Thursday, 26 May 2016

আপনার বন্ধু কার সাথে কি কথা বলছে আপনি তা সুনুন আপনার মবাইলে মাত্র1.7 mb আপ্স দ্বারা।


আসসালামু আলাইকুম।
Image result for couple app

আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দুয়াই অনেক অনেক ভাল আছি,।সবার সুস্থতা কামনা করে আমি সুরু করছি।
হে'দ লাইন দেখে বিব্রত হওয়ার কিছু নেই। আর আমি যা কিছু বলছি তার সবই সত্তি।বিশশাস হচ্ছে না, বিশশাস না করার কিচ্ছুই নাই। একবার ভুল করে হলেও বিশশাস করেই দেখুন,আর ডাউনলোড করেই দেখুন,।ওকে কথা বাড়িয়ে লাভ নাই,কাজের কথাই আসি।
আপনার কি সন্দেহ আপনার গার্লফ্রেন্ড এর উপর। আপনি কি মনে করেন আপনার গার্লফ্রেন্ড অন্য কারো সাথে কথা বলে। আপনি কি জানতে চান কি কথা বলে তাহলে এই অ্যাপস আপনার জন্যই। এই অ্যাপসটি আপনার গার্লফ্রেন্ড এর ফোনে ইন্সটল করে দিন ব্যাস আপনার কাজ শেষ। এখুন শুনন আপনার গার্লফ্রেন্ড কি কথা বলে অন্যদের সাথে।

যেভাবে কাজ করেঃ
আপসটি প্রথমে ফোন এর সকল কল রেকর্ড করে তারপর আপনি রেকর্ড এর জন্যে অনুরোধ করলে আপসটি সকল রেকর্ড সার্ভারে আপলোড করে দেই।

Filename: All Call Recorder.apk Size:1.7
ডাওনলড করতে ক্লিক করুন :click here

সুবিধা :
অ্যাপসটির আইকন হাইড হয়ে থাকে।
খুব অল্প মেগাতে রেকর্ড করে প্রতি মিনিট ১০০ কেবি রেকর্ড এর সময় কোন শব্দ করে না। তাই আপনার গার্লফ্রেন্ড বুঝতেও পারবে না।
যেভাবে কাজ করাবেনঃ
প্রথমে অ্যাপসটি ফোনে ইন্সটল করে দিন। অ্যাপসটি ওপেন করে ইমেইল আইডি আর পিন দিয়ে রেজিস্টার করে দিন তারপর নিচের লিংকে গিয়ে আপনার পিন ও আইডি দিয়ে লগইন করে রেকর্ড শুনুন।
ওকে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। টেকটিউনে থাকার জন্য  আপনাদের সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
বিদ্র: গাছকে নয় ফলকে বিশ্বাস করুন।

সবাই ভাল থাকেন।আমার অন্য টিউন গুলা অবশ্যয় দেখবেন।

 
আর যদি এই টিউনটি আপনাদের উপকারে আসে তাহলে ফেসবুকে Share করতে ভুলবেন না.....

আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন 

                                     :::::: THANK YOU ::::::

0 comments:

Post a Comment