Sunday 16 October 2016

খুব সহজেই আপনার ব্লগ বা ওয়েবসাইট এ আপনার ফেইসবুক পেজের লাইক বক্স যোগ করুন

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভাল আছেন।আজ আমি অনেক গুরুত্বপূ্র্ণ একটি টিউন আপনাদের সাথে শেয়ার করব।

আমরা যারা ব্লগ অথবা ওয়েবসাইট চালাই তারা অনেক সময় চাই আমাদের ফেসবুক পেজটিকে অই ব্লগ বা ওয়েবসাইট এর সাথে লিঙ্ক করতে এবং ব্লগ এ ফেইসবুক এর পেজের লাইক বক্স তৈরি করতে যাতে করে আপ্নার ব্লগের ভিজিটররা ডাইরেক্ট ব্লগ থেকেই আপনার পেজে লাইক দিতে পারে।

আজকে আমি আপনাদের দেখাব কিভাবে এটি করতে হয়।
প্রথমেই বলে রাখি এটি অনেকভাবেই করা যায়।

এখানে আমি সবথেকে সহজ পদ্ধতি টিই দেখাব।
তো আসুন দেরি না করে শুরু করা যাক।
প্রথমেই আপনার ব্লগ এ লগ ইন করুন।
আমি এখানে উদাহরণ হিসেবে ব্লগার ব্লগ কে দেখাব।
তো প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্ট এ লগ ইন করে আপনার ব্লগ কে সিলেক্ট করেন।
এবার সেখান থেকে লে-আউট অপ শন এ যান।
create facebook like box for blogger 

এবার যে যায়গাতে লাইকবক্স বসাতে চান সেখানে গিয়ে একটা গ্যাজেট অ্যাড করুন।
এজন্য add gadget অপশন এ ক্লিক করুন।
এবার  HTML/JavaScript গ্যাজেট টি যোগ করুন।

এখন এটির কন্টেন্ট বক্স এ নিচের কোড কপি করে পেষ্ট করুন
<iframe
src="//www.facebook.com/plugins/likebox.php?
href=https://www.facebook.com/787594352250989&amp;width=290&amp;height=250&amp;
amp;colorscheme=light&amp;show_faces=true&amp;border_color&amp;stream=false&amp;header=false&amp;" style="border: none; height: 250px;
overflow: hidden; width: 290px;">
</iframe>

বি।দ্রঃ এখানে তিন নাম্বার প্যারা তে 787594352250989 কোডটিকে আপনার পেজ এর কোড দিয়ে রিপ্লেস করুন।

আপ্নার পেজের কোড পেতে যে ফেইসবুক পেজের লাইক বক্স যোগ করবেন তাতে ঢুকেন।

এখন আপনার ব্রাউজার এর আড্রেস বক্স এ দেখুন আপনার পেজ এর url শো করসে।

সেই url থেকে শেষের দিকে থাকা নাম্বার গুলো কপি করে যাস্ট উপরের দেওয়া নাম্বারগুলোর যায়গায় বসিয়ে দিন।

এখানে আপনি চাইলে হাইট ও উইডথ ও চেঞ্জ করতে পারেন।এবার গ্যাজেট টিকে সেভ করে বের হয়ে আসুন।
এবার আপনার ব্লগ এ প্রবেশ করুন।দেখতে পাবেন আপনার পেজের লাইক বক্স যোগ হয়েছে।
আজ এই পর্যন্তই।

সবাই ভাল থাকবেন এই কামনায় শেষ করছি।

আসসালামু আলাইকুম।

টিউন টি ভাল লাগ্লে লাইক,টিউমেন্ট ও শেয়ার করুন।

ধন্যবাদ সবাইকে।

0 comments:

Post a Comment