Wednesday, 19 October 2016

পূর্বের পাসওয়ার্ড না জেনেই উইন্ডোজের পাসওয়ার্ড পরিবর্তন করুন

আসসালামুআলাইকুম,

আপনার সবাই কেমন আছেন আসা করি অনেক ভাল, আজকে অনেক সহজ একটা নিউন নিয়ে বসে পড়লাম। 

আপনারা হয়ত ইতিমধ্যেই জেনে গেছেন নিউনটির টাইটেল দেখে।

হ্যা বন্ধুরা আজকে আমি দেখাব যে কিভাবে আপনি অতি সহজেই যেকোন উইন্ডোজ কম্পিউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এটা অনেক সহজ পদ্ধতি। যেকেউ পারবে।

এখন মোটামোটি সবাই ব্যক্তিগত কম্পি্উটারে পাসওয়ার্ড দিয়ে রাখে।

কিন্তু যে যতই পাসওয়ার্ড দিয়ে রাখুক না কেন আপনার কাছে কিছুই নয়, যদি আপনি তার কম্পিউটারটি একবার চালু অবস্থায় পান তাহলেই হবে।

সে যে পাসওয়াডি ব্যবহার করুক না  কেন তা আপনার না জনলেও চলবে আপনি আপনার মত করে পাসওয়ার্ড দিয়ে রাখবেন।

তবে একটা কথা বলে রাখি যে আমরা সাভাবিক নিয়মে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে পর্বের প্রদত্ব পাসওয়ার্ডটি জানতে হয় এক্ষেত্রে তা জানতে হবে না।

অনেক ছোট্ট করে ভিডিওটি বানিয়েছি দেখুন। মাত্র ৩ মিনিট সময় লাগবে ধর্য সহকারে দেখুন।


নোট: অনেকেই মনে করেন যে লিখে দিলেই তো হয় আবার ভিডিও কেন। আসলে ভাই আজকার কেউ ধর্যধারণ করে টিউন পড়েনা। তাই ভিডিও আকার বানিয়ে দিলাম।

0 comments:

Post a Comment