Friday 23 December 2016

ডাউনলোড করুন KMSAuto Net ২০১৫ পোর্টেবল ভার্সন

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই ?

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।

আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

আজকে আপনাদের মাঝে যেটা শেয়ার করবো তাহলো KMSAuto Net এবং এটি পোর্টেবল ভার্সন।

আমরা যখন উইন্ডোজ সেট আপ দেই তখন আমাদের সেটআপ দেয়া উইন্ডোজটি অ্যাক্টিভ থাকে না এর মেয়াদ থাকে মাত্র ৩০ দিন

 তখন সেই উইন্ডোজকে অ্যাক্টিভ করার দরকার হয়।

তাই এই সমস্যার সমাধান করার জন্য আজ এমন একটি অ্যাক্টিভেটর নিয়ে এলাম যার সাহায্যে, খুব সহজে উইন্ডোজ অ্যাক্টিভ করা যায়।

তাহলে আর দেরি না করে  নিম্নের  ডাউনলোড লিঙ্ক থেকে KMSAuto Net এক্টিভেটরটি ডাউনলোড করে নিন।





KMSAuto Net ২০১৫ পোর্টেবল ভার্সন ডাউনলোড করতে


KMSAuto Net যে সকল উইন্ডোজ অপারেটিং সিস্টেম অ্যাক্টিভ করতে পারে তা হলো 
  • উইন্ডোজ ৮ এর সকল ভার্সন
  • উইন্ডোজ ৮.১ এর সকল ভার্সন
  • উইন্ডোজ ৭ এর (প্রফেসনাল/এন/এন্টারপ্রাইজ/এন) ভার্সন
  • উইন্ডোজ ভিস্তা এর (বিজনেস/এন/এন্টারপ্রাইজ/এন) ভার্সন
  • উইন্ডোজ ১০ টেকনিক্যাল প্রিভিউ এর সকল ভার্সন
  • অফিস ২০১০/ ২০১৩/ ২০১৬ এর সকল ভার্সন
  • উইন্ডোজ সার্ভার ২০০৮/ স্ট্যান্ডাড/ ডাটাসেন্টার/ এন্টারপ্রাইজ/ ২০০৮আর২
  • উইন্ডোজ সার্ভার ২০১২/ স্ট্যান্ডাড/ ডাটাসেন্টার/ ২০০১২আর২

যেভাবে ইনস্টল করতে হবে ?
  • প্রথমে KMSAuto Net.exe ফাইলটি ডাউনলোড করুন।
  • KMSAuto Net.exe ফাইলটি রান করুন।
  • এবার যেটা এক্টিভেট করবেন সেটা সিলেক্ট করুন এবং অ্যাক্টিভ করুন।
  • এবার অপেক্ষা করুন। যদি কখনো কন্টিনিউ বা ইয়েস করতে বলে তাহলে কন্টিনিউ বা ইয়েস দিবেন।
  • আপনার উইন্ডোজ বা অফিস এক্টিভেট হয়ে গেলে সাক্সেসফুল লেখা আসবে তখন পিসি রিস্টার্ট করে নিবেন।

যেভাবে ইনস্টল করতে হবে তার সম্পূর্ণ ভিডিও টিউটরিয়ালের নিম্নে দেয়া হল।


আশা করি সবাই বুঝতে পেরেছেন।

সাবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।

কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন। সাবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

0 comments:

Post a Comment