আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ উপরের Titile দেখে অনেকই বুঝতে পারছেন, আজ আমি দেখাব কিভাবে Facebook Messenger থেকে ফেসবুক আইডি Logout করবেন।
প্রথমে মোবাইল এর Settings এ যান
তারপর Apps এ ক্লিক করুন এখন Messenger এ যান
তারপর Storage এ ক্লিক করুন এখন Clear Data তে ক্লিক করুন
তারপর কিছু আসলে Ok তে ক্লিক করবেন
তারপর ফেসবুক মেসেঞ্জার ওপেন করে দেখবেন নতুন আইডি লগইন করার সিস্টেম আসে।
যদি লেখা পরে বুজতে কারো সমস্যা হয় তাহলে নিচের বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
আজ এই পর্যন্তই পরের টিউন এ আবার দেখা হবে।
0 comments:
Post a Comment