কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আমরা অনেকেই অনেক রকম টিপস খাটিয়ে অটোমেটিক পিসি বন্ধ করার নিয়ম শিখেছি।
কিন্তু আজ আমি আপনাদের যে সফট দিব তা কিন্তু কম না।আমার কাছে ভাল লেগেছে। আপনার ভাল না লেগে যাবে কই। আশা করি ভাল লাগবে।
আমরা
সবাই কম বেশি নেট থেকে বড় ফাইল, মুভি, অপারেটিং সিস্টেম ডাউনলোড দেই। এসব
এর সাইজ বড় বলে অনেক সময় লাগে। যার ফলে পিসি কে অনেক সময় ৪,৫ ঘন্টা
চালু রাখতে হয়।
অনেকে আবার রাতে ভাল স্পীড এর কারনে রাতে ডাউনলোড দেন। যার ফলে পিসি সারারাত খোলা থাকে। এতে পিসি হয়তবা নষ্ট হবেনা কিন্তু পিসি এর বাস স্পীড কমে যায়।
কিন্তু আপনি একটু বুদ্ধি খাটালেই আপনার পিসি নিজে নিজে বন্ধ করাতে পারেন। তাহলে আসুন নিয়মটা শিখে নেই। ধরুন আপনি একটা কিছু ডাউনলোড দিলেন।
দেখলেন শেষ হতে 3 ঘন্টা লাগবে। এখন আপনি ততক্ষণ থাকতে পাবেন না বা ঘুমিয়ে পরবেন। তখন আপনাকে যা করতে হবে তা হল।
অনেকে আবার রাতে ভাল স্পীড এর কারনে রাতে ডাউনলোড দেন। যার ফলে পিসি সারারাত খোলা থাকে। এতে পিসি হয়তবা নষ্ট হবেনা কিন্তু পিসি এর বাস স্পীড কমে যায়।
কিন্তু আপনি একটু বুদ্ধি খাটালেই আপনার পিসি নিজে নিজে বন্ধ করাতে পারেন। তাহলে আসুন নিয়মটা শিখে নেই। ধরুন আপনি একটা কিছু ডাউনলোড দিলেন।
দেখলেন শেষ হতে 3 ঘন্টা লাগবে। এখন আপনি ততক্ষণ থাকতে পাবেন না বা ঘুমিয়ে পরবেন। তখন আপনাকে যা করতে হবে তা হল।
কিভাবে কি করবেন?
প্রথমে এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন আপনার পিসির জন্য। তারপর চালু করুন।
এবার Hours এর ঘরেঃ আপনি আপনার কাঙ্খিত ঘন্টা হিসাব করে বসান, তারপর Minutes, Seconds দিয়ে Start বাটনে ক্লিক করুন।
এবার আপনি ঘুমিয়ে পড়ুন কোন সমস্যা নাই পিসি আপনার বেঁধে দেওয়া টাইম অনুযায়ী অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
এবার Hours এর ঘরেঃ আপনি আপনার কাঙ্খিত ঘন্টা হিসাব করে বসান, তারপর Minutes, Seconds দিয়ে Start বাটনে ক্লিক করুন।
এবার আপনি ঘুমিয়ে পড়ুন কোন সমস্যা নাই পিসি আপনার বেঁধে দেওয়া টাইম অনুযায়ী অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
0 comments:
Post a Comment