Friday 23 December 2016

উইন্ডোজ ১০ এ ডট নেট ফ্রেমওয়ার্ক ৩.৫ সেটাপ হবে অফলাইনে (ভিডিও টিউটোরিয়াল)

উইন্ডোজ ১০ মাইক্রোসফট এর সর্বশেষ উইন্ডোজ ভার্সন।

আর এটি সেটাপ কিংবা আপডেটের পর সবচেয়ে বেশি যে সমস্যায় পড়েন অনীকেই তার একটি হল ডট ফ্রেমওয়ার্ক সেটাপ।

সেটার একটি উপায় দেখবো ভিডিও টিউটোরিয়ালটিতে।

যেখানে ডিভিডি কিংবা সফট ইমেজ থেকেই সেটাপ করে কিভাবে সফলভাবে ৩.৫ ডট নেট সেটাপ হবে তা দেখানো হয়েছে।

উইন্ডোজ ১০ এ ডট নেট ফ্রেমওয়ার্ক ৩.৫ নেটবিহীন সেটাপ পদ্ধতি দেখুন ভিডিওটিতে

 

আশা করি মতামত জানাবেন কে কতটুকু পারলেন, না পারলেও জানাবেন।

0 comments:

Post a Comment