Thursday, 26 May 2016

এবার হাতের ইশারায় গান চেঞ্জ করুন ( Audio song change whithout touch ) 2016


আসসালামু আলাইকুম।

Image result for air view


আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমরা প্রতিনিয়তই কোন না কোন সমস্যা ঈ পড়ি। আবার কোন না কোন সমস্যা সমাধান করি। আমাদের জীবন টাই এরকম। আবার অনেক সময় অনেক নতুন কিছু পাই। হ্যা, তাই আজ ও দিব নতুন কিছু।
টাইটেল দেখে মনে হয় অবাক হচ্ছেন? অবাক হওয়ার ই কথা। তবে কথা সত্য।
আপনি আপনার ফোনে গান শুন ছেন, ভাল লাগেওছে না। ইচ্ছে করলে আপনি আপনার ফোন টাচ না করেই গান চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার ফোনের কিছুটা উপরে থেকে হাত নাড়িয়ে যা করবেন/যেদিকে দিবেন সেইদিকেই, তাই কাজ হবে।
আরো আছে সাউন্ড কাস্টমাইজ করার সুযোগ।
আরো আছে অনেক ফিচার।
আসলে অনেক অবাক ব্যাপার আছে। আর নিয়ে নিন অবাক করা এই মিউজিক প্লেয়ার টি।
এটির নামঃ Sensor music Player
Size: 2.2 mb
Download link: এখানে ক্লিক করুন।
(Download info: ডাউনলোড করতে, Create Download link নিচের টিক চিনহ টি তুলে দিয়ে, Create Download link তে ক্লিক করুন। পরের পেজে Click here to download এ ক্লিক করুন, তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে)
আজকের মত বিদায় নিচ্ছি। ভাল থাকবেন, সুখে থাকবেন। আর ভাল লাগলে থ্যাংকস দিতে ভুলবেন না। আপনাদের থেকে একটু উতসাহ পেলে কাজ করার আগ্রহ বাড়ে। বুঝলেন ভাইয়ারা।
আর ভুল হলে মাফ করবেন।
আমার জন্য দোয়া করবেন।
যাচ্ছি।
আল্লাহ্‌ হাফেজ।ভালো থাকুন।
সুস্থ থাকুন।
খোদা হাফেজ।

আর যদি এই টিউনটি আপনাদের উপকারে আসে তাহলে ফেসবুকে Share করতে ভুলবেন না.....

আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন 

                                     :::::: THANK YOU ::::::

0 comments:

Post a Comment