Friday 28 October 2016

আপনার ওয়েব সাইট/ব্লগ থেকে কপি করা চির জীবনের জন্য বন্ধ করে দিন। ১ কোটি % Working

Hello, সবাই কেমন আছেন ?  

আমি ভালো আছি ।  আশা করি আপনারা ও ভালো আছেন ।

আজকে আপনাদের সাথে আলোচনা করবো  কিভাবে  আপনার ওয়েব সাইট/ব্লগ থেকে কপি পেস্ট বন্ধ করা যায় । আমরা কত কষ্ট করে একটা কন্টেন্ট লিখি ৫০০,১০০০,২০০০ বা তারো বেশি শব্দের কিন্তু কেমন হয় কেউ যদি আপনার লেখাটা কপি করে নিজের নামে চালিয়ে দেয়। মেজাজতো ১০০ এ ১০০ হয় +খুব কষ্ট ও লাগে ।

আপনি যদি ও কন্টেন্টি (টিউন) নিজে লিখেছেন বা ইউনিক কিন্তু টিউনটি যদি অন্য কেউ কপি করে ফেলে তা কিন্তু গুগলের কাছে আপনার টিউনটি আর ইউনিক না। আর ইউনিক টিউন না হলে গুগলের প্রথম পেজ সেতো এক স্বপ্নের কথা।

How To stop or disable copy paste bangla Tutorial


যাদের লিখা পড়তে বোরিং লাগে তারা ভিডিও দেখেন। আর যদি ভিডিও দেখতে ও বোরিং লাগে তারা ঝাল মুরি  খান।


 








To get the javascript code please Follow ::::


 <script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'/>
<script type='text/javascript'>
if
(typeof document.onselectstart!="undefined")

{
    document.onselectstart=new Function ("return false");
}

else

{
    document.onmousedown=new Function ( "return false" );
}
document.onmouseup=new Function ("return true"); }
</script>



কাজটা ওয়ার্ডপ্রেসে প্লাগিন দিয়ে ও করা যায় । কিন্তু বেশি প্লাগিন সাইটকে স্লো করে ফেলে । সাইটের স্পিড কম হলে গুগল আপনার Rank কমিয়ে দিবে ।

অনেকে অভিযোগ আনতে পারে যে অনেক ক্ষেত্রে তো কোড বা অন্যান্য কিছু ইউজাররা কপি করার প্রয়োজন পড়তে পারে তো সে ক্ষেত্রে কি করবেন ।

আরে আমি আছিনা প্রোব্লেমটা কথায় । ব্লগার এ html ওয়ার্ডপ্রেসে Text  এ গিয়ে <textarea>আপনার কোড</textarea>।

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। সবার জন্য শুভ কামনা রইলো ।


আমাদের টিউন গুলো দ্বারা যদি নূন্যতম ও উপকৃত হয়ে থাকেন তাহলে ফেসবুক,টুইটার,গুগল প্লাস এ আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ।

কারো কোনো সমস্যা হলে টিউমেন্ট এ জানান । আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

0 comments:

Post a Comment