Friday, 16 December 2016

[PC Trick] এবার বানান আপনার উইন্ডোজ পিসির জন্যে শাটডাউন ও রিস্টার্ট শর্টকাট।

সুপ্রিয় টেকটিউনসবাসী,আজকে দ্বিতীয়বারের মত টিউন করছি।

সবাইকে সালাম জানাই। আজকে আপনাদের একটা জিনিস শেখাব যেটা টাইটেল দেখে বুজে গেছেন।

পিসি শাটডাউন এবং রিস্টার্ট করা আমাদের নিত্য দিনের কাজ। কিন্তু Windows 8 বা তার উপরের ভার্সনে পিসি সাটডাউন বা রিস্টার্ট করা ঝামেলার ব্যপার।

তো চলুন জেনে নেই কিভাবে এর সর্টকার্ট তৈরি করবেন।

★★ ডেস্কটপের উপর যেকোনো খানে রাইট ক্লিক করে New>Shortcut এ যান। বিভিন্ন ভার্সনে এই প্রক্রিয়া টা ভিন্ন হতে পারে।

তো যাই হোক আমি মনে করলাম আপনারা Shortcut তৈরির অপশনে গেছেন। স্ক্রিনশট এর মত


★★তারপর সেখানে কমান্ড লিখুনঃ

শাটডাউন এর জন্যেঃ shutdown /s /t 0

রিস্টার্টের জন্যেঃ shutdown /r /t 0

★★ এবার আলাদা আলদা দুটি শর্টকাট ডেস্কটপ এ সেভ করে নিন।

★★ কাজ শেষ। এখন দেখুন কাজ করে কি না।

★★ যদি ভাল লাগে বা কাজ করে তাহলে অবশ্যই টিউমেন্ট করুন।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

0 comments:

Post a Comment