সুপ্রিয় টেকটিউনসবাসী,আজকে দ্বিতীয়বারের মত টিউন করছি।
সবাইকে সালাম জানাই। আজকে আপনাদের একটা জিনিস শেখাব যেটা টাইটেল দেখে বুজে গেছেন।
পিসি
শাটডাউন এবং রিস্টার্ট করা আমাদের নিত্য দিনের কাজ। কিন্তু Windows 8 বা
তার উপরের ভার্সনে পিসি সাটডাউন বা রিস্টার্ট করা ঝামেলার ব্যপার।
তো চলুন
জেনে নেই কিভাবে এর সর্টকার্ট তৈরি করবেন।
★★ ডেস্কটপের
উপর যেকোনো খানে রাইট ক্লিক করে New>Shortcut এ যান। বিভিন্ন ভার্সনে
এই প্রক্রিয়া টা ভিন্ন হতে পারে।
তো যাই হোক আমি মনে করলাম আপনারা Shortcut
তৈরির অপশনে গেছেন। স্ক্রিনশট এর মত
★★তারপর সেখানে কমান্ড লিখুনঃ
শাটডাউন এর জন্যেঃ shutdown /s /t 0
রিস্টার্টের জন্যেঃ shutdown /r /t 0
★★ এবার আলাদা আলদা দুটি শর্টকাট ডেস্কটপ এ সেভ করে নিন।
★★ কাজ শেষ। এখন দেখুন কাজ করে কি না।
★★ যদি ভাল লাগে বা কাজ করে তাহলে অবশ্যই টিউমেন্ট করুন।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
0 comments:
Post a Comment