের একটা উইন্ডোতে নিচে থেকে ২ নম্বর অপশন Start এ ডাবল ক্লিক করুন।

আবার নতুন একটা উইন্ডো ওপেন হবে। এখানে Value Data নামে একটা ঘর আসবে এখানে সাধারনত 3 বসানো থাকে 3 এডিট করে 4 বসিয়ে ok করুন দেখবেন

আপনাার USB Port Disable হয়ে গেছে। আবার ৪ এর পরিবর্তে ৩ বসালে এনাবল হবে।

বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও দেখে নিন।


আরো কিছু টিউন প্রয়োজন হলে দেখে নিতে পারেন :