Monday, 10 October 2016

খুব সহজে লোকাল ড্রাইভ হিডেন করুন কোন সফটওয়্যার ছাড়াই।১০০% কার্যকর

হ্যালো টিউনারস,

আসসালামুয়ালাইকুম । আশা করি সবাই ভাল আছেন । আমিও ভাল আছি ।

আজকের এই পর্বে আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজ এর লোকাল ড্রাইভকে খুব সহজে হিডেন করা যায় ।
অনেক সময় আপনার হইত অনেক পারসনাল ফাইল থাকে যেগুলো হইত আপনি হিডেন করে রাখতে চাচ্ছেন ।

সেগুল হইত জিপ করে রাখাও অনেক সময়ের বিষয় ।

সুতরাং পুর লোকাল ড্রাইভ আপনি হিডেন  করে রাখলে এই সমস্যার সমাধান পাওয়া যায় ।
চলুন সুরু করা যাক।

১। প্রথমে my computer  এর উপর mouse রেখে right click করবেন ।

২। এরপর manage অপশনটি সিলেক্ট করুন ।

৩। এরপর একটা উইন্ডো আশবে । সেখানে disk management অপশন এ ক্লিক করুন ।

৪। এরপর আপনি যেই ড্রাইভটি হিডেন করতে চান সেটার উপর right click করবেন । এরপর change drive & letter path সিলেক্ট করুন ।

৫। এরপর রিমুভ অপশন টি ক্লিক করুন ।  দেখবেন আপনার লোকাল ড্রাইভ টি হিডেন হয়ে গেছে ।

এভাবে খুব সহজে আপনি আপনার লোকাল ড্রাইভ টি হিডেন করে ফেলতে পারবেন ।


এখন এটাকে কিভাবে ফিরিয়ে আনবেন সেটা বলছি।

১। যেই ড্রাইভটি হিডেন করেছেন অইটার উপর right click করবেন । এরপর change drive & letter path সিলেক্ট করুন ।

২। এখন আপনি add অপশন টি সিলেক্ট করুন । এরপর আপনি যে কোন একটা লেটার দিন । অকে করুন ।
দেখবেন আবার সেই হিডেন ড্রাইভ ফেরত এশে গেছে ।

আশা করি সবাই বুজতে পেরেছেন । যদি কেউ বুজতে না পারেন তাহলে এই ভিডিও টি দেখতে পারেন ।
আর যদি কোন সমস্যা হয় টিউমেন্ট এ অবশ্যয় জানাবেন ।

0 comments:

Post a Comment