Monday 10 October 2016

ভুলবশত আপনার মেমোরী/ পেন-ড্রাইভ Format হয়ে গেছে! সমাধান এখানে

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।

আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি । আমরা ভুলবশত অথবা আমাদের ছোট ছেলে-মেয়ে ভূল করে মেমোরীতে ঢুকতে  গিয়ে হয়তো মেমোরী কার্ড ফরম্যাট করে দিয়েছে । আপনি এসে দেখলেন আপনার মেমোরী কার্ডের পুরো ডাটা গায়েব, কে বুঝবে আপনার রাগের কথা । এমন অনেক কিছুই মেমোরীতে থাকে যা অনেক প্রয়োজনীয় । আজকের টিউন মূলত যাদের মেমোরী / পেন-ড্রাইভ ভুলবশত Format হয়ে গেছে অথবা কিছু ডিলিট হয়ে গিয়েছে তাদের জন্য ।

আপনি নিচের নিয়ম গুলো ভালো করে অনুসরণ করুন।দেখবেন আপনি সফল ভাবে ডাটা রিকভার করতে পেরেছেন-

প্রথমে এখানে ক্লিক করে সফটওয়ারটি ডাউনলোড করে ইন্সটল করুন।তারপর চালু করুন,



চালু হলে নিচের Next বাটনে ক্লিক করুন, তাহলে নিচের মত একটি বক্স আসবে ।



এবার Step - 1 থেকে Drive Letter : আপনার পেন ড্রাইভ অথবা মেমোরী কার্ড দেখিয়ে দিন আমার পেন ড্রাইভ কে তাই আমি K সিলেক্ট করেছি, আপনি আপনার ড্রাইভ লেটার অনুযায়ী সিলেক্ট করুন ।

এবার Next বাটনে ক্লিক করুন ।



তাহলে আপনার হারিয়ে যাওয়া ছবি Recover হওয়া শুরু হবে ।



Step - 3 তে এসে উপরের নিয়মে কাজ করে Next বাটনে ক্লিক করুন ।



সবশেষ Complete এ এসে Open Recovered Files Folder বাটনে ক্লিক করুন আর দেখুন আপনার হারিয়ে যাওয়া ছবি বা ফাইল।

এবার সব ফাইল কাট / কপি করে Save করে রাখুন।


ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না।আরো কিছু Data Recovery সফটওয়্যার এর লিংক এবং কিছু Tips পেতে নিচের article টি পরতে পারেন-

0 comments:

Post a Comment