Tuesday, 24 May 2016

যে কোন স্লো ইন্টারনেটে ইউটিউব ভিডিও চালান কোন বাফারিং ছাড়া। হ্যাঁ! ঢপ মারছি না।

এরজন্য আপনাদের দুটি মিডিয়া প্লেয়ার লাগবে।
1. VLC
2. WINAMP
নতুন ভার্সন থাকলে ভাল হয়। না থাকলে পুরনো দিয়ে চেস্টা করতে পারেন।

প্রথমে winamp খুলুন।
Browser  এ click করুন। এরপর address bar এ m.youtube.com দিয়ে enter মারুন। তারপর মোবাইল ভার্সন এ যদি না আসে তাহলে MOBILE এ ক্লিক করুন নিচের ছবি মত।



 তারপর পছন্দ মত ভিডিও সার্চ করে তাতে ক্লিক করুন।



এরপর পছন্দের ভিডিও খুলে "watch video" তে মাউস এর right ক্লিক করে "copy shotcut" এ ক্লিক করুন।



এবার VLC খুলে "control" + "v" চাপুন (যেটি paste এর shortcut কম্যান্ড )। তারপর "play" চাপুন। ব্যাস !!
 

 
VLC এর পর্দা ছোট করে নিন তাহলে দেখে মজা পাবেন।

 

সবাই ভাল থাকেন।আমার অন্য টিউন গুলা অবশ্যয় দেখবেন।
আর যদি এই টিউনটি আপনাদের উপকারে আসে তাহলে ফেসবুকে Share করতে ভুলবেন না.....

আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন 

                                     :::::: THANK YOU ::::::
Location: Bashundhara Rd, Dhaka 1229, Bangladesh

0 comments:

Post a Comment