Wednesday 21 December 2016

Live TV Online With BDIX 35+ Bangladeshi & International Channels

আমার আজকের এই লিখা টা হয়তো অনেকেই অনেকদিন হতে খুজছেন,

হয়তো কেউ পাইছেন আবার কেউ পাননি। 

                      যা হোক, আমার লিখাটা পড়েই হয়তো বুঝতে পারছেন লিখাটা কি নিয়ে। আমাদের ভিতর অনেকেই আছেন যারা টিভি দেখেন প্রতিদিন।

আবার হয়তো ওনেকেই আছেন যারা চাননা একটা প্রগ্রামো মিস করতে। তাদের জন্য আজকের এই লিখা।
 
আসল কথায় আসি আমরা যারা ইনটারনেট এ কাজ করি কিংবা বাসায় নেট আছে তারা মাঝে মাঝে এই সমস্যা টায় পড়ি যে আমাদের টিভি দেখতে হলে টিভি রুমে যেতে হয়, যেটা ওনেকের কাছে ঝামেলার।

তাদের বলছি আপনি চাইলে আপনার পিসিতেও দেখতে পাবেন টিভি সরাসরি। কি দেখবেন আপনি ?

বাংলার একুশে নাকি ওপার বাংলার ইটিভি বাংলা,নাকি Star Plus,9xm or Espn।

সবি আছে এতে,শুধু আপনার দেখার ইচছা থাকলেই হবে। আর একটা কথা বলে রাখি দেখতে কোন টাকা লাগবেনা, লাগবে শুধু একটা নেট কানেকসন।

আপনি চাইলে Request ও করতে পারবেন আপনার প্রীয় টিভি চ্যানেলের জন্য। :)

নিচে ৩ টা পপুলার BDIX Live TV সার্ভার এর নাম দাওয়া হলো:

1. VdoNip BDIX Live Tv Server: 

৩ টা সার্ভার এর মাজে আমার নিজের কাছে VdoNip এবং Ebox এর লাইভ টিভি টা ভালো লাগলো. আর VdoNip কে ১ এ দেওয়ার কারণ হলো,

VdoNip এর লাইভ টিভি সার্ভার তা সবার জন্য।

কিন্তু Ebox হলো যারা এক্সর্ড এবং আর ২ বা ৩ টা ISP ব্যবহার কারীরা পায়। যার কারণ এ কে #১ এ দাওয়া হলো।

VdoNip এ ৩৭ টি বাংলাদেশি এবং ইন্টারন্যাশন চ্যানেল আছে যেমন: Star Plus,Star One, Zee tv, Sahara filmy,Star Gold,UTV Movies, অরও অনেক।

আর সব চ্যানেল SD Qulity :(এর।
Click Here For Visit VdoNip BDIX Live TV Server :)

2. Ebox Live Tv Server:

Ebox সার্ভারে চ্যানেল ও আছে অনেক ২০+ তো হবেই।

এবং সব চ্যানেল HD Qulity এর যা অনেক ভালো কথা।

কিন্তু আগেই বললাম এর টিভি সার্ভারটা সবই পায় না। ১ মাস আর মতো হলো এই সার্ভার টা প্রাইভেট করে দিলো :(,
Click Here For Visit Ebox Live Tv Server
3. Channel-BD.com Live TV: ওদের সার্ভার এ আপনি বাংলাদেশি চ্যানেল গুলাই পাবেন। কোনো হিন্দি বা ইন্টারন্যাশন চ্যানেল নেই। :(
Click Here For Visit Channel-BD

0 comments:

Post a Comment