আপনারা সকলে কেমন আছেন?
আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশী ডেভেলপারের তৈরি একটি চমৎকার অ্যাপ।
অ্যাপ টির নাম বইগুচ্ছ। বইগুচ্ছ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ফ্রী তে ডাউনলোড করা যাচ্ছে। আন্ড্রয়েডের এই অ্যাপটি আপনি আপনার ফোনে ইন্সটল করে হাজারো বই এর নাম পাবেন। বই এর নামের উপর ক্লিক করলেই
পিডিএফ আকারে বইটি ওপেন হয়ে যাবে।
এছাড়া আপনি ইচ্ছা করলে মেনু থেকে আপনার পছন্দের লেখকের বই গুলো পড়তে পারবেন। আপনার যদি ইচ্ছা হয় কোন বই পছন্দের লিস্টে রাখতে পারবেন।
বই টিতে দেশের সেরা সেরা লেখক যেমন হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল, আনিসুল হক সহ আরও বিখ্যাত কিছু লেখকের বই পাবেন ক্যাটাগরি ওয়াইস।
যাই হোক, বইটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন -
https://play.google.com/store/apps/details?id=programming.hello.youtube.com.onlinebook
দিন দিন ডেভেলপার টিম আরও বই যোগ করছে। তাদের এই অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানানো সবার ই উচিত। তাই আমার পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে রিকুয়েস্ট রেটিং / রিভিউ দিতে ভুলবেন না অ্যাপটিতে।
ভাল হোক অথবা খারাপ হোক অ্যাপটিতে রিভিউ / রেটিং দিতে ভুলবেন না।
Some Screenshot of this apps...
অ্যাপটির ডিজাইন টাও অনেক সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি। অ্যাপটির মেনু থেকে আপনি বিভিন্ন
জনপ্রিয় লেখকের নাম পাবেন যেখানে ক্লিক করলে সেই লেখকের জনপ্রিয় বইগুলো দেখতে পাবেন।
অ্যাপটিতে বই সার্চ করতে চাইলে অবশ্যই বাংলাই লিখে সার্চ করবেন।
আর যদি এই টিউনটি আপনাদের উপকারে আসে তাহলে ফেসবুকে Share করতে ভুলবেন না.....
:::::: THANK YOU ::::::
0 comments:
Post a Comment